যারা পলিটেকনিকে পড়াশোনা করতে ইচ্ছুক তারা সবাই চায় একটি সরকারি পলিটেকনিকে পড়াশোনা করতে.. কিন্তু সরকারি পলিটেকনিকের চাহিদা বেশি হওয়ায় সবাই সরকারি পলিটেকনিক গুলোতে চান্স পায়না..যাদের রেজাল্ট ভালো তারা তো চান্স পেয়েই যায় কিন্তু যাদের রেজাল্ট একটু কম (4.00 এর নিচে) তাদের সরকারি পলিটেকনিকে চান্স পাওয়াটা একটু কষ্টকর হয়.. তাদের জন্যই আমার আজকের পোস্ট.. এই পোস্ট ফলো করলে আপনার রেজাল্ট তুলনামূলকভাবে খারাপ হলেও আপনি সরকারি পলিটেকনিকে চান্স পাবেন ইনশাল্লাহ..

প্রথমেই আপনারা চয়েস দেয়ার ক্ষেত্রে বাছাই করবেন তুলনামূলকভাবে কম মানের কোনো সরকারি পলিটেকনিক.. এরপর আপনি যে সাবজেক্টের চাহিদা কম সেটি সিলেক্ট করবেন..

কোনো সাবজেক্টের চাহিদা কম মানে মোটেই এটা নয় যে সাবজেক্টটি খারাপ.. আপনি যদি ভালো করে পড়াশোনা করেন তাহলে যেকোনো সাবজেক্টে পড়াশোনা করেই সফল হতে পারবেন..

আমি তুলনামূলকভাবে নিম্নমানের কয়েকটি সরকারি পলিটেকনিকের লিস্ট দিচ্ছি.. নিম্নমানের বলতে এগুলো যে খুব নিম্নমানের তা কিন্তু না এগুলো তুলনামূলকভাবে কিছুটা নিম্নমানের.. আর পড়াশোনা হলো নিজেকে দিয়ে. আপনি একটু বেশি পরিশ্রম করলে এই পলিটেকনিকগুলোতেই অসাধারণ কিছু করতে পারবেন..

সিলেট বিভাগ এর মধ্যে হল- দুইটি

১. হবিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট 
২. মৌলভীবাজার পলিটেকনিক ইন্সটিটিউট

রাজশাহী বিভাগ এর মধ্যে হল- তিনটি

১. নওগাঁ পলিটেকনিক ইন্সটিটিউট
২. সিরাজগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট
৩. চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট

রংপুর বিভাগ এর মধ্যে হল- দুইটি

১. কুড়িগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট 
২. ঠাকুরগাঁও পলিটেকনিক ইন্সটিটিউট

ঢাকা বিভাগ এর মধ্যে হল- পাঁচটি

১. নরসিংদী পলিটেকনিক ইন্সটিটিউট
২. শরীয়তপুর পলিটেকনিক ইন্সটিটিউট
৩. গোপালগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট
৪. মুন্সিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট
৫. কিশোরগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট

ময়মনসিংহ বিভাগ এর মধ্যে হল- একটি

১. শেরপুর পলিটেকনিক ইন্সটিটিউট

চট্টগ্রাম বিভাগ এর মধ্যে হল- চারটি

১. ফেনী পলিটেকনিক ইন্সটিটিউট
২. ব্রাহ্মনবাড়ীয়া পলিটেকনিক ইন্সটিটিউট
৩. কক্সবাজার পলিটেকনিক ইন্সটিটিউট
৪. লক্ষীপুর পলিটেকনিক ইনস্টিটিউট

বরিশাল বিভাগ এর মধ্যে হল- তিনটি

১. পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট
২. ভোলা পলিটেকনিক ইন্সটিটিউট
৩. বরগুনা পলিটেকনিক ইন্সটিটিউট

খুলনা বিভাগ এর মধ্যে হল- তিনটি

১. সাতক্ষীরা পলিটেকনিক ইন্সটিটিউট
২. ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউট
৩. মাগুরা পলিটেকনিক ইন্সটিটিউট

মানুষ মাত্রই ভুল করে.. আমার পোস্টেও কোনো ভুল থাকতে পারে.. যদি কোনো ভুল থাকে তো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন..

পলিটেকনিক সম্পর্কে যেকোনো ধরনের সমস্যা সমাধানের জন্য এবং পলিকটেকনিক সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের জন্য “পলিটেকনিক সংগ্রাম মহল” গ্রুপটিতে জয়েন করতে পারেন..
লিংকঃ পলিটেকনিক সংগ্রাম মহল

15 thoughts on "সরকারি পলিটেকনিকে চান্স পাওয়ার কৌশল.. যাদের রেজাল্ট কিছুটা খারাপ তারা অবশ্যই দেখুন.."

  1. Avatar photo Mydul student Contributor says:
    Kurigram kharab apnake keda bolce. ..
  2. Avatar photo Abuzar Gifary Contributor says:
    Nice Post. খুলনা বিভাগের গুলা একদম সঠিক। আমার মাগুরাতে চান্স হয়েছিলো। ?
    1. Avatar photo Hasib106083 Contributor says:
      Vaia apner sathe aktu ktha cilo…vul na krle apni todaybd.tk er admin…
    2. Avatar photo Abuzar Gifary Contributor says:
      Ha vai. Bolen.
    3. Avatar photo Hasib106083 Contributor says:
      Vaia fb te aktu ktha bla Jabe??? Link diben??
    4. Avatar photo Hasib106083 Contributor says:
      Check ….tasnim Islam namer I’d theke request pathaici vaia..
  3. Avatar photo Bads Man Shakil Khan Author says:
    খুবি ভাল পোস্ট, ধন্যবাদ
  4. Emon818014 Contributor says:
    ডিপ্লোমার যে অবস্হা আমি একজন ডিপ্লোমা ছাত্র হয়ে একা কথায় বলব সিভিল ইলেকট্রিক্যাল মেকানিকাল ছাড়া অন্য কোন বিষয়ে চয়েজ দিয়েন না কেউ
  5. Aikrum Contributor says:
    বিএম শাখা থেকে ইন্টার পাশ করার পরে ডিপ্লোমা ইন চতুর্থ সেমিস্টার এ ভর্তি হওয়া যায় কি এই বিষয়ে একটু বলবেন প্লিজ
  6. Avatar photo Fahim Contributor says:
    ভুল ইনফরমেশনরে ভাই।।
    ফেনি পলিতে, ৪.৩৩ চান্স পাইতেও কষ্ট হয়।।??
  7. Avatar photo Mijanur Rahman Contributor says:
    Vai a plus paisi….tar jno ki kno sorkari sahajjo ase?
  8. Avatar photo Naim_i Contributor says:
    ধন্যবাদ

Leave a Reply