সকলের সুস্থতা কামনা করে আজকের আর্টিকেল সুরু করছি। ধারাবাহিক ভাবে আপনাদের মাঝে বাংলাদেশের সংবিধান তুলে ধরা হবে। আসাকরি সকলে একটু হলেও উপকৃত হবেন।
• বাংলাদেশ- একটি গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র
• বাংলাদেশের সরকার পদ্ধতি- এককেন্দ্রীক
• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন-
সংবিধান
• দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ- শাসন
বিভাগ
• বাংলাদেশের সংবিধানে মোট ভাগ- ১১টি
• সংবিধানে অনুচ্ছেদ আছে- ১৫৩টি
• সংবিধানে তফসিল আছে- ৭টি
• সংবিধানে মূলনীতি আছে- ৪টি
• সংবিধানের রূপকার- ড. কামাল হোসেন
• সংবিধান রচনা কমিটির সদস্য- ৩৪ জন(প্রধান
ছিলেন- ড. কামাল হোসেন)
• সংবিধান রচনা কমিটির একমাত্র বিরোধী দলীয়
সদস্য- সুরঞ্জিত সেনগুপ্ত
• সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য-
বেগম রাজিয়া বানু
• বাংলাদেশের সংবিধান তৈরি করা হয়- ভারত ও
বৃটেনের সংবিধানের আলোকে
• বাংলাদেশের সংবিধান জাতীয় সংসদে উত্থাপন
করেন- ড. কামাল হোসেন
• সংবিধান সর্বপ্রথম গণপরিষদে উত্থাপিত হয়- ১৯৭২
সালের ১২ অক্টোবর
• সংবিধান গণপরিষদে গৃহীত হয়- ১৯৭২ সালের ৪
নভেম্বর
• সংবিধান কার্যকর হয়- ১৬ ডিসেম্বর ১৯৭২
• সংবিধান দিবস- ৪ নভেম্বর
• হস্তলিখিত লিখিত সংবিধানের অঙ্গসজ্জা করেন-
শিল্পাচার্য জয়নুল আবেদীন
• সংবিধান- ২ প্রকার; লিখিত সংবিধান ও অলিখিত
সংবিধান
• বাংলাদেশের সংবিধান- লিখিত সংবিধান

• লিখিত সংবিধান নেই- বৃটেন, নিউজিল্যান্ড, স্পেন
ও সৌদি আরব
• বিশ্বের সবচেয়ে বড় সংবিধান- ভারতের; আর ছোট-
মার্কিন যুক্তরাষ্ট্রের
• বাংলাদেশের আইন অনুযায়ী- ১৪ বছরের নিচের
শিশুদের শ্রমে নিয়োগ করা যাবে না
• সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হওয়ার জন্য ন্যূনতম
বয়স- ৩৫ বছর
• সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম
বয়স- ২৫ বছর
• সংবিধান অনুযায়ী সংসদ সদস্য ও স্পিকার হওয়ার
জন্য ন্যূনতম বয়স- ২৫ বছর
• এক ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারেন- ২
বার/মেয়াদকাল
• রাষ্ট্রপতি পদত্যাগ করেন- স্পিকারের কাছে
• প্রধানমন্ত্রী পদত্যাগ করেন- রাষ্ট্রপতির কাছে
• জাতীয় সংসদের/আইনসভার প্রধান/সভাপতি-
স্পিকার
• সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী-
রাষ্ট্রপতি
• প্রতিরক্ষা বিভাগের সর্বাধিনায়ক/প্রধান-
রাষ্ট্রপতি
• সংসদ অধিবেশন আহ্বান, ভঙ্গ ও স্থগিত করেন-
রাষ্ট্রপতি
• প্রধান বিচারপতিকে নিয়োগ দেন- রাষ্ট্রপতি
• তত্ত্বাবধায়ক সরকার দায়বদ্ধ- রাষ্ট্রপতির কাছে
• নির্বাচন কমিশনারদের নিয়োগ দেন- রাষ্ট্রপতি
• রাষ্ট্রপতিকে অপসারণ করতে- ২/৩ অংশ ভোট
দরকার
• বাংলাদেশের সর্বোচ্চ আদালত- সুপ্রিম কোর্ট
• সুপ্রিম কোর্টের বিভাগ- ২টি (আপিল বিভাগ ও
হাইকোর্ট বিভাগ)
• সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত
করার দায়িত্ব দিয়েছে- হাইকোর্টকে
• প্রধান বিচারপতিকে নিয়োগ দেন- রাষ্ট্রপতি
• নির্বাচন কমিশনারদের নিয়োগ দেন- রাষ্ট্রপতি
সংবিধানের গুরুত্বপূর্ণ ধারাসমূহ ও বিষয়বস্তু:
• ২.খ রাষ্ট্রধর্ম
• ৩ রাষ্ট্রভাষা
• ৬ বাংলাদেশি নাগরিকত্ব
• ১০ জাতীয় জীবনে মহিলাদের সমান অংশগ্রহণ
• ১১ গণতন্ত্র ও মানবাধিকার
• ১২ বিলুপ্ত (ধর্মনিরপেক্ষতা) (আরেকটা বিলুপ্ত-
৯২ক)
• ১৭ অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা
• ২২ নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ
পৃথকীকরণ
• ২৩ (ক) আদিবাসী/উপজাতি সংক্রান্ত ধারা
• ২৭ আইনের দৃষ্টিতে সাম্য
• ২৮(২) নারী ও পুরুষের সমানাধিকার
• ৩৯(১) চিন্তা ও বিবেকের স্বাধীনতা
• ৩৯(২)ক বাকস্বাধীনতা ও ভাবপ্রকাশের স্বাধীনতা
• ৩৯(২)খ সংবাদপত্রের স্বাধীনতা
• ৬৩- যুদ্ধ
• ৬৪- অ্যাটনী জেনারেল
• ৭৭ ন্যায়পাল নিয়োগ
• ৮১-অর্থবিল (টীকা হিসেবে অনেকবার এসেছে,
টীকা হিসেবে তাই খুব ই গুরুত্বপূর্ণ)
• ৮৩-অধ্যাদেশ প্রনয়নের ক্ষমতা
• ১১৭-প্রশাসনিক ট্রাইবুনাল
• ১৪১ ক জরুরি অবস্থা ঘোষণা
আজ এ পর্যন্তে শেষ করলাম। সকলে ভালো থাকবেন
তথ্য সুএঃ ইন্টারনেট

2 thoughts on "জেনে নিন বাংলাদেশ সংবিধানের নাড়ি ভুড়ি পর্ব ১ সকলকে দেখার অনুরোধ রইলো"

    1. ধন্যবাদ

Leave a Reply