গত ১০ আগস্ট থেকে একাদশ শ্রেণীর ভর্তির প্রথম পর্যায়ের আবেদন শুরু এবং শেষ হয় ২০ আগস্ট.! প্রথম পর্যায়ের আবেদন এর রেজাল্ট বের হয় হয় ৫-ই সেপ্টেম্বরে.!প্রথম ধাপে একাদশ শ্রেণীর ভর্তির জন্য অনলাইনে১৩ লাখ শিক্ষার্থী আবেদন করেছেন.!
একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য প্রত্যেকটি কলেজের নির্দিষ্ট কিছু আসন সংখ্যা থাকে.! যেমন সাইন্সে ১৫০ টি, কমার্সে ১৫০ টি, মানবিকে ১৭০ টি। যে বিভাগে যতটি আসন সংখ্যা থাকে সে বিভাগে ততজন শিক্ষার্থী ভর্তি হতে পারবে.! ইতিমধ্যে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য প্রথম পর্যায়ের আবেদন শেষ হয়েছে.! প্রথম পর্যায়ের আবেদনে প্রত্যেকটি কলেজের আসন সংখ্যা কমে এসেছে।
যারা একাদশ শ্রেনীতে ভর্তি জন্য দ্বিতীয় পর্যায়ে আবেদন করবেন তারা দেখে নিতে পারবেন খুব সহজে কোন কলেজে কতটি আসন সংখ্যা বা সিট খালি আছে এখন এবং আসন সংখ্যা অনুযায়ী আপনি আপনার পছন্দে কলেজে অনলাইনে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
এতি মধ্যে দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ের আবেদন করার সময় শেষ হবে ১৪-ই সেপ্টেম্বর ৮ রাত টাই.! যারা ২য় পর্যায়ে আবেদন করবেন তাড়া আগামী ১৪-ই সেপ্টেম্বর ৮ রাত টাই মধ্যে অনলাইন এ আবেদন করে নিবেন!
নিচে শিক্ষা বোর্ড অনুযায়ী কলেজের লিস্টে দিয়া আছে আপনি আপনার শিক্ষা বোর্ড অনুযায়ী PDF ফাইল ডাউনলোড করে দেখে নিন।
ঢাকা শিক্ষা বোর্ড এর আন্ডারে কলেজের লিস্টে
কুমিল্লা শিক্ষা বোর্ড এর আন্ডারে কলেজের লিস্টে
রাজশাহী শিক্ষা বোর্ড এর আন্ডারে কলেজের লিস্টে
যশোর শিক্ষা বোর্ড এর আন্ডারে কলেজের লিস্টে
চট্টগ্রাম শিক্ষা বোর্ড এর আন্ডারে কলেজের লিস্টে
বরিশাল শিক্ষা বোর্ড এর আন্ডারে কলেজের লিস্টে
সিলেট শিক্ষা বোর্ড এর আন্ডারে কলেজের লিস্টে
দিনাজপুর শিক্ষা বোর্ড এর আন্ডারে কলেজের লিস্টে
মাদ্রাসা শিক্ষা বোর্ড এর আন্ডারে কলেজের লিস্টে
ময়মনসিংহ শিক্ষা বোর্ড এর আন্ডারে কলেজের লিস্টে
উপর এর লিংক থেকে PDF ফাইল ডাউনলোড করে PDF ফাইলটি ওপেন করে এখানে ক্লিক করবেন।
তার পর আপনার কাঙ্খিত কলেজের নাম লিখবেন ইংরেজি দিয়ে এবং নিচে দেখবেন হলুদ রং এর স্থানে আপনার কলেজ এর নাম শো করবে
তার পর হলুদ রং এর স্থানটি একটু জুম করে ডান সাইডে দেখবেন আপনার কাঙ্খিত কলেজে কোন বিভাগ এ কতটি সিট ফাকা আছে
যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!
বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন
4 thoughts on "একাদশ শ্রেনীতে ভর্তির দ্বিতীয় পর্যায়ে আবেদনের জন্য দেখে নিন কোন কলেজে কতটি সিট খালি আছে.!"