আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা,এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি।তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে চমৎকার একটা এ্যাপস শেয়ার করবো।এই এ্যাপসটি মূলত যারা পলিটেকনিকে ডিপ্লোমাতে পড়াশুনা করছেন তাদের জন্য,তাই যারা ডিপ্লোমা করেন তাদের সবার সম্পূর্ণ পোষ্টটি দেখার অনুরোধ রইলো।
আপনারা যারা পলিটেকনিকে পড়েন তাদেরকে বলছি idiploma নামে এ্যাপসটি প্লে-স্টোর থেকে ইনস্টল করে আপনার ফোনে রেখে দিন, এতে যা যা সুবিধা পাবেন।
সেগুলো হলো।
১)সকল টেকনোলোজির বইসমুহের লিস্ট ২০১৬ এবং ২০১০ প্রবিধান।
২)CGPA কিভাবে হিসাব করবেন তার সহজ নিয়ম।
৩)রেজাল্ট দেখতে পারবেন।
৪)সরাসরি BTEB ওয়েবসাইটে যাইতে পারবেন।
৫)একাডেমিক ক্যালেন্ডার পাবেন, সবথেকে আপডেট।
৬)এতে সরকারী-
/বেসরকারীতে জব এর নোটিশ দেখতে পারবেন।
৭)এই এ্যাপসের ব্রাউজারের অফশনে গিয়ে
যেকোনো বোর্ড সমুহের রেজাল্ট দেখতে পারবেন।PSC/JSC/SSC/ETC.
৮)বাংলাদেশে কতটি পলিটেকনিক আছে সরকারী /বেসরকারী এবং কতটি ভিটিটি এবং কতটি টেকনিক্যাল স্কুল /কলেজ আছে আপনি জানতে পারবেন।
৯)BTEB যে নোটিস যখনই ছাড়বে সেটি সাথে সাথে আপনি জানতে পারবেন এবং দেখতে পারবেন।
এই এ্যাপসের আরো সুবিধা আছে আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন।
তো চলুন এ্যাপসটির ফিচারগুলোর কিছু স্কিনশর্ট দেখে নেওয়া যাক। এ্যাপসটি সরাসরি প্লে-স্টোর থেকে ইনস্টল করতে চাইলেএখানে ক্লিক করুন











But ami age tekei jantam