ইংরেজি ভাষায় একটি Sentence এ ব্যবহূত প্রতিটি word-ই কোনো না কোনো কাজ করে থাকে। প্রতিটি word-এর মধ্যে Verb সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সাধারণত যে word দ্বারা কোনো কিছু করা, হওয়া, থাকা, বোঝায় তাকে verb বলে। Verb is the heart of Sentence. তাই Verb কে বাক্যের প্রাণ বলা হয়ে থাকে। Latin শব্দ verbal থেকে এই শব্দটির উৎপত্তি। বাক্য গঠনশৈলীতে Noun-এর পরই Verb এর স্থান। এই Verb, Noun, Pronoun এবং Object কে বিশেষভাবে গতিশীল করে রাখে। Verb ছাড়া কোনো Sentence তৈরি করা যায় না। Verbগুলো সাধারণত Voice, Tense, Mood, Narrarion and Sentence পরিবর্তনে সহায়তা করে থাকে। একটি Sentence এ দুই ধরনের Verb ব্যবহূত হতে পারে। যেমন, Principal verb and Auxiliary verb.

Principal Verb:

যে Verb-এর নিজস্ব অর্থ থাকে না, বিভিন্ন প্রকাশের জন্য অন্যের ওপর নির্ভর করতে হয় না, তাকে Principal Verb বলে।

Example : Rana writes an application.

Auxiliary Verb :

যে verb-এর নিজস্ব অর্থ থাকে না, বিভিন্ন প্রকার Sentence অথবা Tense, Voice বা Mood-এর রূপ গঠনের জন্য অন্য verb কে সাহায্য করে থাকে তাকে Auxiliary Verb বলে।

Example : Rana is writing an application.

মনে রাখতে হবে যে কোনো কোনো সময় একই verb, principle and Auxiliary দুভাবেই ব্যবহূত হতে পারে। যেমন, I am a student. এখানে ‘am’ Principle verb.

আবার, I am writing a letter. এখানে ‘am’ Auxiliary verb.

Principle Verb and Auxiliary Verb ছাড়াও Finite Verb, Non-Finite Verb, Transitive Verb and Intransitive Verb রয়েছে, এগুলো গঠনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে।

Rule-1:

Sentence যদি Present Indefinite tense হয় এবং Subject Third Person singular number হয়, তবে verb-এর সঙ্গে s/es যুক্ত হবে।

She (write) a letter.

Ans : She writes a letter.

The baby (cry).

Ans : The baby cries.

The boy (go) — to school regularly.

Ans: The boy goes to school regularly.

The boy does not (go) — to school daily.

Ans: The boy does not go to school daily.

The boy generally (go) — to college at 8 a.m.

Ans: The boy generally goes to college at 8 a.m.

Try yourself :

Mr. Khan (go) — abroad every month.

His father (come) — home every week.

Rule-2:

Present indefinite tense-এ Subject third person singular number হওয়া সত্ত্বেও can, must, should-এর পরে verb-এর সঙ্গে s/es যোগ হবে না।

The man can (do) — the work.

Ans: The man can do the work.

She must (come) — to her office in time.

Ans: She must come to her office in time.

The student should (learn) — his lessons regularly.

Ans: The student should learn his lessons regularly.

Try yourself :

He can (walk) — five miles at a time.

The girl must not (go) — to college on foot.

Rule-3:

Sentence যদি universal truth (চিরন্তন সত্য), Habitual fact (অভ্যাসগত কর্ম) ইত্যাদি বোঝায় তাহলে sentenceটি Present Indefinite Tense হয়। যেমন,

The earth (move) — round the sun.

Ans: The earth moves round the sun.

The sun (rise) — the east.

Ans: The sun rises in the east.

The sun (set) — the west.

Ans: The sun sets in the west.

Try yourself :

We know that ice (float) — water.

The teacher said that the earth (be) — round.

আবার দেখা হবে পরবর্তী পোস্টে,ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন,খোদাহাফেজ।

2 thoughts on "পর্ব ১: Right form of verb এই ৫০ টি নিয়ম মুখস্থ করতে পারলে কোনদিন বই খুলে দেখতে হবে না গ্যারেন্টি।"

Leave a Reply