তো কি অবস্থা সবার ?
আশাকরি সবাই ভালোই আছেন
সবাই কে দৃষ্টি আকর্ষন করে বলছি এই পোস্ট টি অনেক বড় এবং অনেক গুরুত্বপুর্ণ তাই মনোযোগ সহ কারে পড়বেন
এটি আপনার জীবনও বদলে দিতে পারে।
তো বন্ধুরা আপনাদের আমি এর আগের পর্বে Leonardo da Vinci এর ব্যাপারে বলেছি যে কেন তাকে Greatest Genius বলা হয়।
তার পরেও যারা জানেন না তাদের জন্য আরেকবার বলি তিনি
ছিলিনে একজন
1) Inventor
2) Painter
3) Sculptor
4) Architecture
5) Scientists
6) Mathematician
7) Engineer
8) Writer
কি কম মনে হচ্ছে???
তাছাড়াও তিনি পারতেন
9) Anatomy
10) Geology
11) Astronomy
12) Botany
13) History
14) Aortography
অর্থাৎ যতো গুলো Subject কলেজ বা ইউনিভার্সিটিতেও নেই তত গুলো বিষয়ে জানতেন তাও আবার এমন সময়ে যখন
Internet ছিলোনা
এছাড়াও তাকে ডাকা হয়
Father of Paleontology, Ichnology এবং architecture
এখন আসি invention গুলার কথায় তিনি মোনালিসার মতো বিখ্যাত ছবি একেঁছেন তাছাড়া তিনি গান গায়তে পারতেন
তাছাড়া Parachute, Helicopter, এবং Tank তৈরিতেও অবদান রেখেছেন।
আর একটি ছোট কথা বলে তার ব্যাপারে বলা শেষ করতে চাই সেটা হচ্ছে তিনি একজন Ambidextrous ছিলেন
এর অর্থ তিনি দই হাত দিয়েই লিখতে পারতেন
আর এসব কারনেই তাকে
“UNIVERSAL GENIUS”
বলে।
এখন আপনি হয়তো ভাবছেন আমি এসব আপনাদের কেন বলছি????
কারণ, আমি আজ
“Think Like Da Vinci” নামক বইয়ের ব্যাপারে বলবো
যেখানে লিওনার্দো দা ভিঞ্চির ৭টি কৌশল উল্লেখ করা আছে
তো ঐ বইটির লেখক ছোট থেকেই দুজনের অনেক বড় ভক্ত ছিলেন
১) সুপার ম্যান
২) লিওনার্দো দা ভিঞ্চি
কিন্তু তিনি বড় হয়ে যখন বুঝতে পারলেন যে সুপার রিয়াল লাইফে নেই অর্থাৎ নকল তখন তিনি লিওনার্দো দা ভিঞ্চির আরো বড়ো ভক্ত হয়ে গেলেন এবং তার ব্যাপারে গবেষনা শুরু করলেন
তার সব বই পরলেন এবং শেষে তার ব্যাপারে এমন ৭টি জিনিস বের করলেন যেটা আমরা চেস্টা করলে তার মতো না হতে পারলেও একজন GENIUS তো হতেই পারবো
লিওনার্দো দা ভিঞ্চি ইতালির মানুষ ছিলেন তাই লেখক কৌশল গুলো ইতালির ভাষায় লিখেছেন
তো শুরু করি
1) CURIOSITA
লেখক বলেছেন যে দা ভিঞ্চির মতো Curios মানুষ অনেক কম দেখা যায়
কারন তিনি সব জিনিসের ব্যাপারে জানতে চাইতেন
Example:
বিশ্বের সবচেয়ে বড় হ্যাকার সেই হবে যার হ্যাকিং নিয়ে বেশি Curiosity অর্থাৎ জানার ইচ্ছা ছিলো এবং সে সারা দিন ইন্টারনেটে হ্যাকিং নিয়ে সার্চ করতে থাকেনাকি
