আসসালামু আলাইকুম। আপনাদের সকলের জন্য শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের আলোচনার বিষয় নিয়ে।

ই পাসপোর্টে আবেদন করার পর আমরা অনেকেই অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি। চলুন আজ আপনাদের মাঝে প্রশ্নগুলোর উত্তর দেয়ার চেষ্টা করি এবং কি কি সমস্যা হতে পারে তা সম্পর্কে আলোচনা করব।

পাসপোর্টের কাজ কী:

পাসপোর্ট মূলত হয় ব্যবহৃত হয় আপনার দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য।

পাসপোর্ট কত প্রকার:

পাসপোর্ট মূলত তিন প্রকার।

১. লাল পাসপোর্টটি কূটনৈতিক পাসপোর্ট

২. নীল পাসপোর্টটি দাপ্তরিক পাসপোর্ট

৩. সবুজ পাসপোর্টটি নিয়মিত বা সাধারণ পাসপোর্ট

আমরা সাধারণ জনগণ সাধারণত কোন পাসপোর্টটি পেয়ে থাকি?

আমরা সাধারণ জনগণ সাধারণত সবুজ পাসপোর্টটি পেয়ে থাকি। যা মূলত সাধারণ জনগণের জন্য প্রদান করা হয়ে থাকে। যার মাধ্যমে তারা বিদেশে শ্রমিক হিসেবে অথবা পড়ালেখার জন্য যেতে পারে।

ই পাসপোর্টে আবেদন করার পর আপনার টাকা কোথায় জমা দিতে হয়?

পিপাসপোর্টে আবেদন করার পর আপনার টাকা আপনি সোনালী ব্যাংক অথবা অনলাইনে কোন ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে পারেন। তাছাড়া বিকাশের মাধ্যমে আপনার এই পাসপোর্ট এর ফি প্রদান করা যেতে পারে।

 

পাসপোর্টে চলে এপ্লাই করার পর স্টুডেন্টদের জন্য কি প্রয়োজন হয়?

মূলত এই পাসপোর্টে আবেদন করার পর আপনার পেশা যদি দেয়া থাকে স্টুডেন্ট তাহলে আপনার একটি ডকুমেন্ট প্রয়োজন হয়ে থাকে। সেটি হচ্ছে আপনার প্রত্যয়ন পত্র। বা আপনি যে স্টুডেন্ট তার কোন প্রমাণ বা সার্টিফিকেট আপনার বাকি কাগজের সাথে প্রদান করতে হবে।

ই পাসপোর্ট এপ্লাই করার সময় কি বাবা-মায়ের তথ্য দেয়া আবশ্যক হয়?

ই পাসপোর্ট এপ্লাই করার সময় বাবা-মার তথ্য আপনি চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন।

এখন প্রশ্ন হচ্ছে যদি তথ্য না দেন তাহলে কি হবে আর দিলে কি হবে?

আপনি যদি তথ্য না দেন সে ক্ষেত্রে আপনার বাবা মাকে পরবর্তীতে বিদেশে নিয়ে যেতে হলে আপনার বাড়তি টাকা খরচ হবে।

আর আপনি যদি আপনার বাবা-মায়ের তথ্য দেন তাহলে আপনি বিদেশে নির্দিষ্ট সময় থাকার পর আপনার পরিবারকে বিদেশে নিয়ে যাওয়ার একটি সুযোগ পাবে তাতে করে আপনার টাকা কম ব্যয় হবে।

ই পাসপোর্ট আপনার হাতে কত দিনের মধ্যে তুলে দেওয়া হতে পারে?

মূলত পাসপোর্ট আপনাকে একটি হচ্ছে ৭ দিন অন্যটি হচ্ছে ২১ দিন পর দেয়া হয়।

তবে এক্ষেত্রে আপনাকে সাত দিনের মধ্যে পাসপোর্ট নিতে হলে বেশি টাকা খরচ করতে হয়।

পাসপোর্ট কত বছরের জন্য করা উত্তম?

পাসপোর্ট পাঁচ বছরের জন্য না করে দশ বছরের জন্য করাই উত্তম।

আপনি কি পাসপোর্ট ৭ দিন বা ২১ দিনের আগে নিতে পারবেন?

পাসপোর্ট অবশ্যই ২১ দিন বা ৭ দিনের আগে নেয়া যেতে পারে। এক্ষেত্রে আপনি পুলিশ ভেরিফিকেশন যদি তাড়াতাড়ি সম্পূর্ণ করতে পারেন তাহলে পাসপোর্টে আপনার নির্দিষ্ট দিনে দেয়ার আগেই নিতে পারবেন।

৭ দিনে ডেলিভারির ক্ষেত্রে আপনি এক বা দুই দিন আগে নিতে পারবেন এবং ২১ দিনে ডেলিভারির ক্ষেত্রে আপনি তিন বা চার দিন আগে নিতে পারবেন।

পাসপোর্ট সম্পর্কে আরো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন।

সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

 

10 thoughts on "ই-পাসপোর্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য!"

  1. robisharma99 Contributor says:
    কত টাকা লাগবে?? ভিসা সর্মকে জানতে চাই।
    1. Alone75 Author Post Creator says:
      Apni kon desh somporke jante chan ta obossoi janaben
  2. Alone75 Author Post Creator says:
    Visa bivinno desh a bivinno tk lage
  3. Mr-soytan Contributor says:
    police verification e ki kono documents proyojon porbe?
    1. Alone75 Author Post Creator says:
      Ji porbe…apnar jodi certificate thake seta niye jete hobe…then apnar nid er photocopy…apnar baba ar mayer nid er photocopy…charitrik sonod jeta charmen dey seta lagbe….
    2. Alone75 Author Post Creator says:
      Police verification somporke akta post ace but admin pending a fele rakhce jodi approved korte tahole sob clear hoye jeto
  4. Abdur Rahim Author says:
    aro details din please
    1. Alone75 Author Post Creator says:
      Ji obossoi next time post a aro beshi details deya hobe insallah
  5. Talha1357 Contributor says:
    ai post sotti onnek kajer…
    1. Alone75 Author Post Creator says:
      Thanks

Leave a Reply