আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই?
ইন্টারমিডিয়েট এর আইসিটিতে সায়েন্টিফিক ক্যালকুলেটর এর ব্যবহার নিয়ে একটা পোস্ট (LINK) লিখেছিলাম, ওটাতে আপনাদের আগ্রহ দেখে আবার ক্যালকুলেটর এর ব্যবহার নিয়ে আরেকটি পোস্ট লিখতে শুরু করলাম।
বিষয়ঃ সায়েন্টিফিক ক্যালকুলেটর এর ব্যবহার
Note :
যারা আগে থেকেই জানেন বা যারা বিজ্ঞানের ছাত্র না তারা লেখাটি চাইলে স্কিপ করতে পারেন।
টপিকঃ কিভাবে ক্যালকুলেটর এর সাহায্যে বিভিন্ন এককের মধ্যে কনভার্সন করবো এবং বিভিন্ন ধ্রুবকের মান বের করতে পারবো?
Conversion পদ্ধতিঃ ( FX-100MS)
1.প্রথমেই ক্যালকুলেটর ON করে নিন।
2. এবার যে এককটি কে পরিবর্তন করবেন সেটি ইনপুট করুন, যেমন আমি 54km/ কে m/s এককে রুপান্তর করতে চাচ্ছি, তো আমি 54 input দিলাম।
3. এবার SHIFT , CONST বাটন প্রেস করুন।
4. CONVERSION ক্রমিক নং দিতে হবে, যেটি সাধারণত আপনার ক্যালকুলেটর এর শাটারে লিস্ট আকারে থাকে।
5. conversion নাম্বার দেওয়ার পর (=) এ প্রেস করুন। ব্যস একক পরিবর্তন মান বের হয়ে গেল।
6.আরো কয়েকটি উদাহরণ দেখুন। এভাবে ৪০ধরণের কনভার্সন আপনি করতে পারবেন।
ধ্রুবক এর মান বের করার পদ্ধতিঃ
1. CONST বাটন এ প্রেস করুন।
2. CONST সংখ্যা ইনপুট করুন, যেমন আমি প্ল্যাঙ্ক এর ধ্রুবক h এর মান বের করবো।
3. (=) প্রেস করুন।
4. এভাবে ৪০টি ধ্রুবকের মান আপনি বের করতে পারবে।
আজকে এতটুকুই, আগ্রহী ব্যক্তি পেলে ইনশাআল্লাহ সামনে আরো ব্যবহার নিয়ে আসবো ধন্যবাদ।
15 thoughts on "বিজ্ঞানের বিভিন্ন ধ্রুবক ও ইউনিট কনভার্সনে ক্যালকুলেটরের ব্যবহার [Scientific Calculator- EP-2]"