আসসালামু আলাইকুম।প্রথম টিউনটির ব্যাপক সাড়া পেয়েই আজ দ্বিতীয় টিউনটি লেখতে অনুপ্রানিত হলাম।বিগত টিউনে যারা আমার এত প্রসংসা করলেন আমি সত্যিই তাদের উপর কৃতঞ্জ। আজ তাদের জন্য এই টিউনটি খুবই কাজে আসবে যারা এতদিন ইংরেজীতে চর্চা করার পার্টনার খুজতেছিলেন অথবা মনের মত পাচ্ছিলেন না।IELTS দিবেন মনে মনে ভেবে রেখেছেন।তাদের জন্য খুবই উপকারে আসবে।  অযথা আপনার মূল্যাবন সময় নষ্ট না করে যদি ইংরেজিতে বিদেশি বন্ধুদের সাথে প্রাকটিকস করা যায় তাহলে কেমন হয় ? বন্ধুরা আমি আশা করি আপনারা কিছু বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি। যারা নিজেদের ইংরেজী ভাষার উপর দক্ষতা বাড়াতে চান,বিদেশী বন্ধুদের সাথে সারাসরি স্কাইপির এর মাধ্যমে (conversation) কথাপকথন করতে চান- তাদের জন্য এই ওয়েব সাইটটি খুবই গুরত্বপূর্ন। এখানে অনেক বিদেশী বন্ধুরা আপনার প্রতিক্ষায় রয়েছে আপনাকে ইংলিশ এর উপর দক্ষতা বাড়ানোর জন্য। এই ওয়েব সাইটটি অনেক গুরত্বপূন হবে আপনার প্রাকট্রিস এর জন্য আশা করি।এখানে বিশ্বের সব দেশের মানুষ আসে যারা কিনা কেউ শিখতে আসে।আর কেউ শিখাতে আসে।এখানে USA,UK,সহ সব ভাষাভাষি সব ধরনের পেশার মানুষ অপেক্ষায় রয়েছে আপনার প্রতিক্ষায়।কি বিশ্বাস হচ্ছে না ত?ওকে তাহলে নিজেই ট্রাই করে দিখুন।

নিয়মাবলি :
১.প্রথমে ওয়েব সাইটে যাবেন-
স্পেপিকিং২৪.কম


২.এখানে আপনার নিক নেইম মানে আপনার ডাক নাম দিবেন।
৩.বাকি গুলো পূরন করুন।Goal এ-I just want to chat in English for a while to improve my speaking skills  কারন আপনি এখানে শিখতে যাচ্ছেন,শিখাতে না।
৪.স্কাইপের/ইযাহু মেস্যানঞ্জার এর আইডি দিয়ে চয়েজ নাউ।ব্যাস কাজ শেষ।(অবশ্যই কিন্তু স্কাইপি আগে থেকে লগ ইন করে রাখবেন)
৫.এখন আপনার স্কাইপিতে বিদেশী বন্ধুদের ফেন্ড রিকুয়িষ্ট আসতে থাকবে।যদি রেসপন্স না পান তাহলে আপনি রিকুয়িস্ট করুন যারা-বলচ্ছে I want to meet a people ডান পাশের স্কাইপের সিম্বল টিতে ক্লিক করুন (অবশ্যই স্কাইপ আপনার কম্পউটারে ইস্টল থাকতে হবে এবং লগ ইন করা থাকতে হবে.)দেখবে স্কাইপ সফটয়্যারটিতে চলে আসচ্ছে এড করুন।

এভাবে অটোমেটিক Add to contacts আসলে ক্লিক করুন।

৬.প্রথম আপনি hi দিয়ে আপনার নাম,আপনার দেশ বলে কভারসিশন শুরু করুন,তারপর lats talk? ➡  অনুমতি নিয়ে তাকে কল করুন।কেননা পূর্ব থেকে অনুমতি না নিয়ে তাকে কল করলে সে হয়ত received নাও করতে পারে।

এখন ভদ্রতা এর সহিত কথা বলুন।এভাবে আপনি ঘরে বসে বসে বিদেশি বন্ধুদের সহিত শুদ্ধভাবে ইরেজী চর্চ্চা চালিয়ে যেতে পারেন।

সহজ ভাবে লেখতে চেষ্টা করেছি,আশা করি বুঝতে পেরেছেন না পারলে আমাকে ম্যাসেজ করতে পারেন।

ইরেজী শিখার খুব সুন্দর একটি সফটওয়্যার নিন ➡ এ ক্লিক করুন

Facebook-এখানে ক্লিক করুন

Skype Id-rahattafsir

 

আপনার জন্য শুভ কামনা দিয়ে টিউনটি শেষ করলাম।ভাল থাকবেন।এবং পরবর্তী টিউট এর প্রতি লক্ষ্য রাখূন।

Eng.Rahat

9 thoughts on "বিদেশি বন্ধুদের সাথে Skype তে সরাসরি ইংরেজী প্রাকটিকস করতে চান?নিজের কথা বলার দক্ষতাকে বাড়াতে চান?তাহলে এই টিউন আপনার জন্যই।"

  1. ইমরুজ Legend Author says:
    ক্রিয়েটিভ পোষ্ট বলেই মনে হচ্ছে।
    ভাইয়া,
    কন্টিনিউ রাখুন।
  2. রাহাত খান Author Post Creator says:
    মনে হওয়া নয় আমার সবগুলো পোষ্ট ই আমার নিজের করা। ধন্যবাদ আপনার কমেন্ট এর জন্য।
    1. রাহাত খান Author Post Creator says:
      ধন্যবাদ কমেন্ট এর জন্য।
  3. MHMahin Contributor says:
    hmm. very helpful. tnx
    1. রাহাত খান Author Post Creator says:
      ধন্যবাদ।
  4. hasan12 Contributor says:
    dur beta fb tey to english meye obap nai chat korar ..tui acos adimkaler skype nia
    1. রাহাত খান Author Post Creator says:
      হাহাহ ভাইয়া শিক্ষা আর চ্যাট এক কথা নয়।

Leave a Reply