আপনারা জানেন এখন Jsc Exam 2018 চলতেছে ।এবং আগামীকাল (রবিবার) ইংরেজি পরিক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিল ।কিন্তু হঠাৎ ৪ নভেম্বর (রবিবার ) ২০১৮ তারিখে সকাল ১০.০০ টায় অনুষ্ঠিত জেএসসির English পরীক্ষা অনিবার্য কারনে স্থগিত করা হয়েছে। পরীক্ষাটি আগামী ৯ নভেম্বর ২০১৮, শুক্রবার সকাল ৯.০০ টায় যথারীতি অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের সকাল ৮.৩০ টার মধ্যে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে হবে।এমনটাই জনালেন শিক্ষা মন্ত্রনালয়ের একজন সদস্য The Daily Star কে ।তবে কারণ টি তিনি সঠিক ভাবে বলেন নি ।

তবে কারণটা ঢাকা বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন
রবিবারের জেএসসি-জেডিসি পরীক্ষা ৯ নভেম্বর একটি ধর্মীয় সংগঠনের সমাবেশ থাকার কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক। ।

সবাইকে ধন্যবাদ ।

4 thoughts on "আগামিকালের Jsc English পরিক্ষা হবে ৯ এ নভেম্বর"

    1. Sahariaj Author Post Creator says:
      Wlc
  1. Shadin Contributor says:
    ভাই এটা সত্যি?
    1. Sahariaj Author Post Creator says:
      Hmm খবর দেখেন

Leave a Reply