আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই?

ইন্টারমিডিয়েট এর আইসিটিতে সায়েন্টিফিক ক্যালকুলেটর এর ব্যবহার নিয়ে একটা পোস্ট (LINK) লিখেছিলাম, ওটাতে আপনাদের আগ্রহ দেখে আবার ক্যালকুলেটর এর ব্যবহার নিয়ে আরেকটি পোস্ট লিখতে শুরু করলাম।

বিষয়ঃ সায়েন্টিফিক ক্যালকুলেটর এর ব্যবহার

Note :

যারা আগে থেকেই জানেন বা যারা বিজ্ঞানের ছাত্র না তারা লেখাটি চাইলে স্কিপ করতে পারেন।

টপিকঃ কিভাবে ক্যালকুলেটর এর সাহায্যে বিভিন্ন এককের মধ্যে কনভার্সন করবো এবং বিভিন্ন ধ্রুবকের মান বের করতে পারবো?

Conversion পদ্ধতিঃ ( FX-100MS)

1.প্রথমেই ক্যালকুলেটর ON করে নিন।

2. এবার যে এককটি কে পরিবর্তন করবেন সেটি ইনপুট করুন, যেমন আমি 54km/ কে m/s এককে রুপান্তর করতে চাচ্ছি, তো আমি 54 input দিলাম।

3. এবার SHIFT , CONST বাটন প্রেস করুন।

4. CONVERSION ক্রমিক নং দিতে হবে, যেটি সাধারণত আপনার ক্যালকুলেটর এর শাটারে লিস্ট আকারে থাকে।

5. conversion নাম্বার দেওয়ার পর (=) এ প্রেস করুন। ব্যস একক পরিবর্তন মান বের হয়ে গেল।

6.আরো কয়েকটি উদাহরণ দেখুন। এভাবে ৪০ধরণের কনভার্সন আপনি করতে পারবেন।


ধ্রুবক এর মান বের করার পদ্ধতিঃ

1. CONST বাটন এ প্রেস করুন।

2. CONST সংখ্যা ইনপুট করুন, যেমন আমি প্ল্যাঙ্ক এর ধ্রুবক h এর মান বের করবো।

3. (=) প্রেস করুন।

4. এভাবে ৪০টি ধ্রুবকের মান আপনি বের করতে পারবে।


আজকে এতটুকুই, আগ্রহী ব্যক্তি পেলে ইনশাআল্লাহ সামনে আরো ব্যবহার নিয়ে আসবো ধন্যবাদ।

Contact Me

15 thoughts on "বিজ্ঞানের বিভিন্ন ধ্রুবক ও ইউনিট কনভার্সনে ক্যালকুলেটরের ব্যবহার [Scientific Calculator- EP-2]"

  1. Ashraful Author says:
    Shundor likhechen. Aar ei calculator ta ki phoner app?
    1. Abu Muhammad Hatem Toha Author Post Creator says:
      জ্বী!! ক্যালকুলেটর টা অনেক খুজে হুবুহু পিজিক্যাল ১০০MS এর মত নিয়েছি,যাতে পোস্ট লিখতে পারি।
  2. MD Musabbir Kabir Ovi Author says:
    ধন্যবাদ পোস্ট করার জন্য, তবে অধিকাংশ মানুষ এটা সম্পর্কে জানে
    1. Abu Muhammad Hatem Toha Author Post Creator says:
      আমার লেখার সম্ভাব্য পাঠক ৯ম-১০ম শ্রেণির শিক্ষার্থী ধরে নিয়ে লিখেছি…! যারা জানে তারা প্রথমেই স্কিপ করতে পারবে।
  3. Adhish-ABS Author says:
    vhai xoss likhsen,eto kosto kore planker dhrubok mone rakhar kono manei hoi na
    1. Abu Muhammad Hatem Toha Author Post Creator says:
      Thank u
  4. অনেক সুন্দর হয়েছে, কিন্তু অধিকাংশ মানুষই জানে।
    1. Abu Muhammad Hatem Toha Author Post Creator says:
      আমার পোস্টের টার্গেট অডিয়েন্স সদ্য বিজ্ঞান বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থীরা যারা এখনো এগুলো জানেনা
  5. Rakibnil Contributor says:
    ধন্যবাদ ভাই এই এপটি খুঁজে পেয়েছি কারো লাগলে নিতে পারেন ক্যালকুলার টা অস্থির ??
  6. Rakibnil Contributor says:
    ব্রো এই ক্যালকুলেটর কি ৯৯১ fx?
    1. Abu Muhammad Hatem Toha Author Post Creator says:
      ক্যালকুলেটর এ অনেক ডুপ্লিকেট আছে, এটা অরিজিনাল কত MS জানা নেই, তবে বাজারে পাওয়া 100MS এরমত এটি
  7. Ami age sob jantam nah tnx janiye daoyer jonno
    1. Abu Muhammad Hatem Toha Author Post Creator says:
      Thank u

Leave a Reply