সেই ব্যাক্তি যার বছরে একবার হ্যাকিং নিয়ে জানার ইচ্ছে হয়েছিল এবং পরের দিন চলে গিয়ে ছিলো।
তাই সবার একটি নোটবুক রাখা উচিত
এবং তাতে গুরুত্বপুর্ন জিনিস লেখা উচিত
মনে করেন
আপনি বিজনেস করবেন
তো ঐ বিষয়ে আপনার মনে যতো প্রশ্ন, আইডিয়া তা লিখে রাখেন
2) DIMOSTRAZIONE
এটা ইংরেজিতে Demonstration
দা ভিঞ্চি যখন কিছু ভালো জিনিস পড়তেন তখন তিনি তা শুধু শুনে আর পড়েই শেষ করতেন না
তিনি তা প্রাক্টিকালি করতেন
মানে তা করে দেখতেন
Example:
একটু আগে উপরে আমি আপনাদের বললাম যে একটি নোটবুক বানাতেকিন্তু আপনাদের মধ্যে অনেক কম মানুষই হবে যারা তা প্রয়োগ করে দেখবে
3) SENSAZIONE
মানে Sensation
দা ভিঞ্চি তার পাচঁটি সেন্সের অর্থাৎ ইন্দ্রিয়র সবসবয় কাজে লাগাত
Example:
১) তার সামনে যদি কোনো একটি গাছ থাকত তবে তা তিনি ডিটেলসে দেখতেন
যেমন: কিভাবে গাছটির শিকর বেরিয়ে আছে,গাছের বাকল গুলো কেমন,গাছের আনেক গুলো শাখা কিভাবে উপরে উঠে গিয়েছে,তার উপর পাতা গুলো র আলাদা আলাদা রং তার সাথে কিছু ফুল দেখা যাচ্ছে
তাই যখন কিছু দেখবেন সেটা ভালো ভাবে দেখনেন
২) যখন কিছু শুনবেন তা ভালো ভাবে শুনবেন যেমন আপনি গান শুনছেন?? তো তার সুরটাকে ফিল করেন সুরের প্যাটার্ন ভালো ভাবে বোঝেন
৩) যদি কিছু খেতে থাকেন তখন তা শুধু পেট ভরার জন্য খাবেন না। খাদ্যে টেস্ট টাকে ভালো ভাবে উপোভাগ করুন
নানান ধরেন খাদ্য খান এবং তা উপোভাগ করুন
৪) আপনি নিশ্বাস নিচ্ছেন ??
তো আসে পাশের গন্ধটাকে অনুভব করুন
৫) কোনো কিছু স্পর্স করেছেন???
তো সেটা ভালো ভাবে ধরেন এবং সেটাকে অনুভব করুন
পাচঁটি ইন্দ্রিয়র ব্যাপারে জানা শেষ
4) SFUMATO
এই বিষয়টি একটু ভালো ভাবে
বোঝার চোস্টা করবেন
এটার অর্থ কোনো বিষয় কে ভালো ভাবে বোঝা
Example:
আমি যদি একজন মানুষ কে বলি যে মানুষ খুন করা ভালো কাজ নয়এবং কিছুক্ষন অন্য আরেকজন কে যদি বলি মানুষ মারা ভালো কাজ
এখন এই পুরো ব্যাপরটা যদি আপনি দেখেন তো আপনি কি বলবেন???
আপনি যদি সাধারন মানসিকতার মানুষ হন তবে আপনি বলবেন
বিল্লাল ভাই খুব খারাপ লোক
তিনি এক মুখে দুই ধরনর কথা বলে ইত্যাদি ইত্যাদি।
কিন্তু কোনো জিনিয়াস মানুষ তা বলবে না সে আমার কথা বোঝার চেস্টা করবে
যদি বুঝতে না পারে তাহলে সে আমাকে প্রশ্ন করবে
কেন আমি বলেছি???
