ভূমিকা

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই??
বর্তমানে বাংলাদেশে ধীরে ধীরে টেলিগ্রাম ব্যবহারকারী বাড়ছে, সাথে সাথে টেলিগ্রাম গ্রুপ & চ্যানেলও।

তো টেলিগ্রামে বিভিন্ন লেখাপড়া বিষয়ক গ্রুপও আছে, অনলাইন পরীক্ষা কথাটাও আমাদের নিকট এখন অনেক পরিচিত।

তো বিভিন্ন গ্রুপে অনলাইন কুইজ, বহুনির্বাচনি প্রশ্নের মডেল টেস্ট ইত্যাদি দেওয়ার জন্যে একটি টেলিগ্রাম Bot নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক।

Bot Name : Quizbot

Bot Link Click Here

Features Of Bot

(১) Multiple Choice এর প্রশ্ন তৈরি করতে পারবেন।

(২) প্রতিটা প্রশ্নের উত্তরের জন্যে সময় নির্ধারণ করে দিতে পারবেন।

(৩) প্রতিটা প্রশ্নের উত্তরের কোনো ব্যাখ্যা থাকলে তা যুক্ত করে দিতে পারবেন, উত্তরদাতা চাইলেই ব্যাখ্যা দেখতে পারবে।

(৪) যেকোনো টেলিগ্রাম গ্রুপে কুইজের আয়োজন করতে পারবেন বা ব্যক্তিগত চ্যাটেও শেয়ার দিতে পারবেন।

কিভাবে প্রশ্ন তৈরি করবেন?


1. Link থেকে Bot টি ওপেন করে ‘Start’ এ ক্লিক করুন।

2. Start করার পর “Create New Quiz” এ ক্লিক করুন।

3. এরপর কুইজের একটি নাম দিয়ে সেন্ড করুন আপনার মনমতো। আমি দিয়েছি “GK Model Test-1

4. পরের ধাপে আপনি কুইজ সম্পর্কে কয়েক লাইন বর্ণনা লিখতে পারেন, কুইজের সময়, নিয়মাবলি ইত্যাদি দিতে পারেন।

5. এরপর ” Create Question” এ সেন্ড করুন।

6. এই ধাপে আপনি আপনার প্রশ্ন টি লিখুন, এবং আপনার মনমত ৪-৫টি অপশন দিন, চাইলে উত্তরের ব্যাখাও লিখতে পারেন।

7. তারপর “Create” এ ক্লিক করুন।

8. এভাবেই আপনার যতটি ইচ্ছা প্রশ্ন তৈরি করুন, এবং প্রশ্ন তৈরি হয়ে গেলে /done লিখে সেন্ড করুন।

9. করার পর আপনি প্রতিটি প্রশ্নের জন্যে সময় সিলেক্ট করে দিবেন, উত্তরদাতা এই সময়ের মধ্যে উত্তর না দিলে পরের প্রশ্ন চলে আসবে।

10. ব্যস, আপনার কুইজ তৈরি শেষ, এবার চাইলেই কুইজ লিংক দিয়ে তা গ্রুপে বা অন্য যেকোনো জায়গায় শেয়ার করতে পারেন।


আজ এপর্যন্ত, পোস্ট কেমন লাগল অবশ্যই মন্তব্য করবেন।
ধন্যবাদ।

My Facebook

My Blog

9 thoughts on "Online Multiple Choice কুইজ তৈরি করুন [Telegram Bot]"

    1. Abu Muhammad Hatem Toha Author Post Creator says:
      Thanks… ❤️❤️
  1. ইবু Contributor says:
    সেভ করে রাখলাম, ফিউচারে কাজে লাগতে পারে?
    দারুণ পোস্ট
    1. Abu Muhammad Hatem Toha Author Post Creator says:
      Thank you so much for your valuable comment
  2. MD Musabbir Kabir Ovi Author says:
    এটা অনেক কাজে লাগবে
    1. Abu Muhammad Hatem Toha Author Post Creator says:
      Thank u
    2. MD Musabbir Kabir Ovi Author says:
      You are welcome
  3. TAHER Author says:
    নতুনদের জন্য উপকার হবে।
    গুড পোস্ট
    1. Abu Muhammad Hatem Toha Author Post Creator says:
      মন্তব্য করে পাশে থাকার জন্যে ধন্যবাদ

Leave a Reply