Be a Trainer! Share your knowledge.
Home » Education » English Learning App For Mobile Phone

English Learning App For Mobile Phone

English Learning App  For Mobile Phone

অনলাইনের বিপ্লবে এখন জ্ঞান অর্জন করা অনেক সহজ হয়ে গিয়েছে। আর ইংরেজি শেখার জন্য বর্তমান সময়ে এতটা সুযোগ সুবিধা সেবা সমূহ চালু হয়েছে, যার মাধ্যমে আপনার বয়স যেমনই হোক না কেন ইংরেজি শেখা খুব সহজ এক ব্যাপার।

আজকের এই আর্টিকেলটি তাদের জন্য, যারা ঘরে বসে মোবাইল ফোন দিয়ে ইংরেজি শিখতে চান। যদিও শেখার বিষয়টি তবে এখানে জ্ঞানের জন্যই আর্টিকেলটি তৈরি করা। আপনি নির্দিষ্ট ইংরেজি শেখার অ্যাপ এর মাধ্যমে এই জ্ঞান অর্জন করতে পারবেন।

English Learning App  Quizlet

ডিজিটাল ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে এই অ্যাপের ভিতর নতুন নতুন শব্দ দারুনভাবে সাজানো রয়েছে। এমনকি আপনি চাইলে এই অ্যাপের ভিতরে আপনার মন মত ফ্লাশ কার্ড তৈরি করে নিতে পারেন। 

British Gouncil Learn English Grammar App

ইংরেজি শেখার জন্য এই অ্যাপে আপনি ব্যাকরণ পাবেন। এই অ্যাপে প্রায় ২৫ রকম ব্যাকরণ মিলিয়ে সুন্দরভাবে সাজানো রয়েছে। তাছাড়া এই অ্যাপসটির ভিতর আপনি পাবেন এক হাজার শব্দের বেশি প্রশ্ন। এই প্রশ্নগুলি কাজে লাগিয়ে আপনি অনুশীলন পাশাপাশি আপনার দক্ষতা বৃদ্ধি করে নিতে সক্ষম হবেন। 

English Learning App  English with Lingualeo

এই অ্যাপের ভিতরেও গ্রামার সম্বন্ধিত চর্চা পাশাপাশি শব্দ শেখার জন্য অ্যাপসটি দুর্দান্ত। সরাসরি এই অ্যাপে আপনি আপনার কথার স্পষ্টতা এবং সঠিক উচ্চারণ এমনকি আর্টিকেল আকারে রিডিং পড়ারও অনেক সুযোগ পাবেন।

English Learning App  Busuu

এই অ্যাপসটি ইন্সটল দিলে আপনি বিভিন্ন সেবা উপভোগ করার পাশাপাশি, যারা ভাষা বিদ তাদের সঙ্গে পরামর্শ সহ আরো অনেক কিছুর সুযোগ পাবেন। এই অ্যাপসটি প্রায় বলা যায় প্রত্যেক গ্রামারের ক্ষেত্রে সবচেয়ে সহজ সরল ভাবে উপস্থাপন এবং ব্যবস্থা করা হয়েছে।

English Learning App  Memrise

এই অ্যাপসটি অফলাইন ভার্সনে সেবা উপভোগ করা যায়। একটু ভিন্নভাবে ইংরেজি শেখা কিংবা জ্ঞান অর্জন করার জন্য অ্যাপসটি সাজানো হয়েছে। আপনার মনে সন্দেহজনক কোন শব্দ কঠিন মনে হলে সেটিও শেখার সহজ মেথড এপ্লাই করা এই অ্যাপের ভিতর পাওয়া যাবে।

English Learning App  Magoosh Vocabulary Builder

এই অ্যাপসটি খুবই দুর্দান্ত ইংরেজি শেখার জন্য, কারণ এই অ্যাপের ভিতর ১০০০ শব্দের বেশি শব্দ ব্যবহার করে সাজানো হয়েছে। (ক্ষেত্রবিশেষে) এই অ্যাপের ভিতর আপনি বেশ কিছু লেভেল পাবেন যেমনঃ GRE, SAT, TOEFL । তাছাড়া এই অ্যাপের ভেতর মেলামেশা করে সংজ্ঞা খুব ভালোভাবে উপস্থাপন করা হয়েছে। 

English Learning App  Knudge

দশটি গেম নিয়ে সাজানো এই অ্যাপ। তাছাড়া ২০০ টির বেশি শব্দ এবং 250 এর বেশি বাগ ধারা সেবা প্রধান এই অ্যাপটি করবে। যদিও সেবাগুলি শুধু এতোটুকু নয় আপনি যে কোন বয়সেরই হন না কেন অ্যাপসটি আপনাকে ইংরেজি শিখতে খুবই উৎসাহ এবং সহজে শেখানোর জন্য পারফেক্ট। 

English Learning App Babbel

কথোপকথন থেকে শুরু করে এই অ্যাপসটি আপনাকে এমনভাবে দক্ষ বানাতে সাহায্য করবে, যেখানে আপনি ভ্রমণ করতে গেলেও সকলের সাথে সুন্দর ভাবে ইংরেজিতে কথা বলতে পারবেন।

English Learning App  Quizlet

English Learning App Link: https://play.google.com/store/apps/details?id=com.quizlet.quizletandroid

British Gouncil Learn English Grammar App

English Learning App Link: https://play.google.com/store/apps/details?id=bc.leg&hl=en&gl=US

English Learning App  English with Lingualeo

English Learning App Link: https://play.google.com/store/apps/details?id=com.lingualeo.android

English Learning App  Busuu

English Learning App Link: https://play.google.com/store/apps/details?id=com.busuu.android.enc

English Learning App  Memrise

English Learning App Link: https://play.google.com/store/apps/details?id=com.memrise.android.memrisecompanion

English Learning App  Magoosh Vocabulary Builder

English Learning App Link: https://play.google.com/store/apps/details?id=com.magoosh.gre.quiz.vocabulary

English Learning App  Knudge

English Learning App Link: https://play.google.com/store/apps/details?id=com.knudge.me (App Problem From Playstore Maybe)

English Learning App Babbel

English Learning App Link: https://play.google.com/store/apps/details?id=com.babbel.mobile.android.en

1 year ago (Aug 29, 2023)

About Author (172)

Md Mahamudul Hasan
contributor

Trickbd Official Telegram

3 responses to “English Learning App For Mobile Phone”

  1. moklesurBD Contributor says:

    Ei Site Er Admin K..? Admin Vai Ami 5 Post Likheci Akhon Submit Hoy Nai.Pending A Ache.. Plz Aprove Kore Post Gula Amar Idir Name (moklesurBD)

    • TrickBD Support Moderator says:

      দুঃখিত।
      মানসম্মত হয়নি।
      দয়া করে নীতিমালা মেনে মানসম্মত পোস্ট করুন।

  2. Md Zakir Hossen Author says:

    Aro valo kisu app den

Leave a Reply

Switch To Desktop Version