ডিগ্রী ভর্তি সার্কুলার ২০১৯ –ডিগ্রি কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি
২০১৯-২৯ – ডিগ্রি ভর্তি কবে শুরু হবে, ডিগ্রি ভর্তি ফরম ২০১৯-২০২০ঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩ বছর মেয়াদি ব্যাচেলর অব আর্টস [বি এ (পাস)], ব্যাচেলর অব সোস্যাল সায়েন্স [বি এস এস (পাস)], ব্যাচেলর অব সায়েন্স [বি এস সি (পাস)], ব্যাচেলর অব বিজনেস স্টাডিজ [বি বি এস (পাস)], ব্যাচেলর অব মিউজিক [বি মিউজ (পাস)],ব্যাচেলর অব স্পোর্টস [বি স্পোর্টস (পাস)] ডিগ্রি পাস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০২০ প্রকাশ হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ডিগ্রি পাস কোর্সে ভর্তি কার্যক্রম এর প্রাথমিক আবেদন ১৪
নভেম্বর বিকাল ৪টা থেকে শুরু হয়ে ২৮ নভেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে।

২০১৫/২০১৬/২০১৭ সালের মাধ্যমিক/সমমান এবং ২০১৭/২০১৮/২০১৯ সালে উচ্চ মাধ্যমিক / সমমান পরীক্ষায় উত্তীর্ণ উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.০ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন এর সুযোগ পাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের উক্ত আবেদন ফরম পূরণ করে প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০/- (দুইশত পঞ্চাশ) টাকা সংশ্লিস্ট কলেজে ৩০ নভেম্বর এর মধ্যে অবশ্যই জমা দিতে হবে।

উল্লেখ্য, স্নাতক (পাস) শ্রেণীর ভর্তি কার্যক্রমে আবেদনকারী
প্রার্থীদের কোন ভর্তি পরীক্ষা দিতে হয়না। তাদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা প্রণয়ন করা হয়।

ডিগ্রি ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখতে ও ডাউনলোড করতে এই লিঙ্কে ক্লিক করুন।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত গাইডলাইন ডাউনলোড করতে এই লিঙ্কে ক্লিক করুন

আবেদন ফরম পূরণের সচিত্র গাইডলাইন দেখতে এই লিঙ্কে ক্লিক করুন।

আবেদন ফরম পূরণ করতে এই লিঙ্কে ক্লিক করুন।

*অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণের ১৪ নভেম্বর (বিকাল ৪টা) থেকে ২৮ নভেম্বর তারিখ (রাত ১২টা) পর্যন্ত।

*প্রিন্ট করা প্রাথমিক আবেদন ফরমটির নির্ধারিত স্থানে আবেদনকারীর স্বাক্ষরসহ করে কলেজে আবেদন ফি বাবদ ২৫০/-টাকা জমা দেয়ার সময়সীমাঃ ১৬ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত।

*ক্লাশ শুরুর তারিখঃ ১৫ ডিসেম্বর ২০১৯

আবেদনের যোগ্যতা

★ বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড/উন্মুক্ত
বিশ্ববিদ্যালয়ের সকল শাখা থেকে ২০১৫/২০১৬/২০১৭ সালের SSC ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.০ এবং ২০১৭/২০১৮/২০১৯ সালের ঐঝঈ ও সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ২.০ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের HSC সমমানের কোর্সসমূহ থেকে শুধুমাত্র i) এইচ.এস.সি (ভোকেশনাল) ii)এইচ.এস.সি. (বিজনেস্

ম্যানেজমেন্ট) iii) ডিপোমা-ইন-কমার্স পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা উল্লিখিত শর্তপূরণ সাপেক্ষে এ ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবে।

★২০১৫/২০১৬/২০১৭ সালের O-Level পরীক্ষায় কমপক্ষে তিনটি বিষয়ে ‘বি” গ্রেডসহ অন্তত চারটি বিষয়ে উত্তীর্ণ এবং ২০১৭/২০১৮/২০১৯ সালের A-Level পরীক্ষায় অন্তত একটি বিষয়ে ‘বি” গ্রেডসহ অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ প্রার্থীরা এই ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবে তবে প্রার্থীদের ভর্তি নির্দেশিকার অন্যান্য সকল শর্ত পূরণ করতে হবে। এ সকল শিক্ষার্থীদের ডীন, স্নাতকপূর্ব
শিক্ষা বিষয়ক স্কুল, জাতীয় বিশ্ববিদ্যালয়-এর সাথে সরাসরি যোগাযোগ করতে হবে।

