পূর্বে উল্লেখ করা হয়েছে (বিস্তারিত দেখুন ‘জেনে নিন অতিগুরুত্বপূর্ণ কিছু ট্রাফিক আইন’ শীর্ষক কলামে)।

ব্যাংক/মোবাইল ফোনের মাধ্যমে জরিমানা পরিশোধ : মামলার জরিমানা আদায়ের টাকা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি. (ইউসিবিএল)-এর ঢাকাস্থ যেকোনো শাখায় অথবা ইউ ক্যাশ সেবার মাধ্যমে জমা দিতে পারবেন। নাম, ঠিকানা, ফোন নম্বর সঠিক থাকা সাপেক্ষে আপনার গাড়ির কাগজপত্র সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ঠিকানা অনুযায়ী প্রেরণ করা হবে।

ওয়ারেন্ট : নির্ধারিত সময়সীমার মধ্যে মামলা নিষ্পত্তি না করা হলে ওয়ারেন্ট ইস্যুর জন্য সংশ্লিষ্ট আদালতে মামলা প্রেরণ করা হয়। আদালত থেকে ওয়ারেন্ট ইস্যুর পর পুলিশ কর্মকর্তাগণ রাস্তায় সংশ্লিষ্ট গাড়িটি আটক করে এবং ওয়ারেন্ট ইস্যুর পর গাড়িটি ছেড়ে দেয়।

ওয়ারেন্ট নিষ্পত্তি : ওয়ারেন্ট নিষ্পত্তির কাজটিও কঠিন নয়। ওয়ারেন্ট নিষ্পত্তির পর ওয়ারেন্ট নম্বরটি নিয়ে সংশ্লিষ্ট কোর্টে হাজির হয়ে এজঙ-এর মাধ্যমে কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয়।

One thought on "আইন জানুন আইন মানুন পর্ব ৩৪:বিভিন্ন ক্ষেত্রে জরিমানার পরিমাণ"

  1. Abdus Sobhan Author says:
    apnar 3-4 ta post akta kore post korun nahole post onek choto hoye jacche

Leave a Reply