আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। বন্ধুরা যারা ইংরেজি বিষয়ে দুর্বল, তাদের জন্য আমরা বেশ কিছু আর্টিকেল পাবলিশ করেছি। তো আজকে আমরা, Tense ইংরেজি গ্রামারের টেনস অংশটি নিয়ে আলোচনা করব। যদিও টেন্স নিয়ে আরো কয়েকটি আর্টিকেল পাবলিশ করা রয়েছে। ওই আর্টিকেল গুলোতে আমরা টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।
এবং শেষ পর্যন্ত আমরা একটি বিষয় বাদ দিয়ে রেখেছিলাম। ঠিক ওই বাদ দিয়া অংশ আজকে একেবারে শেষ করে দিব। হ্যা বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আজকের এই আর্টিকেলে আমরা, Tense ইংরেজি গ্রামারের টেনস পার্ট অংশটি একেবারে শেষ করে দিব। তাই আর্টিকেলটি আপনার প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। নিজের কাছে সংগ্রহ করে যেকোনো সময় আপনারা এগুলো সম্পর্কে বিস্তারিত নলেজ অর্জন করতে পারেন।
Tense কাকে বলে কোথা থেকে শুরু করব?
Tense কাকে বলেঃ টেন্স শব্দের অর্থ কাল। অর্থাৎ টেন্স অর্থ সময় বা কাল। সাধারণত ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে Tense বলা হয়। কোন ক্রিয়া এর কাজ কখন সংঘটিত হয়, হয়েছিল, কিংবা হবে তার নির্দেশ করার জন্য ক্রিয়া এর যেরূপ, গুলো হয় তাদেরকে সাধারণত Tense বলা হয়ে থাকে।
অন্যদিকে আজকেরে আর্টিকেলে আমরা টেন্স এর কোন বিষয়টি নিয়ে শুরু করব, বন্ধুরা গত আর্টিকেলে আমরা। টেন্স এর তিনটি ভাগ বা প্রকার রয়েছে। এবং প্রত্যেকটি প্রকার চার প্রকার বা ভাগ করা হয়েছে। এবং আমরা, টেন্স এর প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স নিয়ে বিস্তারিত জেনে গিয়েছি আগের আর্টিকেলে। সুতরাং আজকে আমরা tense-এর ফিউচার টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং টেন্স বিষয়ে আজকে একেবারে শেষ করে দেবো আশা করি।
Future tense কাকে বলে ও কত ভাগে বিভক্ত করা হয়?
Future tense: ফিউচার টেন্স সাধারণত ভবিষ্যতে কোন কাজ সংঘটিত হবে, এরূপ বোঝালে verb-এর আকারে যে পরিবর্তন হয়, তাকেই সাধারণত ফিউচার ইন্ডিফিনিট টেন্স বলা হয়। অর্থাৎ ক্রিয়া এর কাজ ভবিষ্যতে হওয়ার সময়কে ফিউচার টেন্স বলে।
Future tense কত ভাগে বিভক্ত করা হয়?
Future tense সাধারণত চার ভাগে বিভক্ত করা হয়ে থাকে, নিজের সম্পর্কে বিস্তারিত বোঝানো জানানো হলো।
1 Future indefinite tense
2 Future continuous tense
3 Future perfect tense
4 Future perfect continuous tense
1. Future indefinite tense কি এর গঠন প্রণালী?
ফিউচার ইন্ডিফিনিট টেন্স এর গঠন প্রণালীঃ Sub+ shall/will+V¹+object.সাধারণ একটি উদাহরণ বোঝার জন্যঃ
**I will learn English. অর্থাৎ আমি ইংরেজি শিখবো।
**Students will go to school. অর্থাৎ ছাত্ররা স্কুলে যাবে।
2. Future continuous tense কি এর গঠন প্রণালী?
ফিউচার কন্টিনুওস টেন্স এর গঠন প্রণালীঃ Sub+shall be/ will be+ v+ing+object.সাধারণ উদাহরণ বোঝার জন্যঃ
**I will be learning English. অর্থাৎ আমি ইংরেজি শিখতে থাকবো।
**He will be reading book. অর্থাৎ সে বই পড়তে থাকবে।
3. Future perfect tense কি এর গঠন প্রণালী?
ফিউচার পারফেক্ট টেন্স এর গঠনপ্রণালীঃ Sub+will+have+Vp.p.+ object.সাধারণ উদাহরণ বোঝার জন্যঃ
**I will have learn English. অর্থাৎ আমি ইংরেজি শিখিয়ে থাকিব।
** They will have finished the work by Sunday. অর্থাৎ তারা রবিবারের মধ্যে কাজটি শেষ করে ফেলবে।
4. Future perfect continuous tense কি এর গঠন প্রণালী?
ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর গঠন প্রণালীঃ Sub+ Will have been+V¹+ing+obj.সাধারণ উদাহরণ বোঝার জন্যঃ
**Mother will have been cooking before we eat. অর্থাৎ আমরা খাওয়ার পূর্বে মা রান্না করতে থাকবেন।
**He will have been giving exam before he passes. অর্থাৎ পাশ না করা পর্যন্ত সে পরীক্ষা দিতে থাকবে।
আর্টিকেল এর শেষ কথা?
প্রিয় বন্ধুরা, আজকে আমরা Tense এর শেষ অংশটি পুরোপুরি শেষ করে ফেললাম। টেন্স সম্পর্কে যদিও আমরা আগে কিছু আর্টিকেল পাবলিশ করেছিলাম। এবং আজকের এই আর্টিকেলটি ট্রেনস অংশের শেষ আর্টিকেল। অর্থাৎ এই আর্টিকেলটি ধরে, আমরা ট্রিকবিডিতে ইংরেজি গ্রামারের টেনস অংশটি পুরোপুরি শেষ করতে সক্ষম হয়েছি।
যদি কথা বুঝতে অসুবিধা অথবা কিছু জানার আগ্রহ থাকে তাহলে, সেটা আর্টিকেলের কমেন্ট সেকশনে ও জানাতে একদমই ভুলবেন না। বরাবরের মত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আশা করি দেখা হবে আবার অন্য কোন আর্টিকেলে। আজকের আর্টিকেলটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।