আসসালামু আলাইকুম। ফেইসবুকের এই ভার্চুয়াল জগতকে কাজে লাগিয়ে আমরা মুমূর্ষু রোগীর জন্য রক্তদাতা খুঁজে দিচ্ছি। রক্তদাতা এবং রক্তগ্রহীতার মধ্যে যোগাযোগ করিয়ে দেওয়াই হচ্ছে মূল উদ্দেশ্য। রক্তের বেশিরভাগ রিকুয়েস্টগুলো মুলত ফোন কলের মাধ্যমে বা ফেইসবুকে পোস্টের মাধ্যমে হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে হাসপাতালে গিয়ে খোঁজ নিয়ে আসা সম্ভব হয় না। যাচাই বাছাই করা হয় ফোনের অপর পাশের মানুষটির কথার উপর ভিত্তি করে এবং বিভিন্ন রকম প্রশ্ন জিজ্ঞাসাবাদের মাধ্যমে (এ ক্ষেত্রে অভিজ্ঞতা কাজে লাগাতে হয়)। যেহেতু হাসপাতালে গিয়ে সরাসরি রোগী দেখে আসা সম্ভব হয় না, তাই ভার্চুয়াল জগতে রক্তের রিকুয়েস্ট দেখে রক্তদানের সময় রক্তদাতাদের
১) রোগী কোন হাসপাতাল/ক্লিনিকে আছেন জেনে নিন। হাসপাতাল/ক্লিনিক ছাড়া অন্য কোথাও রক্তদান করতে যাবেন না। রোগীর বাসায় হলেও না।
২) হাসপাতাল/ক্লিনিক ছাড়া অন্য কোথাও রক্ত আবেদনকারী (মোবাইল নম্বরে যে ব্যাক্তির সাথে আপনি যোগাযোগ করছেন) এর সাথে দেখা করবেন না। হাসপাতালের পাশের গলি, কিংবা কোনও দোকানে দেখা করতে বললে যাবেন না।
৩) রক্তদানের পূর্বে রোগী দেখে নিবেন। রোগীর রিপোর্ট, ডাক্তারের রিকুইজিশন লেটার দেখে নিবেন।
৪) রক্তদানের সময় দুই-একজন বন্ধু সাথে নিয়ে গেলে ভালো হয়।
৫) রক্তদানে নতুন সূচ ব্যবহার করছে কিনা নিশ্চিত হয়ে নিন…
৬) উপস্থিত বিশেষজ্ঞের দক্ষতা নিয়ে সন্দেহ থাকলে কর্তৃপক্ষকে জানান…
৭) রক্তের ক্রস ম্যাচিং করার পর রক্তদান করবেন, এর আগে নয়… বেশির ভাগ সরকারী হাসপাতালে ক্রস ম্যাচিং না করেই রক্ত রেখে দেয়… এটা কখনই উচিত নয়… নিজে সচেতন হোন… ক্রস ম্যাচিং এর পর রক্তদান করবেন…
১) রক্তদানের পর রক্তদাতা যেন অন্ততপক্ষে আধা ঘণ্টা বিশ্রাম নিতে পারেন তার ব্যবস্থা রাখবেন।
২) রক্তদানের পর যদি সম্ভব হয় ফলমূল, জুস, পানি এর ব্যবস্থা রাখবেন রক্তদাতার জন্য। রক্তদাতার তাড়াতাড়ি Recovery জন্য এটা দরকারি…
৩) সুস্থ হয়ে উঠার পরও রক্তদাতার সাথে যোগাযোগ রাখুন। যার রক্ত আপনার শরীরে প্রবাহিত হচ্ছে, যে নিঃস্বার্থভাবে আপনার জীবন বাঁচাতে এগিয়ে এসেছে – তার সাথে সুসম্পর্ক রাখুন। রক্তদাতার কাছে বার বার কৃতজ্ঞতা প্রকাশ করা – আমার কাছে ভুল কিছু মনে হয় না 🙂
রক্ত দিন, জীবন বাঁচান… হ্যাপি ব্লাড ডোনেটিং।
ধন্যবাদ ভালো থাকবেনYou must be logged in to post a comment.
ধন্যবাদ ভাই।
এত সুন্দর করে উপস্থাপন করার জন্য।
Thanks
Thanks
Welcome