আসসালামু আলাইকুম।


আশা করি সকলে ভাল আছেন। আমিও মোটামুটি ভাল আছি।প্রথমেই সকলকে ধন্যবাদ জানাই পোস্ট টি পড়ার জন্য।আশা করি ধৈর্য সহকারে পুরো পোস্ট টি পড়বেন।
আজকে আমরা যে বিষয় টা নিয়ে জানবো সেটা হচ্ছে ক্রিপ্টো মার্জিন ট্রেডিং।

মার্জিন ট্রেডিং কিভাবে করে সেটা জানার আগে নরমাল ট্রেডিং এর থেকে শুরু করতে হবে।
ধরে নিন আপনার ১বিটিসি আছে,
এখন সাধারণ ট্রেডিং এ আপনি ওই ১বিটিসি ইনভেস্ট করলেন ও প্রথম ধাপে ১০০$ বিটিসি লাভ হলো।
২বিটিসি ইনভেস্ট করলে ২০০$ লাভ হতে পারে।
যদি ৫বিটিসি থাকতো তাহলে ৫X লাভ হবে।
অবশ্যই বিটিসি বা যে ক্রিপ্টোকারেন্সি কিনতেছেন সেটার প্রাইছ আপ হলেই পাবেন।যদি কমে তাহলে লস হবে এটাই স্বাভাবিক। এখন নরমাল ট্রেডিং এ যেটা হয় যে শুধু প্রাইজ আপ হলেই আপনার লাভ হবে।প্রাইছ কমলে লস।
এখানেই বিগ ডিফারেন্স নরমাল ট্রেডিং ও লেভারেজ ট্রেডিং এ।
লেভারেজ ট্রেডিং আপনাকে প্রাইজ আপ বা কমলেও লাভ দিবে।এই বিষয়ে একটু পরে বলছি।
আপনি যত বেশি বেশি ইনভেস্ট করবেন ততই লাভ হবে ও রিস্ক কম তাই অবশ্যই চাইবেন বেশি ইনভেস্ট করার।কিন্তু আপনার বেশি ইনভেস্ট করার মতো টাকা নাই।
এখানেই বেনিফিট দেয় লেভারেজ ট্রেডিং।
আপনি লেভারেজ ট্রেডিং এর দ্বারা ১বিটিসি দিয়ে ৫-২০-৫০-১০০বিটিসি এর সমান ট্রেড এ লাগাতে পারবেন।
লেভারেজ ট্রেডিং এর জন্য এক্সচেঞ্জ সাইট আপনাকে ১x 2x 5x 10x বিটিসি ফ্রি দিবে।তারা এটা শুধু দিবে আপনাকে ট্রেডিং এর জন্য দিবে কারন এতে তাদের লাভ আছে।আপনি যত বেশি ট্রেড করবেন তারা ডেপোজি/উইথড্র/ট্রেডিং ফি এর থেকে প্রফিট নিবে পাবে।এছাড়া কিছু মার্জিং ট্রেডিং ওয়েবসাইট তাদের থেকে ক্রিপ্টো Borrow এর জন্যও কমিশন নিয়ে থাকে সেটা Hourly ওথবা Daily হয়।
এটা নন উইথড্রএবল হবে।
ধরে নিন আপনার ১বিটিসি আছে এখন,
আপনার ১বিটিসি আছে
লেভারেজ ট্রেডিং সাইট দিবে ৪বিটিসি
টোটাল হলো= ৫বিটিসি

এখন আপনার আছে ৫ বিটিসি ইনভেস্ট করলেন ধরে নিন ৫০০$ লাভ হলো। কিন্তু নরমাল ট্রেডিং এ হতো ১০০$ কারন আপনার ১বিটিস ট্রেড করতে পারতেন।

এখানে একটা বিষয় লক্ষনীয় আপনি
যদি হারেন অর্থাৎ ফরকাস্ট/প্রেডিকশন যদি ভুল হয় তাহলে অবশ্যই আপনার লস হবে কিন্তু সেটা দিগুন ও তার বেশি হবে।
আর লসটা আপনার মেইন বেলেন্স থেকেই কাটবে।
এক্সচেঞ্জ সাইট থেকে যে ১-২-৫বিটিসি নিচ্ছেন তার থেকে ১% ও যাবেনা।সব আপনার থেকে যাবে।আর হ্যা, আপনি এক্সচেঞ্জ থেকে যত বিটিসি নিবেন ও নিজের যত বিটিসি থাকবে টোটাল টা যদি আমি ৫বিটিসি ধরে নিই, তাহলে আপনার ৫বিটিসি তে লেভারেজ ট্রেডিং এ যেমন লাভ হলে ৫০০$ আসবে তেমন লস হলেও ৫০০$ যাবে। অর্থাৎ যত বেশি লেভারেজ এ নিবেন ততই রিস্ক।১০x নিলে যাবে ১০০০$ আবার জিতলে আসবে ১০০০$ আশা করি বুঝতে পেরেছেন।


মার্জিং ট্রেডিং কি?

মার্জিন ট্রেডিং হচ্ছে এমন একটা মেথড যেটা আপনাকে fund/dollar ট্রেড এর সুযোগ করে দেয় অন্যের বা ৩য় ব্যাক্তির ফান্ড ব্যবহার করতে।মার্জিং ট্রেডিং আপনাকে সুযোগ করে দেয় আপনার ফান্ডের থেকেও বেশি এমাউন্ট ট্রেড করার।


মার্জিং ট্রেডিং কিভাবে করে?

