আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

আশা করছি আল্লাহর রহমতে আপনার সুস্থ্য আছেন। ইনশা’আল্লাহ আমিও সুস্থ্য আছি। বরাবরের মত এই কনকনে শীতের মধ্যে  আপনাদের জন্য সুন্দর একটি ট্রিক নিয়ে হাজির হলাম। আশা রাখছি আপনাদের ভাল লাগবে এবং আপনাদের জীবন অনেকটা সহজ করে দিবে ইনশা’আল্লাহ।

আজকের ট্রিকটি আমি দুটি পর্বে দেখাবো। কারণ এই পোষ্টে যদি Autofill সম্পর্কে বলতে যাই তাহলে পোষ্টটি অনেক বড় হয়ে যাবে আর আপনারাও বুঝতে পারবেন না।

  • আগে বলে নেই এই Autofill Extension এর কাজ কী?
  1. এই অনলাইন যুগে ল্যাপটপ, কম্পিউটার প্রায় সবারই ব্যবহার করতে হয়। অনেকে আছেন প্রতিনিয়ত চাকুরীর জন্য আবেদন করেন। আবার বিভিন্ন অফিসে নানা প্রকার ফরম পূরণ করতে হয়। এই Autofill Extension টি ব্যহারের ফলে একই ফরম আপনাকে বার বার পূরণ করতে হবে না।
  2. শুধু তাই নয় আপনি যতদিন আপনার পিসিতে উইন্ডোজ দিননি ততদিন আপনি এই সুবিধা ভোগ করতে পারবেন। আরো কিছু সুবিধা আছে যা আগামী পর্বে বলবো ইনশা’আল্লাহ। তো চলুন আর কোন কথা না কাজ শুরু করে দেই।

প্রথমে Chrome Browser টি ওপেন করুন এবং টাইপ করুন autofill extension chrome এখন নিচে দেখানো autofill লিখাটিতে ক্লিক করুন।

এবার add to chrome লিখাতে ক্লিক করুন।

add to chrome এ ক্লিক করার পর নিচে দেখানো Add Extension লিখাতে ক্লিক করুন।

Add Extension এ ক্লিক করলে নিচে দেখানো স্ক্রিনশটের মত দেখাবে।

এখন ১ ও ২ নং ওপশনে ক্লিক করুন।

এখন আপনি যেই ফরম গুলো পূরন করবেন সেগুলো একটি পূরন করে নিন।

ফরম পূরণ করা হয়ে গেলে নিচে দেখানো গোল আকৃতির ১ নং ওপশনে ক্লিক করলে নিচের ২ ও ৩ নং ওপশন গুলো আসবে প্রথমে Generate Rules লিখাতে ক্লিক করুন ডানে Urnfield এর নিচে New লিখাতে ক্লিক করুন এবং আপনার নাম লিখে ওকে বাটন আসবে ওটাতে ক্লিক করে Generate Autofill Rules এ ক্লিক করুন।

এখন পূনরায় ফরমটি রিলোড করুন দেখবেন আপনার সব ইনফরমেশন সেভ হয়েগেছে।

তো এখন যত ইচ্ছ পূরণ করুন যে কোন ফরম। দেখা হবে পরের পর্বে।

আশা রাখি কষ্টের কথা ভেবে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ

 

Join Our Telegram for Any Questions

6 thoughts on "Autofill ব্যবহার করে নিজের কাজ সহজ করুন Chrome Extension [Hidden Tricks] পর্ব ১"

  1. Cyber Grindelwald Author says:
    Be specific vai. Jibon sohoj korun ei type er cheye sojasuji bolle beshi bhalo hoi.
    1. trickbdforme Author Post Creator says:
      okey,,
  2. ismail.fahim.2016 Contributor says:
    যদিও পরীক্ষা করি নাই। তবে যদি আসলেই কাজ করে থাকে তাহলে আপনার পোস্ট প্রশংসাযোগ্য।
    1. trickbdforme Author Post Creator says:
      আমি ব্যক্তিগতভাবে কোন কিছু পরীক্ষা না করে পোস্ট করি না। মানুষকে ধোকা দেওয়া অনেক বড় অন্যায়।
  3. Robinhasan Contributor says:
    Onk valo Post
    1. trickbdforme Author Post Creator says:
      সাথে থাকুন আরো ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ

Leave a Reply