বেশ কয়েকদিন আগে নাসা Perseverance নামক একটি রোভার, দীর্ঘ সাত মাস যাত্রা করার পর মঙ্গলের বুকে অবতরণ করে, এর আগে আরো কয়েকটি রোভার পাঠানো হয়েছিল মঙ্গলের বুকে কিন্তু সেগুলো অতটা ক্ষমতাশালী ছিল না,

কিন্তু Perseverance এই রোবটটি অনেক ক্ষমতাশালী এবং মঙ্গলের বুকে হেঁটে বেড়ায়, এই রোবটটি মঙ্গলের বুকের মাটি থেকে নমুনা সংগ্রহ করে আবার পৃথিবীতে সেই নমুনা পাঠাবে এবং সেই নমুনা বিশ্লেষণ করে নাসার বিজ্ঞানীরা আরও বেশি তথ্য জানতে পারবে মঙ্গল গ্রহ সম্পর্কে।

সম্প্রতি বেশ কয়েকটি ভিডিও ফুটেজ এবং কয়েক হাজার ছবি পাঠিয়েছে Perseverance এবং মঙ্গল গ্রহ সম্পর্কে বেশ কিছু তথ্য আমাদেরকে দেয়,

তার মধ্যে একটি হলো মঙ্গল গ্রহে কয়েকশো বছর পূর্বে মঙ্গলে পানি ছিল এবং সেগুলো মঙ্গল গ্রহের বুকে জমা রয়েছে কিন্তু সেগুলো মাটির সাথে মিশে আছে যেগুলো মঙ্গলের ভূপৃষ্ঠে দেখা যায় না। তবে মঙ্গল গ্রহে কোন প্রাণের অস্তিত্ব এখনো খুঁজে পাওয়া যায়নি, কারণ প্রাণের অস্তিত্ব খুঁজে পেতে হলে অবশ্যই সেখানে আগে পানির সন্ধান পেতে, হবে কারণ পানি মানেই জীবন। মঙ্গল গ্রহের একটি প্যারানোমা ভিডিও পাঠিয়েছে Perseverance রোভার যেটা আমি নিচে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন।

এছাড়াও এর Perseverance আরো অনেক ছবি পাঠিয়েছে যেগুলোর কয়েকটি আপনাদেরকে দিলাম যাতে আপনারা পৃথিবীতে বসেই পৃথিবী থেকে প্রায় ২৮ কোটি কিলোমিটার দূরের কোন গ্রহকে দেখতে পারেন। আমি বলব এটা আসলে অনেক বড় একটি অ্যাচিভম্যান্ট নাসার জন্য।








ছবিগুলো আমি একটি একটি করে বেছে, নাসা অফিশিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করেছি এবং আমি নাসার লিঙ্ক নিচে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঘুরে দেখে আসতে পারেন।
Nasa Image Gallery of Mars 

6 thoughts on "মঙ্গল গ্রহের আসল ছবি এবং ভিডিও পাঠালো নাসা থেকে মঙ্গলে পাঠানো রোভার পারসিভিয়ারেন্স।"

    1. MD Zakaria Contributor Post Creator says:
      ?
  1. reaz101 Contributor says:
    ঐ গৃহের সূর্যটা কিসের সূর্য
    1. MD Zakaria Contributor Post Creator says:
      Ki bollen, bujhlm na
  2. Safaeit Hossain Author says:
    Weird, Mars is far away from Earth but sun looks bigger from there.
  3. Md. Anser Ali Contributor says:
    ভাইয়া, আপনার সাথে যোগাযোগ করার কোনো প্রসেস আছে?

    fb: anser.robiul

Leave a Reply