মার্জিং ট্রেডিং এ ৩টি বিষয় লক্ষণীয়।
BUY Long / Sell Short / leverage

#BUY LONG


এর মানে হচ্ছে আপনি যে ক্রিপ্টোকারেন্সি টা কিনতে যাচ্ছেন সেটার প্রাইজ বাড়বে আপনি সেটাই এক্সপেক্ট করতেছেন।ধরে নিন বিটিসি প্রাইছ ৮কে এর সময় আপনি ধরেছেন এখন ৮কে এর উপরে বিটিসি প্রাইছ যত বাড়বে ততই আপনার লেভারেজের ভিত্তিতে প্রফিট দিতে থাকবে।

#Sell Short


উপরে নরমাল ট্রেডিং ও মার্জিন ট্রেডিং এর ডিফারেন্স নিয়ে এক জায়গায় বলেছিলাম যে কোন কারেন্সি প্রাইস কমলেও মার্জিং ট্রেডিং আপনাকে প্রফিট দিবে। #Sell Short হচ্ছে সেই অপশনটাই।
আপনার যদি মনে হয় যে কোন কয়েন এর প্রাইস কমবে তাহলে আপনি সেটার উপরেও #Sell Short এর মাধ্যমে ইনভেস্ট করতে পারবেন।এক্ষেত্রে কারেন্সির প্রাইস যত কমবে আপনাকে ততই প্রফিট দিবে।

#Leverage


এই বিষয়টা একবার উপরে বলেছি তারপরে বুঝার স্বার্থে আবার বলছি, লেভারেজ টা হলো মোস্ট ইম্পরট্যান্ট আপনার মার্জিন ট্রেডিং এ। রিস্ক প্রেডিক্টর যাকে বলে। আপনি আপনার ব্যালেন্স কে কতগুন বানিয়ে ইনভেস্ট করতে চান সেটাই।
২x-৫x মানে লো রিস্ক
৫x-১৫x মানে মিডিয়াম রিস্ক
অর্থাৎ আপনার কারেন্সি যত বেশি লেভারেজে লাগাবেন ততই রিস্ক।
কারন লস হইলে লেভারেজ অনুযায়ী আপনার ব্যালেন্স থেকে লস হবে।
যদি আমি ধরে নিই,
আপনার মেইন ব্যালেন্স ১০০$ btc
এবং আপনি ৫x লেভারেজে #Buy Long এ লাগিয়েছেন ও বিটিসি প্রাইস আপ এর বদলে ১০% কমে গেল তাহলে আপনার মেইন ব্যালেন্স থেকে কেটে নিবে ৫গুন ৫০$ বিটিসি আবার যদি বিটিসি প্রাইস আপ হয় তাহলে আপনার একাউন্ট এ যোগ হবে ৫গুন ৫০$ বিটিসি।

এছাড়া লেভারেজ ট্রেডিং এর অন্যতম বৈশিষ্ট হচ্ছে আপনি অন্য মার্জিন ট্রেডারকে ডলার /ফান্ড ধার দিয়েও প্রত্যেকদিন তার থেকে লাভাংশ নিতে পারবেন।

সো ভেবে চিন্তা করে নিবেন।
পরিষেশেঃ আমি জাস্ট সকলকে ব্যাসিক ধারনাটা দিলাম মার্জিন ট্রেডিং সম্পর্কে আশা করি করি সকলের প্রাথমিক ধারনাটা হয়েছে মার্জিং ট্রেডিং সম্পর্কে।
আর হ্যা, বিভিন্ন এক্সচেঞ্জ সাইটে ট্রেডিং অপশন্স গুলা আলাদা থাকে তাই কাইন্ডি ইউটিউবে সার্চ দিয়ে যে সাইটে ট্রেডিং করতে যাচ্ছেন সে সাইট সম্পর্কে জেনে ও বুঝে নিবেন।
সাধারণত মার্জিন ট্রেডিং এর জন্য পপুলার ওয়েবসাইট গুলা হলো Bitmax, bitfinix Deribit & Okex.
এগুলার মধ্যে বিটফিনিক্স এ মিনিমাম ডেপোজিট ১০০০০$।
বিটম্যাক্স হলো পপুলারিটির কম্পিটিশন এ সবচেয়ে এগিয়ে।তার পাশেই রয়েছে ডেরিবিট এর নাম।
এছাড়া মোস্ট পপুলার এক্সচেঞ্জ বাইনেন্সেও আপনার মার্জিন ট্রেডিং করতে পারবেন।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।মনে রাখবেন Knowledge Is Reward কাজ করুন বা না করুন জেনে রাখা সবসময় ই ভাল & Always Stay Tuned with TrickBD
কারো কোন হেল্প লাগলে কমেন্ট করতে পারেন অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন।


আমার টেলিগ্রাম একাউন্ট লিংক

11 thoughts on "মার্জিন ট্রেডিং বা লেভারেজ ট্রেডিং কি ও কিভাবে করে.নরমাল ট্রেডিং এর সাথে এর লেভারেজ ট্রেডিং এর পার্থ্যক্য কি ?.. বিস্তারিত জেনে নিন পোস্ট এ।"

  1. rex boy Contributor says:
    অসাধারণ পোষ্ট ব্রো?
  2. marufbillah883 Contributor says:
    wait korsilm ai post tar jonno
  3. marufbillah883 Contributor says:
    wait korsilm ai post tar jonno
    1. ShᴀʀiFul ISLAM Rakib Contributor Post Creator says:
      I hope সবুরে নেওয়া ফলেছে ☺?
  4. Sajid Contributor says:
    awesome post bro??
    onekdin dhore margin trading ta ki janar icca cilo aj jante parlam
    1. ShᴀʀiFul ISLAM Rakib Contributor Post Creator says:
      thanks
    1. ShᴀʀiFul ISLAM Rakib Contributor Post Creator says:
      thanks
    1. ShᴀʀiFul ISLAM Rakib Contributor Post Creator says:
      hmmm thanks

Leave a Reply