আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা,এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি।তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে চমৎকার একটা এ্যাপস শেয়ার করবো।এই এ্যাপসটি মূলত যারা পলিটেকনিকে ডিপ্লোমাতে পড়াশুনা করছেন তাদের জন্য,তাই যারা ডিপ্লোমা করেন তাদের সবার সম্পূর্ণ পোষ্টটি দেখার অনুরোধ রইলো।
আপনারা যারা পলিটেকনিকে পড়েন তাদেরকে বলছি idiploma নামে এ্যাপসটি প্লে-স্টোর থেকে ইনস্টল করে আপনার ফোনে রেখে দিন, এতে যা যা সুবিধা পাবেন।
সেগুলো হলো।
১)সকল টেকনোলোজির বইসমুহের লিস্ট ২০১৬ এবং ২০১০ প্রবিধান।
২)CGPA কিভাবে হিসাব করবেন তার সহজ নিয়ম।
৩)রেজাল্ট দেখতে পারবেন।
৪)সরাসরি BTEB ওয়েবসাইটে যাইতে পারবেন।
৫)একাডেমিক ক্যালেন্ডার পাবেন, সবথেকে আপডেট।
৬)এতে সরকারী-
/বেসরকারীতে জব এর নোটিশ দেখতে পারবেন।
৭)এই এ্যাপসের ব্রাউজারের অফশনে গিয়ে
যেকোনো বোর্ড সমুহের রেজাল্ট দেখতে পারবেন।PSC/JSC/SSC/ETC.
৮)বাংলাদেশে কতটি পলিটেকনিক আছে সরকারী /বেসরকারী এবং কতটি ভিটিটি এবং কতটি টেকনিক্যাল স্কুল /কলেজ আছে আপনি জানতে পারবেন।
৯)BTEB যে নোটিস যখনই ছাড়বে সেটি সাথে সাথে আপনি জানতে পারবেন এবং দেখতে পারবেন।
এই এ্যাপসের আরো সুবিধা আছে আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন।
তো চলুন এ্যাপসটির ফিচারগুলোর কিছু স্কিনশর্ট দেখে নেওয়া যাক। এ্যাপসটি সরাসরি প্লে-স্টোর থেকে ইনস্টল করতে চাইলেএখানে ক্লিক করুন














আশাকরি এ্যাপসটি যারা পলিটেকনিকে পড়াশুনা করেন তাদের অনেক উপকারে আসবে।আমি কুষ্টিয়া পলিটেকনিকে ইলেকট্রিক্যাল টেকনোলজিতে চান্স পেয়েছি সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভালোভাবে পড়াশুনা করতে পারি।এছাড়া আমার কুষ্টিয়া জেলার কেউ থাকলে কমেন্ট করুন।আপনাদের কাছ থেকে আমরা ভালো ভালো কমেন্ট আশাকরি।আপনাদের একটা খারাপ কমেন্টের কারণে পোষ্টদাতা পোষ্ট করার আগ্রহ হারিয়ে ফেলে, তাই খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।মানুষ মাত্রই ভুল, তাই পোষ্টে ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখে ভুল ধরিয়ে দিবেন সংশোধনের চেষ্টা করবো।আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH ঘুরে আসার দাওয়াত রইলো,চ্যানেলটিতে যেতেএখানে ক্লিক করুন
আমাদের সাইটে একটা পোষ্ট করলে ৫-১০ টাকা দেওয়া হয়,সাথে ২ টি কপিমুক্ত পোষ্ট করেই ট্রেইনার হওয়ার সুযোগ, সাইট লিংক Tipsnow24.com
আর যেকোনো প্রয়োজনে ফেসবুক আমি
Md shakil hasan
বিঃদ্রষ্টব্য:উপরের এ্যাপসটি সম্পর্কে সর্বপ্রথম আমি পলিটেকনিক বন্ধুমহল ফেসবুক গ্রুপ থেকে জানতে পেরেছি।আপনারা চাইলে সে গ্রুপে জয়েন হতে পারেন, সকল বিষয় জানতে পারবেন।
আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।সকলের ভালো থাকুন সুস্থ থাকুন[[খোদাহাফেজ]]

3 thoughts on "যারা ডিপ্লোমাতে পড়াশুনা করছেন তাদের জন্য সহায়ক সেরা একটি এ্যাপস, সবার দেখার অনুরোধ রইলো"

  1. Jihad Hosan Contributor says:
    Thank you very much sobaik jananur jonno

    But ami age tekei jantam

    1. Mdshakilhasan Author Post Creator says:
      wlcm
  2. shamim52 Contributor says:
    tmre fb te knock disi..check koro

Leave a Reply