আমাদের চারপাশে নাস্তিক এর অভাব নেই, এমনকি আপনার বন্ধুদের মধ্যে এমন কেউ রয়েছে হয়তো যে মনে মনে নাস্তিক, কিন্তু তারা সেটা প্রকাশ করে না সম্মান নষ্ট হওয়ার ভয়ে। আবার অনেকে সেটা প্রকাশ করেন।

আমার ইউনিভার্সিটিতে এক বন্ধু আছে, ও নাস্তিক ও আমাদের পৃথিবী এবং পৃথিবীর বাইরে মহাবিশ্বের কোনো সৃষ্টিকে তিনি বিশ্বাস করেন না। এমনকি মহান আল্লাহকে তিনি বিশ্বাস করেন না। তার মতে এই মহাবিশ্ব এবং আমরা এবং আমাদের পৃথিবী, সবাই আপন আপনি সৃষ্টি হয়েছে।

সাধারণত প্রত্যেকটা নাস্তিক বিবর্তনবাদে বিশ্বাস করে, বিবর্তনের উদ্ভাবক হচ্ছে ডারউইন।

ডারউইনের বিবর্তনবাদের উদ্ভাবক, এজন্যই বিবর্তনবাদকে ডারউইনের বিবর্তনবাদ বলা হয়।

বিবর্তনবাদের প্রধান সূত্র হচ্ছে,

প্রকৃতির প্রত্যেকটা জিনিসই তার প্রয়োজন অনুসারে পরিবর্তন হয়, যেমন মানুষ তার হাত প্রয়োজন বলে তার হাত আপনা আপনি সৃষ্টি হয়েছে বা মানুষের চোখ প্রয়োজন বলে চোখ সৃষ্টি হয়েছে বিবর্তনের ফলে।
ডারউইনের বিবর্তন এর মতে মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে।।

আসলে নাস্তিকদের সাথে তর্ক করাটা খুবই বিরক্তিকর।

তারা এমন সব উদ্ভট লজিক দেখায় যার কোনো ভিত্তি নেই।।

তাদের মতে আল্লাহ বা গড এর কোন অস্তিত্ব নেই ।

তাদের মতে মহা পবিত্র কোরআন মহানবীর সাল্লাহু সাল্লাম নিজের হাতে লিখেছেন, পবিত্র কুরআন আল্লাহর বাণী নয়।

তাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র আরিফ আজাদ নাস্তিকদের সকল প্রশ্নের উত্তর দিয়ে একটি বই লিখেছেন। এই বইটির নাম প্যারাডক্সিক্যাল সাজিদ।

যে বইটি পড়লে একজন মুসলিম হিসেবে আপনি গর্ববোধ করবেন এবং প্রত্যেক মুসলিমের ই এই বইটি পড়া উচিত।।
এই বইটি খুচরা মূল্যে কিনতে গেলে আপনার ৪০০ থেকে ৫০০ লাগবে। তাই আপনাদেরকে আমি এই বইটির লিংক দিয়ে রাখছি। আপনারা অবশ্যই বইটি পড়ে দেখবেন এ বইটিতে নাস্তিকদের সকল প্রশ্নের উত্তর খুব যুক্তির সাথে এবং গল্প আকারে তুলে ধরেছেন।।
তিনি এই বইটিতে প্রায় সকল তথ্য পবিত্র কোরআন থেকে নিয়েছেন। তাই যারা নাস্তিক রয়েছেন তাদের মহান আল্লাহর প্রতি অবশ্যই বিশ্বাস আসবে এবং যারা মুসলিম রয়েছেন তাদের বিশ্বাস আরো অনেক দৃঢ় হবে।

ডাউনলোড প্যারডোক্সিক্যাল সাজিদ

পারলে এই বইটি কিনে আপনার সংগ্রহে রাখবেন। এই ধরনের বই আমাদের সংগ্রহে রাখা খুবই জরুরি।

এতে করে এধরনের লেখোকের মর্যাদা আরো বৃদ্ধি পাবে এবং তারা আরো ভালো ভালো লেখা আমাদেরকে উপহার দেবেন।।

আশা করছি আজকের আর্টিকেলটি আপনাদের ভাল লেগেছে,, প্যারাডক্সিক্যাল সাজিদ সম্পর্কে আপনাদের আরো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন।।
আমি উত্তর দেয়ার চেষ্টা করব।।

8 thoughts on "নাস্তিকদের প্রশ্নের উত্তর দিতে পারেন না? পড়ুন প্যারাডক্সিক্যাল সাজিদ বইটি। নাস্তিকরা অবশ্যই দেখবেন।"

  1. wHø Åm Ï? Author says:
    Awesome ? thank you so much ❤️
  2. ↗TOUHID SARKER↖ Contributor says:
    Khub valo post ❤️
  3. S Contributor says:
    Awesome
  4. Masum billa Contributor says:
    Ai boi onek ager… Er ageo trickbd te ai boi share kra hoicilo…tkhn a ami nici..
    Anyway amr prar mdde,ai boi tia sera akta boi
  5. Md Himul Contributor says:
    tnx bro, amar jana cilo na eta play store a pawa jabe eta, asca etar ki 1/2 cara aro kono part bahir hoice?
  6. Lipon Islam Author says:
    onek agei poreci…
  7. Imran Mridha Contributor says:
    ভাই এই এপটাতে সব কিছু নাই।।। পিডিএফ টাতে আছে। আর ধন্যবাদ আমার মনের অনেক প্রশ্নের উত্তর পেয়েছি,,,৷ thank you so much

Leave a Reply