স্কুল কিংবা কলেজে পড়তে গিয়ে আমরা হয়তো শতাব্দী কথা শুনেছি, কিন্তু শতাব্দী কি হয়তো আমরা অনেকেই জানি না। অথবা জানলেও অনেকে এটাকে ভুল ভাবে জানেন। তাই আজকে আমি সংক্ষেপে আপনাদের কে বোঝানোর চেষ্টা করব শতাব্দি কি, শতাব্দীকে ইংরেজিতে বলা হয় সেঞ্চুরি।
১-১০০ সময়কালকে আপনি নিশ্চয়ই প্রথম শতাব্দী বলবেন। তাহলে পরবর্তী সময়কালের নামকরণের জন্য নীচের টেবিলটি দেখুন:
১-১০০ প্রথম শতাব্দী
১০১-২০০ দ্বিতীয় শতাব্দী
২০১-৩০০ তৃতীয় শতাব্দী
৩০১-৪০০ চতুর্থ শতাব্দী
৪০১-৫০০ পঞ্চম শতাব্দী
১৫০১-১৬০০ ষষ্ঠদশ শতাব্দী
১৬০১-১৭০০ সপ্তদশ শতাব্দী
১৭০১-১৮০০ অষ্টাদশ শতাব্দী
১৮০১-১৯০০ ঊনবিংশ শতাব্দী
১৯০১-২০০০ বিংশ শতাব্দী ।
আর নিশ্চয়ই কোনো সমস্যা নেই?
২০০১-২১০০ এই সময়কালকে কী বলা উচিত? নিশ্চয়ই একবিংশ শতাব্দী !
ধন্যবাদ।
Sarcasm বুঝেন না দেখছি!?