আসসালামু আলাইকুম ।
সবাই কেমন আছেন ।
আল্লাহ্র রহমতেআশা করি ভালো আছেন ।
আজ আলোচনার বিষয় —–
J.S.C বৃত্তি রেজাল্ট কিভাবে দেখবেন সেই সম্পর্কে ঃ
জুনিয়র স্কুল সার্টিফিকেট জে.এস.সি বৃত্তির ফলাফল ২০১৮ প্রকাশিত হয়েছে – দেখে নিন বিস্তারিত।২০১৭ সালের অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি ) এবং সমমানের জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় গত ৩০শে ডিসেম্বর ২০১৭ তারিখে। জেএসসি পরীক্ষার উপর ভিত্তি করে
জেএসসি বৃত্তির রেজাল্ট ২০১৮ প্রকাশিত হয়েছে গত ৮/৪/২০১৮ তারিখে। গত বছর ১লা নভেম্বর থেকে শুরু হয়ে ২১শে নভেম্বর পর্যন্ত চলা এই দুটি পরীক্ষার এবছর সর্বচ্চ ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্রী ১৩ লাখ ২৪ হাজার ৪২ জন এবং ছাত্র ১১ লাখ ৪৪ হাজার ৭৭৮ জন। এবছরও মোট ছাত্রের তুলনায় এক লাখ উনআশি হাজার দুইশত চৌষট্টি জন বেশি ছাত্রী জে.এস.সি ও জে.ডি.সি পরীক্ষার অংশগ্রহণ করে।গত ৮ই এপ্রিল ঢাকা এবং চট্টগ্রাম বোর্ডের জে এস সি বৃত্তির রেজাল্ট ২০১৮ প্রকাশ করেছে এবং ১১ই এপ্রিল যশোর, কুমিল্লা এবং সিলেট বোর্ডের জে এস সি বৃত্তির রেজাল্ট ২০১৮ প্রকাশ করেছে তাদের ওয়েব সাইটে। বাকি বোর্ডের জে এস সি বৃত্তির রেজাল্ট ২০১৮ প্রকাশিত হবে এ মাসেই। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েব সাইটে
http://www.educationboard.gov.bd/
আলাদা আলাদা ভাবে প্রতিটা শিক্ষা বোর্ডের ওয়েব সাইটে জেএসসি বৃত্তির রেজাল্ট ২০১৮ পাওয়া যাবে।উল্লেখ্য এবছর পিএসসি বৃত্তি ফলাফল ২০১৭ প্রকাশিত হয়েছে গত
৩রা এপ্রিল ২০১৮ তারিখে এবং মোট বৃত্তি পেয়েছে ৮২ হাজার ৪৭৩ জন শিক্ষার্থী।
অনলাইনে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি ) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়। রেজাল্ট পেতে
http://www.educationboardresults.gov.bd/
এই ওয়েব সাইটে গিয়ে অথবা ই-বোর্ড রেজাল্ট এর সাইটে গিয়ে পরীক্ষার নাম, সাল, বোর্ড, রেজাল্ট টাইপ, রোল নাম্বার এবং রেজিস্ট্রাশন নং দিলেই পেয়ে যাবেন আপনার রেজাল্ট। ২০১৭ সালে প্রায় ২০.৩৮ লাখ শিক্ষার্থী আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে জেএসসি পরীক্ষা দিয়েছে এবং প্রায় ৩.৭৪ লাখ শিক্ষার্থী মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে জেডিসি পরীক্ষায় অংশ নেয়।জেএসসি বৃত্তির ফলাফল ২০১৮
