আসসালামু আলাইকুম


আজ অনেক দিন পরে লিখতে বসলাম ।আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি গণিতের ওয়েবসাইট ।গণিত পৃথিবীর সবচেয়ে মজার একটি বিষয় ।এর বিশ্মের অন্ত নেই ।গণিত অনেকের কাছে ভালোবাসার একটা বিষয় ।
আজ আমি যে ওয়েবসাইট টি শেয়ার করব সেটিতে আপনারা গণিতের যেকোনো সমস্যা লিখে কিংবা ছবি তুলে তার সমাধান নিতে পারবেন ।ওয়েব সাইটির নাম হল mathway.com

আসুন দেখি কিভাবে এটিতে সমস্যার সমাধান বের করবেন


প্রথমে ওয়েবসাইট টিতে প্রবেশ করুন ।প্রবেশ করার জন এখানে ক্লিক করতে পারেন অথবা আপনার Address বারে Mathway.Com লিখে ডুকতে পারেন ।
সেখানে ডুকলেই তারা প্রথমে আপনাকে কিভাবে সমস্যার সমাধান নিতে হবে তার টিউটোরিয়াল দেখিয়ে দিবে ।তবুও আমি একবার দেখিয়ে দিচ্ছি ।
প্রথমে আপনার প্রশ্নটি গণিতের কোন শাখার তা সিলেক্ট করুন ।


এখানে যেসব ক্যাটাগোরি আছে তা হল

ক্যাটাগোরি সিলেক্ট এর পর আপনার সমস্যা লিখুন ।
অথবা ছবি তুলুন


তারপর এরো চিহ্ন এ ক্লিক করুন

আপনি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন ।

attention please


এখন বাংলাদেশী সাইট থেকে আর্টিকেল লিখে মাসে ১ হাজার টাকা আয় করতে পারবেন ।
এখানে শুধু পোস্ট লিখে নয়, Task
কমপ্লিট করে ও রেফারেল (প্রতি রেফারে ১০ টাকা তবে এ মাসে ত্রিশ টাকা )
করে আয় করা যায়। যারা যারা কাজ করতে চান তারা এই লিংকে গিয়ে বিস্তারিত দেখতে পারেন। লিংক:
click here
ধন্যবাদ

চাকরির খবর এর আপডেটের জন্য আমাদের ওয়েব সাইটটি ভিজি করতে পারেন । 

 

4 thoughts on "এখন যেকোনো গাণিতিক সমস্যা লিখে অথবা ছবি তুলে সমাধান নিন একটি ওয়েবসাইট থেকে [জেনে রাখুন কাজে লাগতে পারে ]"

  1. Avatar photo MD Shakib Hasan Contributor says:
    অসাধারণ পোস্ট
    1. Avatar photo The Ordinary One Author Post Creator says:
      Thanks
  2. Avatar photo The Matrix Contributor says:
    Jara valo copy free article write korte paren tader jonno Steemit.com best. Kno refer program nai

Leave a Reply