আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।
অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে “present indefinite tense সম্পকে সম্পূণ বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন ।
আমরা জানি Tense ৩ প্রকার । যথা :-
১। Present tense
২। Past tense
৩। Future tense
Present tense ও আবার ৪ প্রকার । যথা :-
১। present indefinite tense
২। present continuous tense
৩। present perfect tense
তো আজকে আমি শুধুমাত্র Present indefinite tense নিয়ে আলোচনা করব ।
Present indefinite tense :-চিরসত্য ও অভ্যাসগত বাক্যকেই মূলত present indefinite tense বলে । যেমন :- The sun rises in the east. (সূয পূব দিকে ওঠে)
বাক্যটি সত্য । কারণ সূয পূব দিকে ওঠে । তাই এটি Present indefinite tense ।
গঠন প্রণালী :- subject+ verb(in present form) + [es or s]+others
বাংলা বাক্য থেকে চেনার উপায় :- বাংলা ক্রিয়ার শেষে অ,ই,এ,ও,য় ইত্যাদি থাকে । যেমন :- সূয পূব দিকে ওঠে ।
বাক্যটিতে ওঠে হচ্ছে ক্রিয়া এবং শেষে ‘এ’ উচ্চারিত হচ্ছে । তাই এটি ইংরেজি করতে গেলে present indefinite tense এর নিয়মে করতে হবে ।
Note :- Present indefinite tense এ যেকোন একটি ভাব ব্যাবহৃত হয় । যদি সাহায্যকারী ভাব ব্যাবহৃত হয় তবে মূলভাব ব্যাবহৃত হবে না । আবার মূলভাব ব্যাবহৃত হলে সাহায্যকারী ভাব ব্যাবহৃত হবে না । Present indefinite tense এ ভাবের সাথে s or es যুক্ত করার নিয়ম :-Present indefinite tense এ subject যদি 3rd person singular number হয় তবে মূলভাবের সাথে s অথবা es যোগ করতে হয় ।
3rd person singular number হলো :- He,she, it ও সকল প্রকার একক নাম ।
মূল ভাবের শেষে যদি O,Sh,ss,x,z,ch ইত্যাদি থাকে তবে es আর অন্য সকল ক্ষেত্রে s যোগ করতে হয় । যেমন :-
He eats rice.
He watches tv.
এখানে প্রথম বাক্যটিতে ভাব হলো eat এবং কতা He যা 3rd person singular number ও বাক্যটি Present indefinite tense । সুতরাং বাক্যটির ভাবের সাথে s যুক্ত করা হয়েছে ।
দ্বিতীয় বাক্যটিতে ভাবের সাথে es যুক্ত করা হয়েছে । কারণ ভাব অথাৎ watch এর শেষের দুটি অক্ষর ch । তাই এর সাথে es যোগ করা হয়েছে ।
Note:- present indefinite tense এ কতা অন্য কোন person হলে ভাবের সাথে কিছু যুক্ত হবে না । যেমন :-
I do the work.
সুতরাং পরিশেষে এতটুকুই বলে যাচ্ছি বাক্যে verb যদি present tense এ থাকে ও বাক্যে ভাব একটি থাকে তাহলে সেটি অবশ্যয় Present indefinite tense হবে ।