সবাই কেমন আছেন ।আশা করি ভালো আছেন ।আমিও ভালো আছি ।গত কয়েক মাস ধরে চলতেছে পাবলিক পরিক্ষার প্রশ্নের কাঠামো ও নম্বর বিভাজন নিয়ে আলোচনা ।অবশেষে শিক্ষা মন্ত্রালয় চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিলেন ।নিচে Psc পরিক্ষার কাঠামো ও নম্বর বিভাজন দেওয়া হল :

বাংলা


সময়ঃ ২ ঘণ্টা ৩০ মিনিট
[পাঠ্যবই এর একটি অনুচ্ছেদ থেকে ১ও ২ নং এর উত্তর দিতে হবে]
১।শব্দের অর্থ (৭টির মধ্যে ৫টি) ৫টিতে ৫ মার্ক
২।প্রশ্নের উত্তর লিখন(৩ টির মধ্যে ৩টি দিতে হবে) সর্বমোট 2 4 4=10 মার্ক

[পাঠ্যবই এর বাহির থেকে অনুচ্ছেদ থেকে ৩ ও ৪ উত্তর দিতে হবে]
৩ ।শূন্যস্থান পূরণ ৫টি ।এখানে ৫ মার্ক
৪।৩টি প্রশ্ন থাকবে ৩টির উত্তর লিখতে হবে।এখানে ১৫ মার্ক

৫।ক্রিয়াপদের চলিতরূপ লিখন ৭ টির মধ্যে ৫টি দিতে হবে ।এখানে ৫ মার্ক
৬।অনুচ্ছেদ পড়ে প্রশ্ন তৈরিকরন ।৫টিতে ৫ মার্ক
৭।যুক্তবর্ণ বিভাজন ও বাক্য গঠন ।৭টির মধ্যে ৫ টি ।এখানে ১০ মার্ক ।
৮।বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদ লিখন ।এখানে ৫ মার্ক ।
৯।এক কথায় প্রকাশ ।৭ টির মধ্যে ৫ টি ।এখানে ৫ মার্ক
১০।বিপরীত শব্দ লিখন/সমার্থক শব্দ(৭টির মধ্যে ৫টি)৫ মার্ক
১১।কবিতা থেকে প্রশ্ন ৩টি ।ক তে ২ খতে ৫ গতে ৩ মার্ক
১২।ফরম পূরণ এখানে ৫ মার্ক
১৩।দরখাস্ত বা চিঠি লিখন।এখানেও ৫ মার্ক
১৪।রচনা লিখন (৪টি মধ্যে ১ টি) ।এখানে ১০ মার্ক

ইংরেজি


পাঠ্যবই থেকে একটি গল্প থাকবে সেখান থেকে ১ ,২ ,৩ ও ৪ নং এর উত্তর দিতে হবে
১।match Given Words With Their Meanings/fill In The Blanks With The Given Words
২।সত্য / মিথ্যা
৩।ছোট প্রশ্ন ৬ টি
৪।গল্পটির সারমর্ম
পাঠ্য বউ এর বাইরে থেকে একটি গল্প থাকবে সেখান থেকে ৫ ,৬,৭ও৮ এর উত্তর দিতে হবে
৫।আবার শূণ্যস্থান
৬।আবার সত্য মিথ্যা
৭ ।৫টি ছোট প্রশ্ন
৮।গল্পটার সারমর্ম নিয়ে চিঠি
৯।wh প্রশ্ন তৈরি করণ ৫টি
১০।ছোট প্রশ্ন ৩টি
১১।আবার ছোট প্রশ্ন দিন মাস সময় নিয়ে
১২।rearrange
১৩।ফরম পূরণ করণ

গণিত


১।সংক্ষিত প্রশ্ন ২০ টি ।(এখানে ২০ মার্ক)
২।চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা ২ টি থাকবে একটি দিতে হবে।(৮ মার্ক)
৩।লসাগু ও গসাগু ২টি থাকবে একটা দিতে হবে।(৮মার্ক)
৪।ভগ্নাংশ (একই)
৫।গড়(একই)
৬।দশমিক ভগ্নাংশ(একই)
৭।শতকরা(একই)
৮।জ্যামিতি :(৩টি থাকবে ২ টি দিতে হবে ।এখানে ১২ মার্ক)
৯।পরিমাপ(২ নং এর মত)
১০।সময়(৪ মার্ক)
১১।উপাত্ত ও জনসংখ্যা(এখানে ৮ মার্ক)

বিজ্ঞান , বাবিপ , ধর্ম


১।সংক্ষিত প্রশ্ন ১৫ টি থাকবে প্রতিটির উত্তর দিতে হবে ।(১টিতে ২ মার্ক)

২।শূন্যস্থান ১৪ টি মধ্য ১২টির উত্তর দিতে হবে ।(১টিতে ১ মার্ক)

৩।মিলকরন ।(এখানে ১০ মার্ক)

৪ ।রচনামূলক প্রশ্ন থাকবে ১০টি উত্তর দিতে হবে ৮ টি ।(প্রতিটি প্রশ্নের মান ৬ করে )

লিখতে লিখতে হাত ব্যাথা হয়ে গেল ।
এটি কার্জকর হবে ২০১৮ সালের Psc পরিক্ষাতে ।
ধন্যবাদ

Leave a Reply