প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এর অধিনে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান করতে এই উদ্যোগটি নেওয়া হয়েছে।
বর্তমানে মাধ্যমিক পর্যায়ে ৫,০০০ টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৮,০০০ টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে ১০,০০০ টাকা হারে ভর্তি সহায়তা প্রদান করা হচ্ছে।
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তাঃ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাষ্ট উপবৃত্তির পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা প্রদান করে থাকে। বর্তমানে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা ২০২২ এর ভিত্তিতে মাধ্যমিক পর্যায়ে ৫ উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৮ ও স্নাতক পর্যায়ে ১০ হাজার টাকা প্রদান করে হচ্ছে।
আবেদনের পূর্বে যা যা করতে হবেঃ
সর্বপ্রথমে প্রতিষ্ঠানপ্রধান কর্তৃক সুপারিশ গ্রহণের জন্য নির্ধারিত ফর্ম ডাউনলোড করুন। তারপর প্রিন্ট করে পূরণ করুন ও আপনার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নিকট থেকে সুপারিশ গ্রহণ করুন। অতঃপর ছবি, স্বাক্ষর, জন্মসনদ, অভিভাবকের এনআইডি, ও সুপারিশের কপি স্পষ্ট করে ছবি তুলুন।
১। প্রথমে রেজিষ্ট্রেশন করুন (যদি একাউন্ট না থাকে)
২। মোবাইল ভেরিফিকেশন করুন
৩। লগইন করুন
৪। আবেদন করুন
৫। ড্যাশবোর্ড থেকে আবেদন অবস্থা জানুন
শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানের সুপারিশ (নির্ধারিত ফর্ম) ডাওনলোড করার উপায়ঃ
- শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানের সুপারিশ (নির্ধারিত ফর্ম): Download
এখানে আপনার ছবি,সাক্ষর,জন্ম নিবন্ধন এবং অভিভাবকের জাতীয় পরিচয় পত্র দিয়ে সংরক্ষন করুন।
সব কিছু ঠিক থাকলে প্রথম ধাপে চূরান্ত দাখিল করুন।
নিচের পর্যায়ে সর্বশেষ পরিক্ষার নাম্বার/সনদ পত্র, শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানের সুপারিশকৃত (নির্ধারিত ফর্ম), এবং পিতা মাতা/অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন পত্র/সুপারিশ (৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীর সন্তানগণের ক্ষেত্রে প্রযোজ্য নয়) জমা দিতে হবে।
নোটঃআবেদনের কাজ এখানেই শেষ, এখন যদি নির্বাচিত হয়ে থাকেন তবে মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে।
জুরুরি প্রয়োজনেঃ
শুক্র ও শনিবারসহ সরকারি ছুটির দিন ব্যতীত সকাল ৯:০০ – বিকাল ৫:০০
01778958356
01778964156
আবেদনের শেষ তারিখঃ ২৯/০৯/২২
Tahole sobar upokar hobe vai date chole jabar por dile
এই ফর্মের কাজ কি ? আবেদনের সময় তো এটার প্রোয়োজন হলো না।