জাতীয় বিশ্ববিদ্যালয় (এনইউ) ভর্তি বিজ্ঞপ্তি (সার্কুলার) ২০১৯-২০২০ প্রকাশ হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ২০১৬/২০১৭ সালের মাধ্যমিক/সমমান এবং ২০১৮/২০১৯ সালের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষা উত্তীর্ণ নির্ধারিত জিপিএ প্রাপ্ত
শিক্ষার্থীরা ০১ সেপ্টেম্বর তারিখ থেকে ১৫ সেপ্টেম্বর তারিখের মধ্যে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে পারবে।

এই আবেদন ফরমটি প্রিন্ট করে ১৬ সেপ্টেম্বর তারিখের মধ্যে আবেদন ফি বাবদ ২৫০/- টাকা ও প্রার্থীর মাধ্যমিক ও
উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার সত্যায়িত নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপিসহ সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে৷

ভর্তি সংক্রান্ত জরুরী তথ্যসমূহঃ

আবেদন শুরুর তারিখঃ ০১ সেপ্টেম্বর ২০১৯

আবেদনের শেষ তারিখঃ ১৫ সেপ্টেম্বর ২০১৯

আবেদন ফিঃ ২৫০ টাকা।

আবেদন ফরম প্রিন্ট করে আবেদন ফি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট কলেজে জমা দেওয়ার সময়সীমাঃ ১৬ সেপ্টেম্বর ২০১৯

ভর্তি পদ্ধতিঃ এসএসসি ও এইচএসসি এর জিপিএ এর ভিত্তিতে

ক্লাস শুরুর তারিখঃ ১ অক্টোবর

বিগত বছরের আসন সংখ্যাঃ ৪ লক্ষ ৬৮ হাজার ৫ শত ৪০ টি

আবেদনের যোগ্যতা

► বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানবিক শাখা থেকে ২০১৬/২০১৭ সালের SSC ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫ এবং ২০১৮/২০১৯ সালের HSC ও সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ২.৫ প্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবে।

► বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে ২০১৬/২০১৭ সালের SSC ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০ এবং ২০১৮/২০১৯ সালের HSC ও সমমান
পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ২.৫ প্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবে।

►বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে শুধুমাত্র i) এইচ.এস.সি. (ভোকেশনাল) ii) এইচ.এস.সি. (বিজনেস্ ম্যানেজমেন্ট) iii) ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা উপরোক্ত শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে
পারবে।

► প্রার্থীদের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় পঠিত বিষয়সমূহ থেকে ভর্তি যোগ্য (Eligible) বিষয় নির্ধারণ করা হবে। উক্ত পঠিত বিষয়ে (২০০ নম্বরের) ন্যূনতমগ্রেড পয়েন্ট ৩.০ থাকতে হবে।

► ২০১৬/২০১৭ সালের O-Level পরীক্ষায় তিনটি বিষয়ে ‘বি’ গ্রেডসহ অন্তত ০৪ (চার) টি বিষয়ে উত্তীর্ণ এবং ২০১৮/২০১৯ সালের A- Level পরীক্ষায় একটি বিষয়ে ‘বি’ গ্রেডসহ অন্তত ০২ (দুই)টি বিষয়ে উত্তীর্ণ প্রার্থীরা এ ভর্তি কার্যক্রমে অন্যান্য শর্ত পূরণ সাওএক্ষে আবেদন করতে পারবে। এ সকল প্রার্থীকে ডিন, স্নাতকপূর্ব শিক্ষা
বিষয়ক স্কুল, জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর নির্ধারিত সময়ের মধ্যে সরাসরি আবেদন করতে হবে।

► বিদেশী সাটির্ফিকেটধারী প্রার্থীদের ক্ষাত্রেও বাংলাদেশ-এ স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড কতৃর্ক তাদের অর্জিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের নম্বর পত্রের সমতা
নিরূপণ করা হলে তারাও এ ভর্তি কার্যক্রমে অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে। এ সকল প্রার্থীকে
ডিন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক, জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর নির্ধারিত সময়ের মধ্যে সরাসরি আবেদন করতে হবে।

► জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল, স্নাতক (পাস) নিয়মিত/ প্রাইভেট কোর্সে ভর্তিকৃত
কোন শিক্ষার্থী ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হতে পারবে না। তবে
সে সকল শিক্ষার্থীরা ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ভর্তি বাতিলপূর্বক ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হতে পারবে।

► একই শিক্ষাবর্ষে অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোন প্রার্থী স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও
স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট কোর্সে দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে।

► আবেদনকারী উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় যে শাখা থেকে উত্তীর্ণ হয়েছে তাকে সেই শাখার জন্য নির্ধারিত
ভর্তির প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গার্হস্থ্য অর্থনীতি শাখা থেকে
উত্তীর্ণ শিক্ষার্থীর মানবিক শাখার আবেদন ফরম পূরণ করতে হবে।

► শিক্ষার্থী প্রাথমিক পর্যায়ে ১টি মাত্র কলেজে আবেদন করতে পারবে।

ভর্তি পদ্ধতি

১) ভর্তি পরীক্ষা ছাড়াই এসএসসি ও এইচএসসি ফলাফলের ভিত্তিতে ছাত্রছাত্রী ভর্তি করানো হবে।
প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা তৈরী করে পরীক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির বিষয় বরাদ্দ দেয়া হবে।

