২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ হয়েছে। সিলেবাস কমানো হয়েছে ২০ থেকে ২৫ শতাংশ। নতুন সিলেবাস শেষ করতে শিক্ষার্থীদের তিন-চার মাস শ্রেণিকক্ষে পড়ানো হবে।

সংক্ষিপ্ত সিলেবাস এর বিষয় গুলা হচ্ছেঃ

হিসাববিজ্ঞান,
কৃষি,
চারুকারু,
বাংলা ১ম পত্র,
বাংলা ২য় পত্র,
বাংলাদেশ ও বিশ্বপরিচয়,
জীববিজ্ঞান, বৌদ্ধধর্ম,
ব্যবসা উদ্যোগ,
ক্যারিয়ার এডুকেশন,
রসায়ন, খ্রিষ্টান ধর্ম,
অর্থনীতি, ইংরেজি ১ম পত্র,

ইংরেজি ২য় পত্র,
ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স,
ভূগোল ও পরিবেশ,
উচ্চতর গণিত,
হিন্দু ধর্ম,
ইতিহাস,
গার্হস্থ্যবিজ্ঞান,
আইসিটি,
ইসলাম ও আদর্শ শিক্ষা,
গণিত,
শারীরিক শিক্ষা,
পদার্থবিজ্ঞান
বিজ্ঞান।

 

সিলেবাস শেষ হয়ে আগামী জুনে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজন করা করা হতে পারে।

নতুন সিলেবাস ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

 

 

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।

মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন এবং সাথে থাকছে প্রতি রেফারে ১জিবি ডাটা বোনান।

ধন্যবাদ

7 thoughts on "২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ হয়েছে এখনি ডাউনলোড করে নিন।"

  1. Masum Al-Akil Contributor says:
    এইচএসসি এর সিলেবাস কবে দিবে বলতে পারেন?
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      এখনো প্রকাশ হইনি প্রকাশ হলেই পেয়ে যাবেন।
  2. MaahiDj Contributor says:
    thanks bro. but download kora jay na….
  3. K K Riaz Contributor says:
    Madrasah board er Syllabus ki pawa jabe vai???
  4. Sakibur Rahman Contributor says:
    ধুর মিয়া কলিজা উল্টাই দিছিলেন।
    আমি তো এইচ এস সি ভেবে ডাউনলোড করা শুরু করে দিছিলাম।??

Leave a Reply