আগামি ১২ মে থেকে ২৪ জুন পর্যন্ত ১ম, ২য় ও ৩য় পর্যায়ে
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করা যাবে।

১ম পর্যায়ে আবেদন ১২ মে থেকে ২৩ মে পর্যন্ত চলবে
২য় পর্যায়ে আবেদন ১৯ মে থেকে ২০ জুন পর্যন্ত চলবে
৩য় পর্যায়ে আবেদন শুধু মাত্র ২৪ জুনে করা যাবে।

আবেদক করতে পারবে এসএমএস ও অনলাইনের মাধ্যমে

তো শুরু করা যাক যে কি ভাবে এসএমএস ও অনলাইনের মাধ্যমে একাদশ শ্রেণি তে আবেদন করবে।

অন-লাইনের মাধ্যমে ভর্তির আবেদন করার পদ্ধতি

অনলাইনে আবেদনের পূর্বে শিক্ষার্থীকে শুধুমাত্র টেলিটক রকেট/শিওরক্যাশ ব্যবহার করে অন-লাইনের আবেদন ফি SMS এর মাধ্যমে প্রদান করতে হবে।

sms পাঠাতে হবে আবেদন করা প্রার্থী এসএসসি সমমানের পরীক্ষার রোল নম্বর, বোর্ড এর নাম, পাসের সন এবং রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে

টেলিটকের মাধ্যমে ফি প্রদান পদ্ধতি

টেলিটকের প্রিপেইড মোবাইল ব্যবহার করতে হবে মোবাইলের Message (Option)-এ গিয়ে নিম্নলিখিত নিয়মে আবেদন ফি প্রদান করতে হবেঃ

CAD space WEB space এসএসসি/সমমান পরীক্ষা পাসের Board এর নামের প্রথম তিন অক্ষর space এসএসসি/সমমান পরীক্ষা পাসের Roll space এসএসসি/সমমান পরীক্ষা পাসের Year লিখে

16222 নম্বরে সেন্ড করতে হবে।

ফিরতি এসএমএস এ আবেদনকারীর নাম এবং আবেদন ফি বাবদ ১৫০ কেটে নেয়া হবে তা জানিয়ে একটি পিন কোড প্রদান করা হবে।

ফি প্রদানে সম্মত থাকলে ম্যাসেজ অপসন এ গিয়ে

CAD space YES space PIN space CO
NTACT NUMBER (বায়োমেট্রিক পদ্ধতিতে পুনঃনিবন্ধিত মোবাইল নম্বর) লিখে

১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

ফি সঠিকভাবে জমা হলে প্রার্থীর মোবাইলে নিশ্চিতকরণের একটি Transaction ID সহ SMS যাবে।

টেলিটক/রকেট/শিওরক্যাশ মাধ্যমে নির্ধারিত আবেদন ফি ১৫০ টাকা জমা দেওয়ার পর আবেদনকারীকে নির্ধারিত website-এ (www.xiclassadmission.gov.bd ) Apply Online -এ Click করতে হবে।

এরপর প্রদর্শিত তথ্য ছকে এসএসসি/সমমান পরীক্ষা পাসের রোল নম্বর, বোর্ড ও পাসের সন এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সঠিকভাবে এন্ট্রি করতে হবে। এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হলে আবেদনকারী একটি ফরম পাবে, সেটি ডাউনলোড করে নিতে হবে। একইভাবে সর্বনিম্ন ০৫টি এবং সর্বোচ্চ ১০টি প্রতিষ্ঠানে আবেদন সম্পন্ন করতে
হবে প্রার্থীকে। (আর হে অন-লাইনের আবেদন করার সময় বড় কাওকে নিয়ে করবেন)

SMS এর মাধ্যমে যেভাবে ভর্তির আবেদন করবেন

SMS এর মাধ্যমে আবেদন শুধুমাত্র টেলিটক প্রি-পেইড সংযোগ থেকে সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করা যাবে আবেদনের জন্য মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে এভাবে টাইপ করতে হবে-

CAD space ভর্তিচ্ছু কলেজ/মাদরাসার EIIN space ভর্তিচ্ছু গ্রুপের নামের প্রথম দুই অক্ষর space এসএসসি/সমমান পরীক্ষা পাসের বোর্ডের নামের প্রথম তিন অক্ষর space এসএসসি/সমমান পরীক্ষা পাসের রোল নম্বর space এসএসসি/সমমান পরীক্ষা পাসের সন space এসএসসি/সমমান পরীক্ষা পাসের রেজিস্ট্রেশন নম্বর space ভর্তিচ্ছু শিফটের নাম space ভার্সন space কোটা নাম (যদি থাকে)

এরপর মেসেজটি send করতে হবে ১৬২২২ নাম্বারে।

উদাহরণ: CAD 696954 SC DHA 123456 2019
1517751595 M B FQ

ভর্তিচ্ছু গ্রুপের কিওয়ার্ডঃ

সাধারন বোর্ড

Science এর জন্য SC
Humanities এর জন্য HU
Business Studies এর জন্য BS
Home Economics এর জন্য HE
Islamic Studies এর জন্য IS

