হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের কে আমাদের এই সাইটে আমার পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে এইচএসসি পরিক্ষা ২০২২ এর রেজাল্ট কিভাবে দেখবেন এই বিষয় টি নিয়ে কথা বলবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করে দেওয়া যাক।

এইচএসসি পরিক্ষার ২০২২ এর রেজাল্ট

আপনারা যারা ২০২১ সালের ডিসেম্বরে এইচএসসি পরিক্ষা দিয়েছেন তারা নিশ্চয়ই অধীর আগ্রহে বসে আছেন ২০২২ সালে এসে পরিক্ষার রেজাল্ট দেখার জন্য। অনেকে কিছুটা অবাক হতে পারেন যে পরিক্ষা হলো ২০২১ এ কিন্তু আমি বলছি ২০২২ সালের রেজাল্ট! এর কারণ কী?

আসলে এই পরিক্ষা টি এমন সময় শেষ হয়েছে যেটাকে বলা যায় ২০২১ মানে পরিক্ষাটি ২০২১ এর। কিন্তু রেজাল্ট প্রকাশ হচ্ছে ২০২২ সালে। তাই আসলে আমরা আরটিকেল রাইটার রাও একটু কনফিউজড যে আসলে কোন টি ব্যবহার করবো। তবে এটা যেহেতু ২০২২ সালে প্রকাশিত হচ্ছে তাই আমরা এটিকে ২০২২ সালের রেজাল্ট হিসেবে আর্টিকেলে আক্ষায়িত করছি।

এইচএসসি রেজাল্ট ২০২২ কবে দিবে

কিছুদিন আগ পর্যন্তও এইচএসসি পরিক্ষা এর রেজাল্ট ঠিক কত তারিখে পাবলিশ হবে সেটা নিয়ে ছিল প্রচুর জল্পনা ও কল্পনা। কিন্তু এই গত ১০ ই ফেব্রুয়ারী শিক্ষা মন্ত্রালয় থেকে জানানো হয় যে আগামী ১৩ই ফেব্রুয়ারী এইচএসসি পরিক্ষা ২০২১ এর রেজাল্ট প্রকাশ করা হবে। এবং এই তারিখ আর পালটানো হবে না।

বর্তমানে করোনার জন্য স্কুল কলেজ সব বন্ধ। তাই আমাদের কলেজে গিয়ে রেজাল্ট আনা টা অনেক মুশকিল হয়ে যাবে। তাই ঘরে বসে কিভাবে আমরা রেজাল্ট পেতে পারি সেই বিষয় টা নিয়েই আলোচনা করবো।

এইচএ‌সসি রেজাল্ট ঘরে বসে দেখার নিয়ম

এইচএসসি রেজাল্ট ঘরে দেখার জন্য সব থেকে জনপ্রিয় দুইটি উপায় হলোঃ

১. এসএমএস এর মাধ্যমে,
২. ইন্টারনেট এর মাধ্যমে।

আজকে এই দুই বিষয় টি নিয়েই আপনাদের সাথে আলোচনা করবো। যেগুলো আপনারা নিচে পাবেন।

এইচএসসি রেজাল্ট ইন্টারনেট দিয়ে দেখার নিয়ম

এইচএসসি রেজাল্ট ইন্টারনেট তথা ওয়েব সাইট দিয়ে কিভাবে রেজাল্ট দেখতে হয় সে টা জানতে নিচের রুলস ফলো করুনঃ

১. প্রথমে আপনি EducationBoardResults.com এই সাইটে চলে যান। এটি একটি রেজাল্ট প্রকাশের অফিসিয়াল সাইট।

২. এবার সেখানে গেলে আপনারা কয়েকটি বক্স পাবেন। সেখানে নিচের বলা রুলস ফলো করবেন।

১ম বক্সঃ এখানে আপনার পরিক্ষার নাম সিলেক্ট করবেন। মানে HSC/Alim এটা সিলেক্ট করবেন।