★বিদেশী সার্টিফিকেটধারী শিক্ষার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ-এ স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড কর্তৃক তাদের অর্জিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের নম্বর পত্রের সমতা নিরূপণ করা হলে তারাও ভতির্র জন্য আবেদন করতে পারবে৷ বিদেশী সার্টিফিকেটধারী প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে ভর্তি নির্দেশিকার সকল শর্ত পূরণ
করতে হবে। এ সকল শিক্ষার্থীদের ডীন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল, জাতীয় বিশ্ববিদ্যালয়-এর সাথে সরাসরি যোগাযোগ করতে হবে।

★আবেদনকারী উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় যে শাখা থেকে উত্তীর্ণ হয়েছে তাকে সেইশাখার জন্য নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে৷

★ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গার্হস্থ্য অর্থনীতি শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের মানবিক শাখার আবেদন ফরম পূরণ করতে হবে।

★ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৭-২০১৮ বা ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান),
স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট কোর্সে বর্তমানে অধ্যয়নরত কোন
শিক্ষার্থী ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক (পাস) শ্রেণিতে ভর্তি হতে পারবে না। তবে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি
বাতিলপূবর্ক ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক (পাস) শ্রেণিতে ভর্তি হতে পারবে

★ একই অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোন প্রার্থী স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট কোর্সে দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে।

অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ ও করণীয়

★আবেদন ফরম পূরণঃ আবেদনকারীকে এই লিংকে গিয়ে প্রদর্শিত তথ্য ছকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ড ও পাসের সন সঠিকভাবে এন্ট্রি দিতে হবে৷

★সঠিক লিঙ্গ (Gender) নির্ধারণ নির্ধারণঃ এ পর্যায়ে অনলাইনে আবেদনকারীর শিক্ষা বোর্ডে
সংরক্ষিত ডাটাবেজের তথ্য অনুযায়ী Male/Female প্রদর্শিত হবে৷ আবেদনকারীর তথ্য ছকে Male এর স্থলে Female বা Female এর স্থলে Male প্রদর্শিত হলে Click to Change গিয়ে সঠিক তথ্যটি দিতে হবে৷

★কলেজ পছন্দঃ আবেদনকারী তার পছন্দ অনুযায়ী বিভাগ ও জেলাওয়ারী যে কোন কলেজের নাম Select করলে সংশ্লিষ্ট কলেজে ১ম বর্ষ স্নাতক (পাস) শ্রেণীর অধিভুক্ত কোর্সসমূহের নাম ও আসন সংখ্যা দেখতে পাবে৷

★বিষয় পছন্দক্রমঃ website-এর তথ্য ছকে পছন্দ অনুযায়ী একটি কলেজ Select করলে আবেদনকারী
সংশ্লিষ্ট কলেজে তার ভর্তি যোগ্য (Eligible)কোর্সের তালিকা দেখতে পাবে এবং এই তালিকা থেকে প্রার্থী সর্তকতার সংগে তার প্রার্থিত কোর্সের পছন্দক্রম নির্ধারণ করতে হবে৷ এই পছন্দক্রমের উর্ধ্বক্রম অনুসারে মেধার ভিত্তিতে কোর্স বরাদ্দ দেয়া হবে৷

★কোটাঃ মুক্তিযোদ্ধার সন্তান/ আদিবাসি/ প্রতিবন্ধী/পোষ্য

কোটায় ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীকে তথ্য ছকের
নির্দিষ্ট স্থানে তার জন্য প্রযোজ্য কোটা Select করতে হবে৷ কোটায় আবেদনের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ইস্যুকৃত মূল
সনদপত্র থাকতে হবে৷ একজন প্রার্থী এক বা একাধিক কোটায় যোগ্য হলে কোটার পছন্দক্রম নির্ধারণ করে দিতে হবে৷