মাদরাসা বোর্ডঃ

Science এর জন্য MS
General এর জন্য GE
Muzabbid এর জন্য MU লিখতে হবে
Hifzul Quran এর জন্য HQ লিখতে হবে

শিফটের ক্ষেত্রেঃ

*Morning এর জন্য M Day এর জন্য D Evening এর জন্য E এবং ভর্তিচ্ছু কলেজের যদি কোন শিফট না থাকে সে ক্ষেত্রে N লিখতে হবে।

ভার্সনের ক্ষেত্রেঃ

বাংলা ভার্সনের ক্ষেত্রে B আর ইংলিশ ভার্সন এর ক্ষেত্রে E লিখতে হবে।

কোটার ক্ষেত্রেঃ

মুক্তিযোদ্ধা কোটার জন্য FQ এবং শিক্ষা মন্ত্রনালয়, শিক্ষা মন্ত্রনালয়ের অধিনস্ত দপ্তরসমুহ, স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী এবং প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্যদের সন্তানদের কোটার জন্য EQ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঘোষিত বিশেষ কোটারজন্য SQ লিখতে হবে। কোন শিক্ষার্থী একাধিক কোটার আবেদন করার যোগ্যতা থাকলে কমা (,) দিয়ে একাধিক কোটা উল্লেখ করতে হবে। প্রবাসী কোটার ক্ষেত্রে PQ লিখতে হবে।

কোন ধরনের কোটা না থাকলে কোটার জায়গায় কিছু লিখতে হবেনা।

ফিরতি এসএমএস এ আবেদনকারীর নাম, কলেজ /মাদরাসার EIIN ও নাম, গ্রুপের নাম ও শিফট সহ ফি বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি PIN প্রদান করা হবে।

আবেদনে সম্মত থাকলে Message অপশনে গিয়ে লিখতে হবে-

CAD space YES space PIN space CO
NTACT NUMBER (শিক্ষার্থীর/অভিভাবকের
ব্যবহৃত বায়োমেট্রিক পদ্ধতিতে পুনঃনিবন্ধিত যে কোন মোবাইল নম্বর) লিখে

১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

আবেদন ফিঃ

গতবারের মতো এবারও অনলাইনে আবেদনের জন্য ১৫০ টাকা এবং এসএমএসের মাধ্যমে আবেদনের জন্য ১২০ টাকা ফি দিতে হবে। তবে এসএমএসে আবেদনের জন্য প্রতি কলেজের জন্য ১২০ টাকা ফি নির্ধারণ করা
হয়েছে।

নিবন্ধন ফিঃ মনোনীতদের তালিকা প্রকাশের পর শিক্ষার্থী ১৮৫ টাকা মোবাইল ফোনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে নিবন্ধন করবেন, আগে কলেজ বোর্ডকে এ টাকা দিলেও এখন শিক্ষার্থীরা নিজেরাই বোর্ডকে টাকা জমা দেবে।

বি:দ্রঃ এসএমএস এর মাধ্যমে অবেদন করার চেয়ে অনলাইনের অবেদন করা বেশি ভালো হবে।

হেল্পলাইনঃ আবেদন সংক্রান্ত যে কোন সমস্যার সম্মুখীন হলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করতে পারেন…

Help Line:
01789309980
01789309981
01751624444
01732487334

সব কিছু তথ্য ডাউনলোড করতে এখানে ক্লিক করেন।

একাদশ শ্রেণিতে ভর্তির সম্পকে আরো জানতে TrickBD এর সাথে থাকেন।

19 thoughts on "দেখে নিন কি ভাবে অনলাইনে ও এসএমএস মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করবেন।"

  1. arpon007 Contributor says:
    gp er sms kine ki robi or bl ea sms deoa jai
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      dhnybat
    2. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      hmmm jabe
  2. arpon007 Contributor says:
    gp er sms kine ki robi or bl ea sms deoa jai
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      hmmm jabe
  3. Rezwan hossain Sajib Contributor says:
    Vai sorkari political a kivabe vorti hobe,kobe hote hobe,aktu details den plz…
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      এই বিষয়ে পোষ্ট করা হবে TrickBD এর সাথেন।
    2. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      এই বিষয়ে পোষ্ট করা হবে TrickBD এর সাথে থাকে।
  4. Rezwan hossain Sajib Contributor says:
    Vai sorkari politechnical a kivabe vorti hobe,kobe hote hobe,aktu details den plz…
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      এই বিষয়ে পোষ্ট করা হবে TrickBD এর সাথে থাকেন
  5. Sakil Ahmed Author says:
    Apni ki trickbd support team er member?
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      na… ami trickbd er ek jon author
    2. Rezwan hossain Sajib Contributor says:
      Thank you vaiya..
    3. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      welcome
  6. AMMIZAN Contributor says:
    Osadaeon post..onek valo laglo…??
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      thanks
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      ki kemne vai

Leave a Reply