২০২০-২০২১ শিক্ষাবর্ষ এর সরকারি-বেসরকারি কলেজে উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য দেখে নিন কোন কলেজে কতটি সিট খালি আছে এবং কত টি সিট পূরণ হয়েছে।
সিট সংখ্যা দেখার জন্য আগে বোর্ড ফি ১৫০ টাকা জমা দিতে হবে মানে অবেদন করার সময় সিট সংখ্যা দেখতে পারবেনন
প্রথমে এখানে ঢুকেন
তার পর Apply Now লেখা বাটনে ক্লিক করুন
এর পর প্রদর্শিদ তথ্য ছকে এসএসসি/সমমান পরিক্ষার রোল, বোর্ড পাসের সন, রেজিস্ট্রেশন নম্বর সঠিক ভাবে এন্ট্রি দিয়ে তার পর verification code টা বসে দিয়ে Next বাটনে ক্লিক করুন
আবেদনকারির দিয়া তথ্য সঠিক হলে তিনি তার ব্যাক্তিগত তথ্য দেখতে পাবে এসএসসি/সমমান পরিক্ষার প্রাপ্ত GPA দেখতে পাবে এর পর Contact Number (ফি প্রদানের এর সময় প্রদত্ত মোবাইল নাম্বার) দিতে হবে এর পর প্রযোজ্য ক্ষেত্রে কোটা সিলেক্ট করে দিয়া Next বাটনে ক্লিক করেন
তার পর জেলার নাম, থানার নাম এবং কলেজ এর নাম সিলেক্ট করে দিন তার পরে খালি আসন এ ক্লিক করুন।
যে কোনো প্রয়োজনে Facebook কে আমি
নতুন বিকাশ একাউন্ট খুলে ফ্রি ৭৫ টাকা নিন বোনাস বা বিকাশ একাউন্ট আছে কিন্তু বিকাশ অ্যাপ এ ঢুকেননি তাড়াও ৭৫ টাকা বোনাস নিয়ে নিন
মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন এবং সাথে থাকছে প্রতি রেফারে ১জিবি ডাটা বোনান।
আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভূলবেন না
আমরা সবাই মিলে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করি ও সাধারণ সতর্কতা অবলম্বন করি। নিয়মিত হাত ধুই (২০ সেকেন্ড ধরে), হাঁচি-কাশি দেওয়ার সময় মুখ ও নাক ঢেকে রাখি, এবং নিজের ও পরিবারের সুস্থতা নিশ্চিত করতে জনসমাগম এড়িয়ে চলুন; ঘরে থাকুন, নিরাপদে থাকুন
8 thoughts on "২০২০-২০২১ শিক্ষাবর্ষ এর সরকারি-বেসরকারি কলেজে উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণিতে ভর্তি জন্য দেখে নিন কোন কলেজে কতটি সিট খালি এখন আছে।"