২য় বক্সঃ এখানে আপনাদের পরিক্ষার বছর সিলেক্ট করবেন।

৩য় বক্সঃ এবার এই বক্সে আপনার পরিক্ষার বোর্ড সিলেক্ট করে দিন।

৪র্থ বক্সঃ এই বক্সে আপনার রোল নাম্বার দিয়ে দিবেন।

৫ম বক্সঃ এই বক্সে আপনার পরিক্ষার রেজিস্টার নাম্বার দিয়ে দিন।

৬ষ্ট বক্সঃ এই বক্স এ বক্সের পাশে থাকা অংকটি সলভ করে উত্তর দিয়ে দিবেন।

৩. এবার সাবমিট বাটন এ ক্লিক করে সাবমিট করে নিন।

৪. এবার সব ঠিক থাকলে নিচে আপনারা আপনাদের রেজাল্ট দেখতে পারবেন।

এইচএ‌সসি রেজাল্ট এসএমএস এর মাধ্যমে দেখার উপায়

১. প্রথমে ফোনের ম্যাসেজ অপশন ওপেন করুন।

২. এবার মেসেজে নিচে দেওয়া কথা গুলো লিখুন,

HSC <S‌pace> Board <Spac‌e> Roll <Spac‌‌e> Year <Space‌‌> And Send To 16222 This Number.

দাড়ান, আগে বুঝে নিন। এখানে Board এর যায়গায় আপনার বোর্ড এর নাম। যেমনঃ Dhaka = DHA (নিচে আমি সকল বোর্ডের শর্ট নাম দিয়ে দিবো।), এবার রোল নং এর যায়গায় এইচএসসি রোল দিন, এবার পরিক্ষার বছর দিন। আর পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে।

মনে করুন আপনি ঢাকা বোর্ড থেকে এইচএসসি পরিক্ষা দিয়েছিলেন। আপনার রোল ছিলো ১২৩৪৫৬, আর পরিক্ষা দিয়েছিলেন ২০২১ সালে। তাহলে আপনার মেসেজ টি ঠিক এমন হবে।

HSC DHA 123456 2021
And send to 16222

সকল বোর্ড এর শর্ট নাম

Dhaka Board — DHA
Chittagong Board — CHI
Rajshahi Board — RAJ
Comilla Board — COM
Sylhet Board — SYL

Barisal Board — BAR
Jessore Board — JES
Dinajpur Board — DIN
Mymensingh – MYM
Madrasah Board — MAD
Technical Board — TEC

মার্কশীট সহ এইচ এস সি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়মঃ

মার্কশীট সহ রেজাল্ট পাবলিশ হওয়ার পর,  মার্কশীট সহ এইসএসসি পরীক্ষার 2021 এর রেজাল্ট দেখতে হলে এখানে ক্লিক করুন বা এই ওয়েবসাইটে http://eboardresults.com/app/stud ভিজিট করুন।

 

তো বন্ধুরা আশা করি পোস্ট টি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম পোস্ট পেতে প্রতিদিন ভিজিট করতে থাকুন আমাদের ShopTips24.CoM সাইট টি। আবার দেখা হবে পরবর্তী কোনো পোস্ট এ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেয।

15 thoughts on "এইচএসসি পরিক্ষা ২০২২ এর রেজাল্ট দেখার নিয়ম"

  1. TAHER Author says:
    Screenshots koi
  2. sagor Contributor says:
    Mymensingh – MYM
    1. max niloy Author Post Creator says:
      ধন্যবাদ ফর কারেকশন। ?
  3. TrickBD Support Moderator says:
    নীতিমালা মেনে পোস্ট করুন।
    পোস্টের শেষে নিজের লিংক।
    1. max niloy Author Post Creator says:
      জী পরবর্তী আর হবে না।
      ধন্যবাদ কমেন্ট করে ভুল ধরিয়ে দেওয়ার জন্য।
    2. max niloy Author Post Creator says:
      ডিয়ার এডমিন ট্রিকবিডি সাইটের স্পিড নিয়ে একটু কাজ করা উচিৎ।
    3. TrickBD Support Moderator says:
      এখন স্পিড ভালোই দেখা যাচ্ছে। কোনো সাজেশন?
    4. Md Forhad Islam Author says:
      জ্বি আপনাদের অবশ্যয় পেজ স্পিড এর দিকে লক্ষ্য রাখা উচিত. বর্তমানে ট্রিকবিডি ওর স্কোর দেখাচ্ছে মোবাইল ৫০/৫১ এটা মিনিমাম ৮০+ করা দরকার
  4. Dr Contributor says:
    result published koitai hbe
    1. max niloy Author Post Creator says:
      ১২ টায়
  5. abirh104 Contributor says:
    এটাকে যদি ২০২২ এর রেজাল্ট বলেন তাহলে এইচএসসি ২০২২ এর রেজাল্টকে কী বলবেন?
  6. Hriday Bishwas Contributor says:
    nice post তবে আগে জানতাম!!!!!

Leave a Reply