আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।

অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদেরকে কিছু Verb নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেগুলো continuou tense-এ ব্যাবহার করা হয় না । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন ।



আমরা মোটামুটি সকলে Present,past and future continuous tense সম্পকে জানি । বতমানে কোন কাজ চলমান বোঝায় তাহলে সেটি হবে Present continuous tense । যেমন :- আমি স্কুলে যাচ্ছি বা I am going to school । আর যদি অতীতে কোন কাজ চলমান বোঝায় তাহলে সেটি হবে Past continuous tense । যেমন :- আমি স্কুলে যাচ্ছিলাম I was going to school.

আবার ভবিষ্যতে যদি কোন কাজ চলমান বোঝায় তাহলে সেটি হবে Future continuous tense । যেমন :- আমি স্কুলে যেতে থাকবো বা I will be going to school ।

তো এবার মূল কথাতে আসি । কিছু কিছু Principal verb (মূলভাব) এর কোন continuous tense হয় না ।
এগুলো part by part দেখানো হলো । এই ভাবগুলোর cotinuous tense না হলেও এগুলো indefinite tense এ ব্যাবহৃত হবে । এগুলো :-

১। sense verbs :-(যে সকল কাজ চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় সেসকল verb । এগুলোর cotinuous tense হয় না ।)

hear,taste,feel,smell ,see
,recognise.
যেমন :- incorrect : I am hearing the music.
Correct :- I hear the music.

২। state of mind :- (মনের ব্যাবহার বোঝাতে যে verb ব্যাবহার করতে হয় ।)
Believe,remember , know , prefer , seem , think . Understand

যেমন :-
Incorrect : I am understanding the lesson.
Correct : I understand the lesson

৩। emotion verb :- (অন্যকে নিজের মনের ভাব বোঝাতে ব্যাবহৃত verb)

want, love , like, hate, hope , desire.

যেমন :-
Incorrect : I am loving you.
Correct : I love you.

৪। possession verb :- (কোন কিছুর মালিক বোঝাতে ব্যাবহৃত verb)

belong, own, have, possess, cotain

Incorrect : I am containing many pen.
Correct : I contain many pen.

৫। Other :- need, matter , exist, appear


এই verb সমূহের continuous tense হয় না । বাংলা বাক্য চলমান বোঝালেও তা continuous tense -এ হবে না । Indefinite tense এ হবে । যেমন :-

আমি অংকটি বুঝতেছি ।
=I am understanding the math.(incorrect)
মুলত বাক্যটি এরকম হয় । তবে understand এর continuous tense না হওয়ায় বাক্যটি indefinite tense এ হবে ।
অথাৎ বাক্যটির ইংরেজি হবে “I understand the math.”

note:- ভাবগুলোর continuous tense না হলেও ভাবের সাথে ing যুক্ত হয়ে gerund এবং participle এর কাজ করবে । এ ব্যাপারে পরবতীতে আলোচনা করা হবে । আজ এ পযন্তই । কোন প্রকার সমস্যা হলে কমেন্ট করে জেনে নিতে পারেন ।


Leave a Reply