ঢাকা শিক্ষা বোর্ড এইবার পর্যন্ত তৃতীয়বারের মতো JSC এবং JDC পরীক্ষার সময়সূচি আবারো পরিবর্তন করলো। কিছুক্ষণ আগে জানা গেছে, ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষয়ক্ষতি এবং সৃষ্ট নিম্নচাপের কারণে আবারো ১২ তারিখের পরীক্ষার সময় পরিবর্তন করেছে প্রতিষ্ঠানটি।
১২/১১/২০১৯ তারিখের JSC পরীক্ষার্থীদের অনুষ্ঠিত হবে বলে জানানো গণিত পরীক্ষা এবং রুটিন অনুযায়ী JDC পরীক্ষার্থীদের বিজ্ঞান পরীক্ষার পরিবর্তন:
JSC – ১৪/১১/২০১৯ – গণিত – সকাল ১০ টায়
JDC – ১৫/১১/২০১৯ – বিজ্ঞান – সকাল ৯ টায়
এর আগে গত শুক্রবার রাতে ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক জানান, ০৯ তারিখের JSC এবং JDC পরীক্ষার্থীদের পরীক্ষা যথাক্রমে ১২ ও ১৪ তারিখ অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে JDC-র সময়সূচী ঠিক রাখলেও JSC-র সময় পাল্টানো হয়। পরদিন আরো জানানো হয়, JSC পরীক্ষার্থীদের বিজ্ঞান পরীক্ষা এবং JDC পরীক্ষার্থীদের ইংরেজি পরীক্ষা যথাক্রমে ১৩ ও ১৬ তারিখ সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে।
তথ্যসূত্রঃ ঢাকা শিক্ষাবোর্ডের Website
I didn’t understand.