খুব সহজেই ১ ও ৪ সংখ্যা দিয়ে মনে রাখুন :
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
★ মস্তিষ্কের ওজন
→ ১. ৩৬ কেজি।
★ পৃথিবী সূর্যের নিকটতম স্থানে অবস্থান
করে
→১ জানুয়ারি।
★ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস
→১ জুলাই।
★ বাংলাদেশের কৃষি দিবস
→১ অগ্রহায়ণ।
★ বিশ্ব এইডস দিবস
→ ১ ডিসেম্বর।
★ মুক্তিযোদ্ধা দিবস
→ ১ ডিসেম্বর।
★ মুক্তিযুদ্ধে চট্রগ্রাম ছিল
→১ নং সেক্টরে।
★ বাংলাদেশের আয়তন
→ ১,৪৭,৬১০ বর্গকিলোমিটার।
★ এক মাইল সমান
→ ১. ৬১ কিলোমিটার।
★ ড্রাইসেল ব্যাটারির বিদ্যুৎ চলক বল
→ ১.৫ ভোল্ট।
★ বায়োগ্যাস প্লান্টে গোবর ও পানির অনুপাত
→ ১:২
★ ১ কিলোগ্রাম বা ১ কেজি সমান
→ ১.০৭ সের।

★ মানুষের লিঙ্গ নির্ণীয়ী ক্রোমোজের
সংখ্যা
→১ জোড়া।
★ মানুষের দর্শনানুভূতির স্থায়িত্বকাল হলো
→ ০.১ সেকেন্ড।
★ ভারত থেকে বাংলাদেশে আন্তর্জাতিক নদী
প্রবেশ করেছে
→ ১টি ( পদ্মা)
★ হার্ডিঞ্জ ব্রীজের দৈর্ঘ্য
→ ১. ৮ কিলোমিটার
★ দক্ষিণ এশিয়ায় শান্তিতে নোবেল বিজয়ী-
→মাদার তেরেসা (১৯৭৯) ১ম।
★ দেশে সরকারি মানসিক হাসপাতাল আছে
→ ১টি ( পাবনা)।

★ নিরাপত্তা পরিষদের সভাপতির কার্যকাল
→১ বছর।
★ বাংলাদেশের জাতীয় সংসদ
→১ কক্ষ বিশিষ্ট।
★ পঞ্চগড় বাংলাদেশের জাতীয় সংসদের
→১ নং আসন।
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
███সংখ্যা ৪ দিয়ে মনে রাখুন….
.
❑ সংবিধান দিবস ৪ নভেম্বর।
❑ বাংলাদেশে যক্ষ্মা হাসপাতালের সংখ্যা ৪ টি।
❑ বাংলাদেশে প্রথম নোট চালু হয়-৪ মার্চ ,১৯৭২।
❑ নির্মানাধীন পদ্মা সেতু ৪ লেন বিশিষ্ট।
❑ বাংলাদেশের সংবিধান গৃহীত হয়-৪
নভেম্বর,১৯৭২।
❑ জাতীয় প্রতীকে ৪ টি তারকা রয়েছে
❑ সংবিধানের ৪ নং অনুচ্ছেদে আমার সোনার

বাংলা কে জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি
দেয়া
হয়েছে ।
বর্তমানে মেডিকেল বিশ্ববিদ্যালয় ৪ টি।
১. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
২. রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়
৩. সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়
৪. চট্রগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়

❑ বাংলাদেশের সংবিধানের মূলনীতি- ৪ টি
❑ মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য
বাংলাদেশ
রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হয় ৪ টি (বীর শ্রেষ্ঠ,
বীর
উত্তম, বীর বিক্রম ও
বীর প্রতীক )।
❑ বাংলাদেশে ভূ- উপগ্রহ কেন্দ্র আছে- ৪টি
(বেতবুনিয়া,তালিবাবাদ, মহাখালী, সিলেট)।
❑ বাংলাদেশের আবহাওয়া কেন্দ্র-৪টি (ঢাকা,
কক্সবাজার, পতেঙ্গা,খেপুপাড়া)।

18 thoughts on "খুব সহজেই ১ ও ৪ সংখ্যা দিয়ে মনে রাখুন : ▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔"

  1. YASIR-YCS Author says:
    মিলে নাই টাইটেলের সাথে
    1. Md. Alamin Author says:
      হুম
  2. Rifat Khan Contributor says:
    Nice Post.
    Eirokom aro cai.
  3. Shahinur Islam Contributor says:
    বর্তমানে মেডিকেল বিশ্ববিদ্যালয় ৪ টি।
    ১. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
    ২. রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়
    ৩. সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়
    ৪. চট্রগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়
    1. Sazzadur Rahman Author Post Creator says:
      tnx bro
  4. Taeif Hasan Contributor says:
    Apni ki Bangladesh er History Bodlai felben ?????
    Sara jibon prolam 1,47,570 sq.km.
    Aar apni sei take 1,47,610 sq.km. niye gelen kibhabe. ????
    1. MHMahin Contributor says:
      mone hoy নতুন যে সমুদ্রে সীমা যোগ হয়েছে তা যোগ করেছেন
  5. Taeif Hasan Contributor says:
    ta oni ota ullekh kore dite hobe noyto ata tu direct likhte paren na oni
    1. Sazzadur Rahman Author Post Creator says:
      mistake ar jonno sry bro
  6. H M Khalid Mahmud Contributor says:
    Informative post… Thank you ?
    1. Sazzadur Rahman Author Post Creator says:
      tnx

Leave a Reply