আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। TrickBD এর পক্ষ থেকে সবাইকে কে টেক ওয়ার্ল্ডে স্বাগতম। আজ আপনাদের মাঝে অনলাইন লার্নিং নিয়ে কিছু আলোচনা করবো। আশা করি সবার পছন্দ হবে ইনশাল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক।

মুখ্য আলোচনা

ই-লার্নিং বা অনলাইন লার্নিং এর কথাটি হয়তো অনেকেই শুনে থাকবেন। এটি মূলত ইন্টারনেটে পড়াশুনো বলতে বোঝানো হয়েছে। আজকাল অনেকেই ইন্টারনেটে অনলাইন কোর্স করে পড়াশোনা এগিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে আপনি কেন পিছিয়ে থাকবেন, আপনারও অনলাইন লার্নিং করা উচিত। অনলাইন লার্নিং আপনি মূলত বিভিন্ন পদ্ধতিতে করতে পারবেন। যেমন- ইউটিউব মাধ্যম, এপ মাধ্যম এবং ওয়েবসাইট মাধ্যম।

ইউটিউব মাধ্যম

ইউটিউব একটি সেরা মাধ্যম অনলাইন লার্নিং এর জন্য। ইউটিউবে আপনি হাজারো ভিডিও পেয়ে থাকবেন অনলাইন লার্নিং রিলেটেড। যেমন ইউটিউব এ দুটি চ্যানেল রয়েছে টেন মিনিট স্কুল ও অন্যরকম পাঠশালা সেই চ্যানেলগুলোতে হাজারো অনলাইন আর্নিং বিষয়ক ভিডিও রয়েছে। যা দেখে আপনি সহজেই ইন্টারনেটে পড়াশোনা চালিয়ে যেতে পারবেন। তাছাড়া স্কিল ডেভেলপমেন্ট ও এডমিশন টেস্ট নিয়ে অনেক ভিডিও রয়েছে ইউটিউবে যা দেখে আপনি আপনার স্কিল সহ আরো অনেক কিছু ডেভলপ করতে পারবেন। অনলাইন লার্নিং এর জন্য ইউটিউব আমার প্রিয় মাধ্যম।

এপ মাধ্যম

আপনি হয়তো প্লে স্টোরে অনেক ইয়ার দেখেছেন অনলাইন লার্নিং বিষয়। তাদের মধ্যে বেস্ট তিনটি অ্যাপ হচ্ছে-রবি টেন মিনিট স্কুল, খান একাডেমী এবং দূরবীন একাডেমি। এসব অ্যাডগুলোতে আপনি বিভিন্ন শ্রেণি বিষয়ক পড়াশোনা ও জ্ঞান লাভ করতে পারবেন। অ্যাপগুলোতে রয়েছে তাদের নিজস্ব ভিডিও সমূহ যা দেখেও আপনি জ্ঞান লাভ করতে পারবেন। তাছাড়া আরও রয়েছে বিভিন্ন স্টাডি কুইজ যেগুলো সম্পন্ন করে আপনার জ্ঞানের প্রসার আরো বৃদ্ধি পাবে।

ওয়েবসাইট মাধ্যম

ইন্টারনেটে অনেক ওয়েবসাইট রয়েছে যা অনলাইন লার্নিং বিষয়ক। কিন্তু সেগুলোর মধ্যে বেশিরভাগই ইংরেজদের জন্য। বাঙ্গালীদের জন্য জনপ্রিয় দুইটি অনলাইন লার্নিং ওয়েবসাইট হচ্ছে খান একাডেমি ও রবি টেন মিনিট স্কুল। উক্ত দুই ওয়েবসাইট থেকে আপনি বিভিন্ন পড়াশোনা বিষয়ক জ্ঞান লাভ করতে পারবেন যেরকমটা অ্যাপ থেকে করতে পারবেন। ওয়েবসাইটগুলোতে বিভিন্ন শ্রেণীর রয়েছে যেগুলোর একটি নির্বাচন করে সেই বিষয়ে আপনি জ্ঞান লাভ করতে পারবেন খুব সহজে। আমিও প্রতিনিয়ত এই ওয়েবসাইটগুলো ব্যবহার করে থাকে অনলাইন লার্নিং এর জন্য।

পরিশেষে

এই পোস্টটি সর্ব প্রথম করা হয় আমাদের সাইট Tipsnow24 – এ।

সময় হলে ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইট Tipsnow24 – এ। আমাদের সাইটে ১টি পোস্ট করলে ৫টাকা দেয়া হয়। আর ২টি কপি মুক্ত পোস্ট কইলেই অথর হওয়ার সুযোগ।

পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ, আশা করি ভালো থাকবেন, পরের পোস্টে দেখা হবে। পোস্ট ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আপনার মতামত জানান।

ধন্যবাদ

9 thoughts on "অনলাইন লার্নিং নিয়ে আলোচনা"

  1. xperia Contributor says:
    আপনাদের ওয়েবসাইটে কতো টা পোস্ট করার পর টাকা তোলা যায়
  2. xperia Contributor says:
    আপনাদের ওয়েবসাইটে কতো টা পোস্ট করার পর টাকা তোলা যায়
  3. xperia Contributor says:
    আপনাদের ওয়েবসাইটে কতো টা পোস্ট করার পর টাকা তোলা যায়
  4. xperia Contributor says:
    আপনাদের ওয়েবসাইটে কতো টা পোস্ট করার পর টাকা তোলা যায়
  5. xperia Contributor says:
    আপনাদের ওয়েবসাইটে কতো টা পোস্ট করার পর টাকা তোলা যায়
  6. xperia Contributor says:
    আপনাদের ওয়েবসাইটে কতো টা পোস্ট করার পর টাকা তোলা যায়
  7. xperia Contributor says:
    আপনাদের ওয়েবসাইটে কতো টা পোস্ট করার পর টাকা তোলা যায়
  8. xperia Contributor says:
    আপনাদের ওয়েবসাইটে কতো টা পোস্ট করার পর টাকা তোলা যায়
  9. xperia Contributor says:
    আপনাদের ওয়েবসাইটে কতো টা পোস্ট করার পর টাকা তোলা যায়

Leave a Reply