২) একই প্রতিষ্ঠান/কলেজে একই বিষয়ে দুই বা ততোধিক আবেদনকারীর প্রাপ্ত ফলাফল একই হলে সেক্ষেওে এ সকল আবেদনকারীর পর্যায়ক্রমে

i) ৪র্থ বিষয়সহ SSC ও HSC পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর যথাক্রমে ৪০% ও ৬০%
ii) প্রয়োজন হলে SSC ও HSC পরীক্ষার মোট প্রাপ্ত নম্বরের
যথাক্রমে ৪০% ও ৬০%
iii) এর পরেও যদি দুই বা ততোধিক আবেদনকারীর প্রাপ্ত ফলাফল একই হয়, তা হলে যার বয়স কম হবে তাকে অগ্রাধিকার দেয়া হবে।

ভর্তি সংক্রান্ত জরুরী লিংকসমূহ

ভর্তি বিজ্ঞপ্তি ডাউনলোড

ভর্তি নির্দেশিকা ডাউনলোড

অনলাইনে আবেদন করার সচিত্র গাইডলাইন ডাউনলোড

অনলাইনে আবেদনের ওয়েবসাইট এর ঠিকানা

আবেদন কলেজ কর্তৃক নিশ্চিত হলে শিক্ষার্থীর মোবাইলে SMS এর মাধ্যমে জানানো হবে।

বিঃদ্র:

আবেদন ফরমে যদি কোন ভুল থাকে তবে আবেদনকারী তা Cancel করে নতুন করে আবেদন করতে পারবে। ১ বারের বেশি Cancel করা যাবেনা। কলেজ কর্তৃক আবেদন ফরম নিশ্চিত হলে তা আর Cancel করা যাবে না

ভর্তি ফরমের সাথে কলেজে যা যা জমা দিতে হবে

আবেদনকারীকে প্রিন্ট করা প্রাথমিক আবেদন ফরমটির নির্ধারিত স্থানে স্বাক্ষর করতে হবে৷ এই আবেদন ফরমের
সংগে প্রার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/ সমমান পরীক্ষার সত্যায়িত নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি ও
আবেদন ফি বাবদ ২৫০/- টাকা সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে৷ সংশ্লিষ্ট কলেজ যে সকল
প্রাথমিক আবেদন online-এ নিশ্চয়ন করবে সে সকল শিক্ষার্থীদের তাদের মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে তা জানিয়ে দেয়া হবে৷

উল্লেখ্য, প্রাথমিক আবেদন নিশ্চয়ন ব্যতীত কোন প্রার্থীই ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে না। কলেজে আবেদন পত্র জমা দেয়ার পরে প্রার্থী তার মোবাইল ফোনে SMS না পেলে বুঝতে হবে যে তার আবেদন ফরম কলেজ কর্তৃক নিশ্চয়ন
করা হয়নি। এক্ষেত্রে প্রার্থীকে সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ করতে হবে।

ফলাফলঃ

মেধাতালিকায় যার পয়েন্ট বেশি থাকবে সেই সুযোগ পাবে। ফলাফল কয়েকটি ধাপে প্রকাশিত হবে।

এসএমএস এর মাধ্যমে ফলাফল জানতে লিখতে হবে
NU space ATHN space Roll No এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

(এখানে, NU= National University, ATHN= Admission Test Honours Admission, Roll No= অনলাইনে ভর্তির আবেদন ফরমে প্রাপ্ত রোল নম্বর।)

অনলাইনে ফলাফল জানতে এই লিঙ্কে ক্লিক করুন

রোল ও পিন নম্বর ভুলে গেলে এই লিংকে থেকে পুনরুদ্ধার করে নিন।

17 thoughts on "জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষে ভর্তির বিস্তারিত তথ্য জেনে নিন এখান থেকে।"

  1. PKD Contributor says:
    good information
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      thanks
  2. PKD Contributor says:
    good information
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      thanks
  3. mjr-shahed Contributor says:
    ssc xm deyar por,,,kew jodi 3 year gap diye hsc xm pass kre, se ki nu te vorti hote parbe
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      আপনার কথা ঠিক বুঝতে পারলাম না

      একটু ভালো ভাবে বলেন আশা করি সাহায্য করতে পারবো

      ধন্যবাদ

    2. mjr-shahed Contributor says:
      Bro,,,ami 2016 te ssc pass krci,,,bishes karone r hsc pora hoy nai,,2019 inter a vrti holam,,,
      Hsc pass er por ki national a vrti hote parbo???????
    3. Md Himul Contributor says:
      Bro parben na,
  4. Soiod Mafi Uddin Contributor says:
    ki ki subject ace akto bolle valo hoto…..kon sub valo,,,,???
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      এই বিষয় নিয়ে পরে পোষ্ট করা হবে ট্রিকবিডি এর সাথে থাকেন।

      ধন্যবাদ

    2. Soiod Mafi Uddin Contributor says:
      ok bro
  5. MD RACHEL UDDIN Contributor says:
    Onk sundor post vai…
  6. sahidsha53 Contributor says:
    আমার এক frd ২০১৫ সালে SSC পাশ করছে পারিবারিক সমস্যার কারণে ভর্তি হতে পারেনি।।। পরালেখা ছারে দিছিলো পরে ভর্তি হয়। এই বার পাস (২০১৮-২০১৯) করছে,।।। এখন সে কি অনাস করতে পারবে
  7. Nur Md Nirob Contributor says:
    nu ar website off kan broo?
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      wait koren calu hobe
  8. Aikrum Contributor says:
    ডিগ্রী প্রথম বর্ষের BBS গুরুপের বই এর pdf download link টা দিবেন প্লিজ
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      ১ম শ্রেণী থেকে দশম শ্রেণীর বই আকারে ডাউনলোড করা যায় । তাই ডিগ্রি BBS এর pdf ডাউনলোড দেয়ার ঠিকানা পাবেন না..!

      ধন্যবাদ

Leave a Reply