আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করছি আপনারা আল্লাহর রহমতে সুস্থ্য আছেন ইনশা’আল্লাহ। আজ আপনাদের দেখাব কিভোবে বাংলা লিখাকে Banglish লিখাতে রুপান্তর করা যায় একদম ফ্রিতেই। আপনি এই ট্রিকটি মোবাইল ও পিসি দুটোতেই ব্যবহার করতে পারেন।

  • প্রথমে GAMITISA লিংটিতে ক্লিক করুন। তারপর নিচে দেখানো একটি ওয়েব সাই ওপেন হবে।
  • এখন ক্লিক করুন Register বাটনে।

  • Register বাটনে ক্লিক করার পর নিচের স্ক্রিনশটের মত একটি পেইজ আসবে এখানে যা যা চাইবে সেটা দিয়ে Registration করে নিন।
  • Registration করার সময় আপনি যেই মেইল দিয়েছিলেন সেটাতে একটি Verify লিংক পাঠানো হবে। মেইলে গিয়ে সেটা Verify করে নিবেন।

  • Verify করা হয়ে গেলে User Name & Password দিয়ে লগইন করে নিন। তারপর Online Tools ক্লিক করুন।

  • এখন নিচে Bangla to Banglish Converter ক্লিক করুন।

  • এখন আপনি যে বাংলা লিখাকে Banglish করতে চাচ্ছেন সেটা নিচে লিখে দিয়ে Convert বাটনে ক্লিক করুন। [ বাংলা লিখা অবশ্যই Unicode হতে হবে]
  • নিচে দেখুন লিখা Banglish হয়ে গিয়েছে

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আজকের মত এখানে কথা হবে পরের কোন পোস্টে সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন।

Join Our Telegram Channel

Join Our Discussion Group

5 thoughts on "বাংলা লিখাকে Banglish লিখাতে রুপান্তর করবেন যেভাবে [Bangla to Banglish]"

  1. Mohtasin_Nur_Raiyan Author says:
    খুবই দরকারি একটা পোস্ট।

    বাংলাকে বাংলিশ করার দরকার টা জানালে খুব ভালো হতো ভাই

  2. apuhasan29 Contributor says:
    এটা খুবই দারুণ
  3. Asif Khan Contributor says:
    বানানে ভুল হয় ভাই
  4. Sajib Ahmed Contributor says:
    বাংলিশ পরে মুরাদ টাকলার কথা মনে পরে গেলো 😂
    1. trickbdforme Author Post Creator says:
      😁😁😁😁😁

Leave a Reply