আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন!!!!

 

আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি…যেগুলি ছাত্রদের প্রয়োজন হবে।।।। বিশেষ করে ইতিহাসের ছাত্রদের।।। So Let’s Start…

১. বাংলার প্রাচীনতম জনপদ কোনটি? 

উত্তরঃ পুন্ড্র।


২. আর্যগণ বাংলায় কবে আসেন? 

উত্তরঃ ১০০ খ্রিস্টাব্দে।



৩. মৌর্যযুগে বাংলার প্রাদেশিক রাজধানী কোথায় ছিল?

উত্তরঃ পুন্ড্রনগর।


৪. শশাঙ্ক কখন গৌড়ের সিংহাসন লাভ করেন?

উত্তরঃ ৬০৬ সালে।


৫. হিউয়েন সাং বাংলায় কবে আসেন?

উত্তরঃ ৬৩০ সালে।


৬. বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন?

উত্তরঃ লক্ষ্মণ সেন।



৭. ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ বৌদ্ধ বিহারটি কোথায়?

উত্তরঃ নওগাঁর পাহাড়পুরের সোমপুর বিহার।


৮. কুমিল্লায় অবস্থিত ‘আনন্দ বিহারের’ প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ দেবরাজ আনন্দদেব।



৯. বাংলার আদি জনপদগুলোর জনগোষ্ঠীর ভাষা কি ছিল?

উত্তরঃ অষ্ট্রিক।


১০. সুলতান শামসুদ্দিন ফিরোজশাহ কত বছর বাংলাদেশ শাসন করেন? 

উত্তরঃ ১৩০১-১৩২২ খ্রিঃ, ২১ বছর।


১১. কোন সুলতান বাংলাদেশকে তিনটি অংশে বিভক্ত করেন?

উত্তর; সুলতান মুহাম্মদ-বিন-তুঘলক।


১২. কোন মুসলমান সুলতান সর্বপ্রথম বাংলার অধিপতি হন?

উত্তরঃ ইলিয়াস শাহ।


১৩. কোন মুঘল সুবাদার ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন?

উত্তরঃ ইসলাম খান।



১৪. পরী বিবি কে?

উত্তরঃ শায়েস্তা খানের কন্যা।


১৫. বাংলার বার ভূঁইয়াদের মধ্যে কে সর্বশ্রেষ্ঠ বলে বিবেচিত?

উত্তরঃ ঈশা খাঁ।



১৬. কে বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় নিয়ে আসেন?

উত্তরঃ মীর জুমলা।



১৭. ঢাকায় সর্ব প্রথম কোন সালে বাংলার রাজধানী স্থাপিত হয়?

উত্তরঃ ১৬১০ খ্রিস্টাব্দে।


১৮. বাংলার কোন সুবাদার পর্তুগীজদের চট্টগ্রাম ও সন্দ্বীপ ঘাঁটি দখল করেন?

উত্তরঃ শায়েস্তা খাঁন।



১৯. বাংলায় ইংরেজদের কোন কুঠিটি সবচেয়ে সুরক্ষিত ছিল?

উত্তরঃ ফোর্ট উইলিয়াম।



২০. কত খ্রিস্টাব্দে আলীবর্দি খান বাংলার মসনদে বসেন?

উত্তরঃ ১৭৪০ খ্রিস্টাব্দে।


২১. কত সালে নবাব সিরাজ-উদ-দ্দৌলা বাংলার সিংহাসনে বসেন?

উত্তরঃ ১৭৫৬ সালে।



২২. পর্তুগীজগণ কবে বাংলায় ব্যবসাবাণিজ্য আরম্ভ করে?

উত্তরঃ ১৫৮০ খ্রিস্টাব্দে।


২৩. ইংরেজরা বাংলায় প্রথম কোন স্থানে কুঠি স্থাপন করে?

উত্তরঃ সুরাটে।


২৪. ইংরেজরা প্রথম কত সালে বাংলা আক্রমণ করে?

উত্তরঃ ১৬৮৬ সালে।


২৫. পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়?

উত্তরঃ ১৭৫৭ সালের ২৩ জুন।



২৬. বক্সারের যুদ্ধ হয়েছিল কবে?

উত্তরঃ ১৭৬৪ সালে।


২৭. দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক কে?

উত্তরঃ লর্ড ক্লাইভ।


২৮. নিলামসূত্রে কে জমি বন্দোবস্তের প্রথা চালু করেন?

উত্তরঃ ওয়ারেন হেস্টিংস।



২৯. বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা কে রহিত করেন?

উত্তরঃ ওয়ারেন হেস্টিংস।



৩০. ‘পাঁচশালা’ বন্দোবস্তের প্রবর্তক কে ছিলেন?

উত্তরঃ ওয়ারেন হেস্টিংস।



ধন্যবাদ। আগামী পর্বে থাকবে আরো ৩০টি। সুতরাং Stay with us…ভালো লাগলে অবশ্যই জানাবেন।

4 thoughts on "প্রশ্নোত্তরে বাংলাদেশের ইতিহাস!!![পর্ব-১] আপনি ছাত্র হলে অবশ্যই দেখবেন।।।।"

    1. OndhoKobi Author Post Creator says:
      thanks
    1. OndhoKobi Author Post Creator says:
      thanks

Leave a Reply