আসসালামু আলাইকুম ।

আশা করি সকলে অনেক ভাল আছেন। আমরা তো প্রায়ই ঔষুধ কিনে থাকি কোন না কোন অসুস্থতার কারণে। কিন্তু আমরা দাম জানিনা কোন ওষুধের কত টাকা হয় । তাই জন্য ওষুধের দোকানে যত টাকা বলে তত টাকায় দিয়ে দিতে হয়। আজ আমিও ওষুধের দাম দেখার জন্য এই পোস্টটি করছি আশা করি আপনাদের এতে করে অনেক উপকার হবে।

আপনার স্মার্টফোন ব্যবহার করে কিভাবে ওষুধের দাম দেখবেন ‌?

আপনার স্মার্ট ফোন দিয়ে ঔষুধের দাম দেখার জন্য আপনার প্রথমেই play store এ যেতে হবে।

প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে Medex plus অ্যাপটি।

ইনস্টল করে নেয়ার পর অ্যাপটিতে প্রবেশ করতে হবে।

প্রবেশ করার পর আপনি অনেক ভাবে অনেক মেডিসিনের দাম জানতে পারবেন।

মেডিসিনের ব্র্যান্ড ইত্যাদি ইত্যাদি অপশন থাকবে সেগুলো থেকেও জেনে নিতে পারবেন।

আপনাদের সুবিধার জন্য একটি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি কিছুটা এমন দেখাবে।

এখন কথা হচ্ছে এভাবে তো অনেক কিছুই জানতে পারবেন কিন্তু আপনি যে কাঙ্ক্ষিত ওষুধটির দাম জানতে চান তা কোথায় পাবেন?

এজন্য আপনার সার্চ বক্সের উপর চাপ দিতে হবে এবং আপনার কাঙ্খিত ওষুধের নাম কি লিখতে হবে।

ধরে নিয়া যাক আমি নাপা ওষুধের দাম সম্পর্কে জানব সেজন্য আমি নাপা লিখে সার্চ করলাম।

তারপর কিছুটা এমন রেজাল্ট আসবে।

এভাবে আপনি অনেক ওষুধের দাম জানতে পারবেন।

(বি: দ্র: তবে একটি বিষয় মাথায় রাখবেন যে এখানে অনেক ওষুধের কোন কাজের জন্য ব্যবহার করতে হবে বা খেতে হবে তা দেয়া আছে দিকনির্দেশনা দেয়া আছে তা কখনোই অনুসরণ করতে যাবেন না। শুধুমাত্র ডক্টরের পরামর্শ অনুযায়ী ঔষুধ খাবেন।এই পোস্ট করার কারণ শুধুমাত্র ওষুধের দাম যাতে আপনারা জানতে পারেন সেজন্য।)

আশা করি সকলে বুঝতে পেরেছেন।

আজকের পোস্ট এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন।

আল্লাহ হাফেজ।

 

3 thoughts on "আপনার স্মার্ট ফোন দিয়ে কিভাবে ঔষুধের দাম দেখবেন?"

  1. Shoruv Author says:
    AFR Technologyr short dekhe post korlen nki vai?
  2. AMRITAMSU Contributor says:
    ব্রাউজার দিয়েই হয়। https://medex.com.bd/

Leave a Reply