তখন সে আসল বিষয়টি বুঝতা পারবে
যে ১ম লোকটি ছিল একজন মার্ডারার
তাই তাকে আমি বলেছি যে মানুষ মারা খারাপ কাজ
আর ২য় লোকটি ছিল একজন সোলডার বা সৈনিক তাকে আমি বলতে চাচ্ছিলাম যে জঙ্গি,মার্ডারার,টেরেরিস্ট,ইত্যাদি খারাপ লোকদের মৃত্যুদন্ড বা তাদের কে মেরে ফেলা দেশের জন্য ভালো
এবার আসি পরেরটায়
5) ARTE/SCIENZE
বর্তমানে বেশির মানুষই তাদের ছেলে মেয়েদের science এ পরাতে চাইবেন art এ পরাবেন না কিন্তু Art ও যে অনেক গুরুত্বপুর্ণ এ বিষয়ে আপনাদের আমি পরে বলবো। বর্তমান টপিকে আসি
জিনিয়াসরা art এবং science একি জিনিস মনে করে
Example:
আপনি আমার এই পোস্ট টি পরছেন science এর জন্য কিন্তু এই পোস্টটি যদি আপনাদের ভালো লাগে তবে তা art এর মধ্যে পরবেart সবকিছু কে সুন্দর আর আকর্ষনিয় করে
আর মানুষ সুন্দর জিনিসি বেশি পছন্দ করে
ছবি আকাঁ হচ্ছে একটি আর্ট
আমি একটি আর্ট এর YouTube channel খুলবো যেখানে ছবি আকাঁর টিউটরিয়াল এবং টেকনলজি নিয়ে ভিডিও বানাবো
আপনাদের আমি সে বিষয়ে পরে বলবো
এবার পরের স্টেপে আসি
6) CRPORALITA
মানে body এবং mind
Example:
আপানাকে আমি যদি বলি একজন
স্মার্ট জিনিয়াস মানুষের
চেহারা কল্পনা করতে বলি তবে
আপনি কল্পনা করবেন
যে একজন অসাস্থবান মানুষ
যার চোখে একটি চশমা থাকবে,
চুল এলোমেলো
কোকরা বা বড় বড় হবে এরকম
কিছু কল্পনা করবেন
কারণ বর্তমানে মিডিয়ায় জিনিয়াসদের এভাবেই দেখায়
কিন্তু একচুয়ালি এটা ভুল
দা ভিঞ্চি আনেক শক্তিশালী মানুষ ছিলেন
তিনি সাতার কাটতেন,ব্যায়াম করতেন,ঘোড়া চালাতেন
কারণ তিনি মনে করতেন যে শারিরিক ভাবে শক্তিশলী থাকতে পারলে মানসিক ভাবেও শক্তিশালী থাকা যায়
7) CONNESSIONE
মানে Everything is connected to everything
এই ব্যাপারে আপনি you tube বা অন্য কোথাও জানতে পারে
এই স্টেপ থেকে আমাদের দুটি জিনিস শিখতে হবে
১) আপনি ভিন্ন ভিন্ন জিনিসের মধ্যে কানেকসন বা সম্পর্ক দেখার চেস্টা করুন
২) আর আপনক এটা মনে রাখেন আপনি অনেক গুরুত্বপুর্ণ
আর আপনি একলা আনেক কিছু করতে পারেন পুরো পৃথিবীতে,পুরো বিশ্ব জগতে
এখন এই বিষয়টি আপনার যদি হাস্যকর লেগে থাকে তবে আপনি একটি কনসেপ্ট এর বিষয়ে পড়েন যার নাম বাটারফ্লাই ইফেক্ট(BUTTERFLY EFFECT)
আপনি বুঝতে পারবেন কিভাবে একে অপরের সাথে কানেকটেড
Example:
দেখুন আপনি connected + আপনার বন্ধুদের সাথে বা পরিবারের সাথে এবাং তারা Connected + আপনার Society সমাজের সাথে আর সমাজ সমপৃক্ত (Connected)+ দেশের সাথে আর দেশ সমপৃক্ত (connected) + পৃথিবীর সাথে আর পৃথিবী সমপৃক্ত (connected) + সৌরজগতের সাথে আর সৌরজগত সমপৃক্ত (connected) + এই বিশ্বজগতের সাথে
কি বুঝলেন???
এসব নিয়ে আমি একটু বেশি খোজাখুজি করে থাকি
আপনাদের আমি এসব কিছু বললাম THINK LIKE DA VINCI
থেকে এবং Wikipedia
এবং অন্যান্য জায়গা থেকে
আপনারা যদি প্রতিটা স্টেপ আরো ভালো ভাবে বুঝতে চান তাহলে YouTube এ খুজতে পারেন
তো আর বেশি কিছু শেখাতে পারলাম না
যতটুকু শিখেছি ততটুকুই
শেখানোর চেস্টা করি
আমার
ফেসবুক আইডি Click here Bro
ফেসবুক পেজ Click here Bro
15 thoughts on "আপনিও হতে পরবেন লিওনার্দো দা ভিঞ্চির মতো জিনিয়াস। তার ৭ টি কৌশল শিখুন"