আসসালামু আলাইকুম ।
সবাই কেমন আছেন ।
আল্লাহ্র রহমতেআশা করি ভালো আছেন ।
আজ আলোচনার বিষয়
ছোট্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ—-
জেনে নিন বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের জনক কে___কে
১.পদার্থ বিজ্ঞানের জনক কে?
আইজ্যাক নিউটন

২.সমাজ বিজ্ঞানের জনক কে?
অগাষ্ট কোঁৎ
৩.হিসাব বিজ্ঞানের জনক কে?
লুকা প্যাসিওলি
৪.বিকিৎসা বিজ্ঞানেয জনক কে?
ইবনে সিনা
৫.দর্শন শাস্ত্রের জনক কে?
সক্রেটিস

৬.রসায়ন বিজ্ঞানের জনক কে?
জাবির ইবনে হাইযান

৭.ইতিহাসের জনক কে?
হেরোডোটাস
৮.সনেটের জনক কে?
পের্ত্রোক
৯.বিজ্ঞানের জনক কে?
থেলিস
১০.মেডিসিনের জনক কে?
হিপোক্রটিস
১১.জ্যামিতির জনক কে?
ইউক্লিড
১২.বীজ গনিতের জনক কে?
আল খাওয়াজমী
১৩.জিবাণু বিদ্যার জনক কে?
লুই পাস্তুর
১৪.রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
এরিস্টটল

১৫.অর্থনীতির জনক কে?
এডাম স্থিথ
১৬.অংকের জনক কে?
আর্কিমিডিস

১৭.বিবর্তনবাদ তত্ত্বের জনক কে?
চার্লস ডারউইন
১৮.ক্যালকুলাসের জনক কে?
আইজ্যাক নিউটন
১৯.বাংলা গদ্যের জনক কে?
ঈশ্বচন্দ্র বিদ্যাসাগর

২০.বাংলা কবিতার জনক ?
মাইকেল মধুসুদন দত্ত

শেষ কথাঃ
=পোষ্টটি আমাদের Messenger Group থেকে সংগ্রহ কৃত ।
= আমি Trickbd তে নতুন তাই কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।
= কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন ।
আর Trickbd সাথেই থাকবেন ।
পদার্থবিজ্ঞান এর জনক গ্যালিলিও,,,,
মুহাম্মাদ ইবনে মুসা আল-খাওয়ারিজমি হচ্ছে গণিত এর জনক।
আপনি প্রায়শই কপি পেস্ট করছেন।
পরিহার না করলে একশন নেয়া হবে।
আর যে সব বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করি তা নিচে উল্লেখ থাকে।আর আমি প্রয়োজনীয় বিষয়ের কপি করি।
আশা করি সব ক্লিয়ার হবে।
বুঝলাম তবে মাঝে মাঝে কপি হলে গেলে সরাসরি ব্যান না করে আগে সর্তক করেন।
আর একটা অনুরোধ করবো তা হলো টাকা তোলার লিমিট 500 থেকে 100 করেন আমাদের পক্ষে অনেক ভালো হতো।
আপাতত ৫০০৳ থেকে একটাকা ও কমানো সম্ভব না।
১০০৳ করলে তো এডমিনদের কাজকর্ম ছেড়ে পেমেন্ট দেয়ার জন্যই রেডি থাকতে হবে।
অনেক নতুন সিস্টেম ও নিয়মাবলী নিয়ে আগামী মাস থেকে ট্রিকবিডির নতুনভাবে জার্নি শুরু হবে।
তখন অনেকেই টিকে থাকতে পারবে আবার অনেকেই বাদ পড়বে।
তবে সবাই পোষ্ট করতে পারবে।
কিন্তু নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে।