আস্-সালামু আলাইকুম। আজ আমি wifi এর কিছু advanced setting দেখাবো যার ফলে কেউ আপনার wifi hack করতে পারবে না।

আগেই বলে রাখি এটি যাদের personal wifi আছে শুধু তাদের জন্যেই বাকিরা skip করতে পারেন।

সাধারনত Brute-force করে 8 digit এর pin find করে wifi hacking সম্ভব। তাছারা সম্ভব নয়। তো wifi hacking রুখতে আপনাদের কিছু কাজ করতে হবে, তো first তার short বণর্না দেই।

১.আমরা wifi ssid টা hide করে দিব ফলে কেউ wifi খুজে পাবে না। তবে যদিও hacker আপনার ssid টা জেনে যায় তবে দ্বিতীয় step এ আসেন।

২.তারপর আমরা wps pin disabled করে দিব। বলে নিই wps pin disabled করলেওHACKING DEVICE মাধ্যমে brute-force attack দেয়া যায় ।

আপনারা বলতে পারেন তাহলে কি করব ?

তার উওর হলো আপনারা wps pin new create করে নিন এবং তা 7,8,9 এর ঘর দিয়ে শুরু করুন।তাহলে wps pin brute-force করে বের করতে বেচারার 1-3 বছর লেগে যাবে।আর কেউ একটা wifi এ connect করার জন্যে 1-3বছর wait করবেও না।

তো practically শুরু করা যাক।

1st : কিভাবে আমরা wifi hide করবো তা দেখে নিই।

আপনার wifi getway (192.168.0.1) তে ঢোকেন। এবং username password দিয়ে log in করুন।


wireless এ ক্লিক করুন। তারপর wireless setting এ ক্লিক করুন।


তারপর
1st :wireless network name copy করে রাখুন।
2nd :Anable ssid Broadcast এ টিক দেয়াটি উঠিয়ে দিতে হবে।
3rd :save এ ক্লিক করুন।

ok দিন।

এখন দেখুন ম্যাজিক। আপনার wifi টি disconnect হয়ে যাবে। এবং wifi hide হয়ে যাবে। তো wifi এ connect হতে হলে ফোনের wifi এ যান। তারপর Ad network এ ক্লিক করুন।

এখন NETWORK SSID তে কপি করা nework name টা paste করে দিন তারপর SAVE করুন।

দেখবেন Auto connected হয়ে যাবে।

তো যদি এটা unhide করতে চান তবে আগের Anable ssid Broadcast এ টিক দিয়ে save দিন তাহলে আবার আগের মতো হয়ে যাবে।

2nd: এবার দেখবো কিভাবে wps pin disabled করতে হয় এবং new pin make করতে হয়।

এটা অনেক easy হলেও সবাই জানে না।

তে আপনার admin pannel এ গিয়ে wireless <wps এ যান।

wps pin disable করে দিন।এবং new pin make করে নিন।

তো সবাইকে বলছি এগুলো করে দিলে আর কেউ আপনার wifi hack করতে পারবে না।আর একটি কথা মনে রাখবেন hacker আপনার wifi hack করবে net চালানোর জন্যে নয়। আপনার personal data হাতিয়ে নেওয়ার জন্যে।

7 thoughts on "আপনার wifi টির advance কিছু setting করে কিভাবে hacking এর হাত থেকে বাচাঁবেন দেখে নিন"

  1. Tarek Hasan Contributor says:
    অটো কানেক্ট হবে কেন?
    পাসওয়ার্ড দেয়া লাগবে না?
    1. mehedi Author Post Creator says:
      are vai password দিয়ে তো প্র‍থমে connected হয়েছেন। তাই পরে আর password দিতে হবে না।
  2. md. polash Contributor says:
    Vai…wap pin disable korle ke hoy????
    1. mehedi Author Post Creator says:
      Wps pin disable করলে, কেউ pin জানলেও connect করতে পারবে না
  3. mehedi Author Post Creator says:
    Wps pin disable করলে, কেউ pin জানলেও connect করতে পারবে না
    1. md. polash Contributor says:
      Tnx….vai
  4. md. polash Contributor says:
    ভাই যদি কেউ অামার wifi pass জানে সে যাতে connect করতে না পারে এমন কোন tips অাছে?

Leave a Reply