আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত পাঠক গনেরা চেঞ্জিং সেন্টেন্স সম্পর্কে হয়তোবা তোমরা সবাই জানো। কিংবা ট্রানসফর্মেশন অফ সেন্টেন্স এটি ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। তো আমরা গত কয়েকটি আর্টিকেলে, ইংলিশ গ্রামার নিয়ে বিভিন্ন ধরনের আর্টিকেল পাবলিশ করছি। যাদের আর্টিকেলগুলো প্রয়োজনীয় তারা প্রোফাইল থেকে আর্টিকেলগুলো দেখে নিবেন।

আর আজকে সাধারণত আমরা, transformation of sentence কিংবা changing sentence ইংলিশ গ্রামারের অংশটি নিয়ে আলোচনা করব। যদিও পার্ট সম্পর্কে তোমাদের ধারণা থাকাই স্বাভাবিক। কিন্তু আমরা চেঞ্জিং সেন্টেন্স এর, affirmative to negative নিয়ে আলোচনা করব। এমনকি এফারমেটিভ টু নেগেটিভ সম্পর্কে আজকে বিস্তারিত জেনে নিব।

Transformation of sentence কাকে বলে?

ট্রানসফর্মেশন অফ সেন্টেন্সঃ ট্রানসফর্মেশন অফ সেন্টেন্স সাধারণত, সেন্টেন্স পরিবর্তন শেখার পূর্বে সেন্টেন্স চেনা আবশ্যক। আপনি আমি কোন একটি বাক্য বলি এটাই হল সেন্টেন্স। আর পরীক্ষায় সাধারণত দুটি সেন্টেন্স পরিবর্তন আসতে পারে। আর ট্রানসফর্মেশন অফ সেন্টেন্স এ সাধারণত তিনটি গ্রামার থাকে।

ট্রানসফর্মেশন অফ সেন্টেন্স সাধারণত তিনটি গ্রামার থাকেঃ

1. Transformation of sentence :: sentences::

2. Transformation of sentence :: degree::

3. Transformation of sentence :: voice::

Affirmative to negative পরীক্ষায় লেখার রুলস?

১. Only/alone থাকলে সাধারণত লিখতে হয়, none but/nothing but/not more than.

মনে রাখা আবশ্যকঃ

** ব্যক্তির ক্ষেত্রে সাধারণত লিখতে হয় None but.

** বস্তুর ক্ষেত্রে সাধারণত লিখতে হয় Nothing but.

** সংখ্যার ক্ষেত্রে সাধারণত লিখতে হয় Not more than.

যেমন উদাহরণ হিসেবেঃ

Affirmative: only they can control themselves.

Negative: none but he can control themselves.

২. Must/can/have to/has to থাকলে cannot but লিখতে হবে। আবার যদি, could/had to থাকলে লিখতে হবে, could not but হয়।

যেমন উদাহরণ হিসেবেঃ

Affirmative: We must obey our parents.

Negative: We cannot but obey our parents.

৩. Both…….. And থাকলে সাধারণত লিখতে হবে not only………. But also.

যেমন উদাহরণ হিসেবেঃ

Affirmative: Aamir is both a teacher and a principal.

Negative: Aamir is not only a teacher but also a principal.

৪. Always থাকলে লিখতে হবে never.

যেমন উদাহরণ হিসেবেঃ

Affirmative: The novel always gives me happiness.

Negative: The novel never gives me unhappiness.

৫. Every …… যুক্ত বাক্য থাকলে ……. There is no…..+ but+বাকি অংশ।

যেমন উদাহরণ হিসেবেঃ

Affirmative: every mother loves her child.

Negative: there is no mother but loves her child.

৬. Less এর পরিবর্তে সাধারণতঃ লিখতে হবে, more. এদিকে আবার যদি, more থাকে তাহলে তার পরিবর্তে লিখতে হবে, Less.

যেমন উদাহরণ হিসেবেঃ

Affirmative: education is much more than getting certificates.

Negative: education is not less than getting certificates at all.

৭. Very/much এর পরিবর্তে লিখতে হবে, at all. কিন্তু অবশ্যই বাক্যটি শেষ অংশে এটি লেখার প্রয়োজন।

যেমন উদাহরণ হিসেবেঃ

Affirmative: he is very honest at his work.

Negative: he is not hishonest at this work at all.

৮. As soon as এর পরিবর্তে সাধারণত লিখতে হয়, no sooner had+ v³. এবং মাঝে then অবশ্যই লেখা প্রয়োজন।

যেমন উদাহরণ হিসেবেঃ

Affirmative: as soon as we reached the station, the train left the place.

Negative: no sonar had we reached the station than the train left place.

৯. শুধুমাত্র adjective যুক্ত affirmative sentence কে negative sentence এ পরিবর্তন করতে উক্ত, adjective এর বিপরীত শব্দ ও তার পূর্বে,not বসালে হবে।

যেমন উদাহরণ হিসেবেঃ

Affirmative: the man is happy.

Negative: the man is not unhappy.

প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা পুরো বিষয়টা অনুধাবন ও বুঝতে পেরেছ। Affirmative to negative আমরা সাধারণত খুব সহজ-সরল ভাষায়, তোমাদেরকে affirmative to negative সম্পর্কে বিস্তারিত ও কিছু সহজ টেকনিক তোমাদেরকে জানানোর চেষ্টা করেছি। যদি কোথাও বুঝতে অসুবিধা কিংবা কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেনা। আর্টিকেলটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।

3 thoughts on "English education guide: Change sentence এর affirmative to negative করার নিয়ম?"

    1. Md Mahamudul Hasan Contributor Post Creator says:
      Welcome
  1. Nayeem Ahmed Contributor says:
    Kon class e poren?

Leave a Reply