★ছবি সংযোজনঃ আবেদনপত্র পূরণের সময় প্রার্থীর পাসপোর্ট আকারে সম্প্রতি তোলা রঙ্গিন ছবি Scan করে আপলোড করতে হবে৷ ছবির
মাপ ১২০x১৫০ pixels, Image Type: jpg এবং maximum file size:50KB হতে হবে৷

★ফরম চূড়ান্তকরণঃ সঠিক তথ্য ও ছবিসহ ছক পূরণ করে প্রথমে ফরমটি Submit Application অপশনে ক্লিক করতে হবে৷ এ পর্যায়ে আবেদনকারীর রোল নম্বর ও পিন কোড প্রদর্শিত হবে এবং আবেদনকারীকে ফরমটি
ডাউনলোড করে [A4(8.5”×11”)অফসেট সাদা কাগজে]প্রিন্ট (Print) নিতে হবে৷

★আবেদন ফরম বাতিলকরণ / ত্রুটিপূর্ণ ছবি পরিবর্তন ছবি পরিবর্তনঃ আবেদন ফরম সংশ্লিষ্ট কলেজে জমাদানের পূর্বে কোন শিক্ষার্থী তার প্রাথমিক আবেদন ফরমটি বাতিল/ত্রুটিপূর্ণ ছবি পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে Applicant’s Login (Degree Pass) অপশনে গিয়ে আবেদন ফরমের রোল নম্বর ও পিন এন্ট্রি দিতে হবে৷ এ পর্যায়ে আবেদনকারীকে Form Cancel/Photo Change Option এ গিয়ে Click to Generate OTP অপশনটি ক্লিক করতে হবে৷ এ সময়ে শিক্ষার্থী তার আবেদন ফরমে উল্লিখিত ব্যক্তিগত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে One Time Password (OTP) পাবে৷ এই OTP এন্ট্রি দিয়ে প্রার্থী তার আবেদন ফরমটি বাতিলপূর্বক নতুন করে আবেদন ফরম পূরণ করতে পারবে৷ এ লক্ষ্যে আবেদনকারীকে তার ব্যক্তিগত সঠিক মোবাইল নম্বর সর্তকতার সংগে আবেদন ফরমে সংযোজন করতে হবে৷ তবে কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়ন করার তা আর বাতিল করা যাবে না ৷ প্রার্থী ছবি পরিবর্তনের সুযোগ মাত্র একবারই পাবে৷

★ সংশ্লিষ্ট কলেজে ফরম ও ফি এর সাথে যা যা জমা দিতে হবেঃ আবেদনকারীকে প্রিন্ট করা প্রাথমিক আবেদন ফরমটির নির্ধারিত স্থানে স্বাক্ষর করতে হবে৷ এই আবেদন ফরমের সংগে প্রার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার সত্যায়িত নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি ও প্রাথমিক আবেদন ফি বাবদ ফি বাবদ ফি বাবদ ২৫০/- (দুইশত পঞ্চাশ টাকা ) টাকা সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে৷ প্রাথমিক আবেদন
ফরমটির দ্বিতীয় অংশ সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষ/দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের স্বাক্ষর ও সীলসহ প্রার্থীকে ফেরত দিবে৷ কলেজ যে সকল প্রাথমিক আবেদন ফরম online-এ নিশ্চয়ন করবে সে সকল প্রার্থী তাদের মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে তা জানতে পারবে৷

5 thoughts on "২০১৯-২০২০ সালের ডিগ্রী ভর্তি সার্কুলার প্রকাশ"

  1. MD TOREKUL ISLAM SHOHEL Contributor says:
    আচ্ছা এই সার্কুলার নিয়ে একটা ধিদাদন্ধের মধ্যে আছি। তা হচ্ছে এটা কি রেগুলার ডিগ্রি কোর্স নাকি রেগুলার ও প্রাভেট ডিগ্রি উভয়ই?
  2. The Miz Author says:
    ssc 2014 ar hsc 2017 তারা কি ভর্তি হতে পারবে না?
  3. Aikrum Contributor says:
    ডিগ্রী প্রথম বর্ষের BBS গুরুপের বই এর pdf download link টা দিবেন প্লিজ

Leave a Reply