আসসালামু আলাইকুম
আশা করি আপনি ও আপনার পরিবারের সকলেই সুস্থ্য ওভালো আছেন। অনলাইন জ্ঞান অর্জনে ও বিতরণে ট্রিকবিডির সঙ্গেই থাকুন।
বরাবরের মতই অপ্রাসঙ্গিক কথা না বলে মূলে আলোচনায় চলে যাচ্ছি।
অনলাইনে আমরা যারা খুব ছোট পরিমানে মাসে ইনকাম করে থাকি তারা সাধারণত অ্যাপ থেকে ইনকাম, মাইনিং, এয়ারড্রপ, ইনভেস্টমেন্ট, নির্দিষ্ট সময় পর পর ক্লেইম করার ইত্যাদি কাজ করি।
আজ দেখাবো নির্দিষ্ট সময় পরপর যেকোন অ্যাপ বা সাইটে টোকেন ক্লেইম করার জন্য টাইমার সেটিং ট্রিক্স।
তো সর্বপ্রথম আমি একটি সাইট নির্বাচন করে নিচ্ছি যেটি দ্বারা আপনাদের সম্পূর্ণ ধারণা দিব। সাইটির নাম হচ্ছে Beastfi
ইতিমধ্যে এই সাইটে আমার একটি একাউন্ট আছে আপনাদের যে কোন সাইটে থাকতে পারে সমস্যা নেই।
এই সাইট থেকে প্রতি ৫ মিনিট পর পর 0.00763889 BSW ইনকাম করা যায় যেখানে 1 BSW এর দাম হচ্ছে 60৳।
এখন প্রশ্ন হচ্ছে সারাদিন তো আর এই সাইটে বসে থেকে ৫ মিনিট পর পর ক্লেইম করা যাবেনা। এক দিকে এক সময় বিরক্তি আর অনেক দিন লেগে যাবে ৫ মিনিট পর পর না করতে পারলে।
তাই আপনাদের একরম যে সাইট আছে তার জন্য টাইমার সেট করে নিন।
টাইমার সেট করতে আপনাদের এই Google এর Clock এপ্লিকেশনটির প্রয়োজন পড়বে। প্লেস্টোর থেকে থেকে ডাউনলোড করে নিন।
ডাউনলোড করা হয়ে গেলে ওপেন করুন। এখন আপনাকে এপের ভিতর কিছু সেটিং করে নিতে হবে তার জন্য স্ক্রিনশট ফলো করুন।
প্রথমে ডানপাশের উপরে থ্রি ডট এ ক্লিক করুন
–
তারপর Settings অপশনে ক্লিক করুন।
–
Setting এ আসার পর Time Zone সিলেক্ট করে নিন GMT +6
–
এটা হচ্ছে টাইমার সেটিং এর মূল বিষয় এখানে আপনি কত মিনিট পরপর ক্লেইম করবেন তা সেট করতে হবে।
Alarm টি কত মিনিট পর অটোমেটিক বন্ধ হবে তা Silence After অপশন থেকে সেট করে দিন। আমি ৫ মিনিট দিলাম।
এখন আপনি কত মিনিট পর পর ক্লেইম করবেন তা Snooze Length থেকে সেট করুন। আমি ৫ মিনিট পর পর করব তাই ৫+১=৬ মিনিট করে দিলাম।
আপনি যত মিনিট পর পর ক্লেইম করবেন অবশ্যই তার সাথে ১ যোগ করতে হবে।
Setting সেট করা হয়ে গেলে ব্যকে চলে আসুন তারপর + আইকনে ক্লিক করুন।
–
যেকোন একটি টাইম সেট করে নিন অবশ্যই AM/PM লক্ষ্য রাখবেন।
–
তারপর সকল বার গুলো ক্লিক করে অন করে দিবেন সাথে Vibration এর √ টিক মার্ক উঠিয়ে দিয়ে OK বাটনে ক্লিক করুন।
–
–
–
–
আপনার যদি একাধিক একাউন্ট বা বিভিন্ন সাইট মিলিয়ে অনেক গুলো একাউন্ট থাকে তাহলে Clock এপটি Apkcloner দিয়ে ক্লন করে আলাদা আলাদা একাউন্ট এর জন্য টাইম সেট করে নিতে পারেন।
এই এপ থেকে সর্বোচ্চ ৩০ মিনিটের Snooze টাইমার সেট করতে পারবেন আপনার ক্লেইমিং টাইম যদি এর বেশি হয় তাহলে নির্দিষ্ট সময় ব্যবধানে আলাদা Time দিয়ে একের অধিক এ্যালার্ম সেট করে নিলেই হবে।
আপনি চাইলে আলাদা আলাদা একাউন্টের টাইমার এলার্ম এর জন্য সেই সাইটের নাম দিয়ে রিংটোন মেইক করে সেট করে দিতে পারেন এতে আপনার বুঝতে সুবিধা হবে কোন কাজটি আপনার করতে হবে।
2 thoughts on "যে কোন অ্যাপ বা সাইটে টোকেন ক্লেইম করার জন্য মোবাইলে টাইমার ক্লক সেট করবেন যেভাবে।"