জেএসসি ও জেডিসি পরীক্ষা ২০১৭ অংশ নেয়া পরীক্ষার্থীদের মধ্যে জেএসসি পরীক্ষার পাশের হার ছিল ৮৯.৭১% এবং জেডিসি পরীক্ষায় পাশের হার ছিল ৯১.১১%। এবছর মোট ৯৩২৬৮ জন ছাত্রী জিপিএ ৫ পায় সেই তুলনায় ছাত্ররা জিপিএ ৫ পায় ৭৮৯৪০ জন। জিপিএ ৫ পাওয়া এই ১৭২২০৮ শিক্ষার্থীর মাঝে যারা ৯০ থেকে ৯৫ শতাংশ নম্বর পাবেন তারা ট্যালেনপুল বৃত্তি পাবেন এবং যারা ৮৫ থেকে ৯০ শতাংশ নম্বর পাবেন তারা সাধারন বৃত্তি পাবেন বলে আশা করা যায় । গত ৮ই এপ্রিল ঢাকা বোর্ডের জেএসসি বৃত্তির ফলাফল ২০১৭ এবং চট্টগ্রাম বোর্ডের জেএসসি বৃত্তির ফলাফল ২০১৭ প্রকাশ করে। গত ১১ই এপ্রিল যশোর বোর্ডের জেএসসি বৃত্তির ফলাফল ২০১৭, সিলেট বোর্ডের জেএসসি বৃত্তির ফলাফল ২০১৭, কুমিল্লা বোর্ডের জেএসসি বৃত্তির ফলাফল ২০১৭ প্রকাশ করেছে তাদের ওয়েব সাইটে। বাকি রাজশাহী বোর্ডের জেএসসি বৃত্তির রেজাল্ট ২০১৭, বরিশাল বোর্ডের জেএসসি বৃত্তির রেজাল্ট ২০১৭ এবং দিনাজপুর বোর্ডের জেএসসি বৃত্তির রেজাল্ট ২০১৭ প্রকাশিত হবে এ মাসেই। শিক্ষা বোর্ড গুলো তাদের নিজস্ব ওয়েবসাইটে জেএসসি
বৃত্তির ফলাফল ২০১৭ প্রকাশ করবে।
জেএসসি বৃত্তি ট্যালেনপুল বা মেধা বৃত্তি এবং সাধারন বৃত্তি এই দুই ভাগে দেয়া হয়। সাধারণত ট্যালেনপুল বৃত্তি বা
মেধা বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা বিনা বেতনে পড়ালেখা সহ মাসে ৪৫০/- (চারশত পঞ্চাশ টাকা) করে বছরে মোট ৫৪০০ টাকা বৃত্তি পাবে এবং সাধারন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা বিনা বেতনে পড়ালেখা সহ মাসে ৩০০/- (তিনশত টাকা) করে বছরে মোট ৩৬০০ টাকা বৃত্তি পাবে। বৃত্তির মেয়াদ হবে ২০১৮ সালের জানুয়ারী থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত।
আর একটি কথা ————
আল্লাহ্ তায়ালা রহমতে । আর আপনাদের সবার দোয়ায় ।
আমি এবার আমাদের পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়,নাটোর থেকে সাধারণগ্রেটে বিত্তি পেয়েছে ।
1021. 172722 MD. MIZANUR RAHMAN
PIRGANJ HIGH SCHOOL
দোয়া করবেন যেন সামনে আরও ভালো ফলাফল করতে পারি । আজ এখানেই শেষ করলাম
শেষ কথাঃ
=পোষ্টটি আমাদের উপকারের কথা ভেবে কপি করা হয়েছে । তবুও যদি কেউ পোষ্টি মুছে দিতে বলেন তাহলে একদিন পর মুছেদেব ।
= আমি Trickbd তে নতুন তাই কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।
= কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন ।
আর Trickbd সাথেই থাকবেন ।
আমি আগেই খেয়াল করেছি।
Rifmik দিয়ে কম্মেন্ট করা ঝামেলা।
ধন্যবাদ ভুল ধরিয়ে দেওয়ার জন্য
amr profile e giye psc/ebt/jsc/ssc er scholership result dekhun….link deya ase….
ami dinajpur board er gobindoganj thanay 3rd hoisi
MD. ASIF SARKER
talentpull a paisi
amar jonno dowwa korben jno aro valo korte pari.