আসসালামু আলাইকুম।
আপনার অনেকেই HSC admission এর জন্য আবেদন করেছেন।কিন্তু একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত আছেন।সেটা হচ্ছে Security code, তবে সবাই নয়।শুধুমাত্র যাদের security code টা কোন কারনে হারিয়ে গেছে তারাই। কিন্তু এটাও কোন চিন্তার বিষয় নয়।কারন security code একবার পুনঃরুদ্ধার করা যায়।যেটা নিয়ে Saiful Islam ভাই একটা পোস্ট করেছেন।যারা দেখেন নাই এখানথেকে দেখে নিন।
কিন্তু এখানে দেখা যাচ্ছে যে,security code পুনঃরুদ্ধার এর জন্য একটা Transaction ID লাগে।এই দেখুন,,,,,

এখন কথা হচ্ছে যদি এই Transaction ID টাও আপনি হারিয়ে ফেলেন,তাহলে কি হবে?
আমি আজকে এই জিনিসটাই শিখাবো।যদিও পোস্ট টা একটু ছোট হবে তারপর ও আমি মনে করি অনেক কাজে লাগবে আপনাদের।
আমার এই পোস্ট টি মুলত তাদের জন্য যারা Dutch Bangla Account থেকে টাকা payment করেছিলেন।তবুও Teletalk এবং Surecash ব্যবহারকারীদের জন্য একটা পরামর্শ দিবো।
তো শুরু করি,,,,,,
Dutch Bangla:

যেসকল HSC পরিক্ষার্থীরা ডাচ বাংলা থেকে টাকা payment করেছিলেন আপনারা যে নাম্বার থেকে টাকা payment করেছিলেন সেই নাম্বার থেকে

16216

নাম্বারে কল করুন।এটি হচ্ছে ডাচ বাংলা এর কাস্টমার কেয়ার এর নাম্বার।কল দেয়ার পর ১ চাপুন এবং এরপর ০ চাপুন।আপনার কলটি একজন receive করবে।তাকে সবকিছু খুলে বললে সে কিছু তথ্য চাইবে।সব তথ্য ঠিকমতো দিলে সে আপনাকে Transaction ID টা বলে দিবে।এটি দিয়ে আপনি security code পুনঃরুদ্ধার করতে পারবেন।
Surecash ও Teletalkঃ
আপনাদের কিছু helpline number দিয়ে দিচ্ছি।এগুলো হচ্ছে বোর্ড এর ফোন নাম্বার।এখানে কল করেও সমাধান নিতে পারেন।
♦01912526896 [Dhaka]
♦01992294676 [Chittagong]
♦01715714236 [Barisal]
♦01755699160 [Comilla]
♦01911089964 [Mymensingh]
♦01716314729 [Dinajpur]
♦01716787787 [Jessore]
♦01827345187 [Rajshahi]

♦01733377800 [Sylhet]
কোন সমস্যা হলে জানাবেন। ধন্যবাদ।

7 thoughts on "HSC admission এ যারা Transaction ID এবং Security code দুইটিই হারিয়ে ফেলেছেন শুধু তারাই দেখুন।[Dutch Bangla]"

  1. HD Mohan Contributor says:
    vai বোড চ্যালেন্স এর রেজাল্ট কবে দিবে কেউ বলতে পারেন।জানালে খুবি উপকৃত হতাম
    1. MK Alimul Islam✅ Author Post Creator says:
      ওকে,আমি জেনে আপনাকে জানাবো
    2. Arman Contributor says:
      ৩১ তারিখ ।
    3. HD Mohan Contributor says:
      29 তাং এ দিবে শুনলামত ভাই এর জন্য
  2. Nurul Contributor says:
    যদিও পোস্ট টি আমার কাজে লাগবে না।
    কিন্ত এত importance Info দেওয়ার জন্য অগণিত ধন্যবাদ।
    Go Ahead
  3. htsc Contributor says:
    ৩১শে মে…#mohan

Leave a Reply