Be a Trainer! Share your knowledge.
Home » Education » HSC , SSC শিক্ষার্থীদের জন্য ডিজিটাল ও স্মার্ট প্রশ্নব্যাংক ও আনলিমিটেড ফ্রি এক্সাম একটি অ্যাপ এ

HSC , SSC শিক্ষার্থীদের জন্য ডিজিটাল ও স্মার্ট প্রশ্নব্যাংক ও আনলিমিটেড ফ্রি এক্সাম একটি অ্যাপ এ

আসসালামু আলাইকুম সবাইকে ,

শিক্ষার্থীদের বিশেষ করে যারা গ্রামাঞ্চলে বসবাস করে তারা অনলাইন এডুকেশন এর মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ ক্লাস করতে পারলেও প্র্যাকটিসের অভাবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে পিছিয়ে থাকছে । কেননা তারা চাইলেও প্র্যাকটিসের জন্য ১০-১২ টা বই কিনতে পারেনা । এছাড়াও অনেকগুলা বই কিনলেও গুছিয়ে প্রস্তুতি নিতে অনেক সমস্যার সম্মুখীন হয় । এই সবগুলো সমস্যার সমাধান এখন একটি অ্যাপে । শিক্ষার্থীদের জন্য আলাদিনের চেরাগ এর মত কাজ করবে daricomma app .

চলুন এর ফিচার গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি ।

ডিজিটাল ও স্মার্ট প্রশ্ন ব্যাংক :

প্রথমে বলে রাখি এটা কোন পিডিএফ প্রশ্ন ব্যাংক নয়, এটি বাংলাদেশের সর্বপ্রথম স্মার্ট এবং ডিজিটাল প্রশ্ন ব্যাংক । কেন স্মার্ট বললাম তা এর ফিচার গুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন । এখানে HSC , SSC ( বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষা সব শাখার জন্য ) এর জন্য বোর্ড পরীক্ষার প্রশ্ন , এডমিশন পরীক্ষার প্রশ্ন , অনুশীলনীর সকল প্রশ্ন একদম গুছিয়ে পাবেন ।

প্রত্যেক অধ্যায় এক হাজারেরও বেশি প্রশ্ন রয়েছে । সেখানে শুধু এমসিকিউ নয় , সৃজনশীল, গাণিতিক থেকে শুরু করে জ্ঞান অনুধাবন মূলক সবকিছু সুন্দরভাবে সাজানো আছে । সাথে রয়েছে ফিল্টার ফিচার ।

ফিল্টার ফিচার :

আপনি শুধু চাচ্ছেন যে একটি অধ্যায়ের এডমিশন এ কি কি প্রশ্ন আসছে শুধু সেগুলো দেখতে , কিংবা আপনি চান নির্দিষ্ট একটা টপিকে এই অধ্যায়ের কি কি প্রশ্ন আছে সেটা দেখতে, এছাড়াও আপনি চাচ্ছেন যে শুধুমাত্র বুয়েটে বা কিংবা শুধুমাত্র DU এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসে তা পড়তে , ভাইটাও যদি চান যে ২০২০ সালে DU , বুয়েটে কি কি প্রশ্ন আসে সেগুলো দেখতে তাও আপনি এই ফিল্টার ফিচার এর মাধ্যমে এজিলি ফিল্টার করে বের করতে পারবেন ।

রিয়েক্ট ফিচার:

আপনি যখন প্রশ্নগুলো পড়বেন তখন চাইলে যে কোন প্রশ্ন রিয়েক্ট দিয়ে মার্ক করে রাখতে পারবেন । ধরেন আপনি ২০০০ এমসিকিউ পড়তেছেন পড়তে পড়তে যেগুলো আপনার কাছে ইম্পরট্যান্ট মনে হবে সেগুলো আপনি ইমপোর্টেন্ট হিসাবে মাফ করে রাখতে পারবেন যেগুলো আপনার কাছে কনফিউজিং মনে হবে সেগুলো আপনি কনফিউজ হিসেবে মার্ক করে রাখতে পারবেন । এরপরে যখন শুধুমাত্র ইমপর্ট্যান্ট কোশ্চেন গুলো দেখার ইচ্ছা হবে তখন ইম্পরট্যান্ট ইমোজিতে ক্লিক করে সেগুলো প্রশ্ন ফিল্টার করে দেখতে পারবেন । পরীক্ষার আগের রাতের ভীষণ দেওয়ার জন্য এটা কিন্তু অনেক হেল্প করবে যেটা নরমাল বইয়ে তাকিয়ে তাকিয়ে পড়তে গেলে পাতা উল্টাতে অনেক সময় লাগতো সেটা এখানে এক ক্লিকে হয়ে যাবে । এছাড়া বিভিন্ন প্রশ্নের প্রায়োরিটিও সেট করতে পারবেন সেই হিসেবে ফিল্টার করে আবার পরে রিভিশন দিতে পারবেন ।

Unlimited Free Exam :

পরীক্ষা tab এ গেলে সেল্ফ টেস্ট অপশন থেকে নিজের ইচ্ছামত পরীক্ষার নাম্বার নেগেটিভ মার্ক , পরীক্ষার সময় পরীক্ষার ধরন সব নিজের ইচ্ছামত সিলেক্ট করতে পারবে । এভাবে যে কোন অধ্যায়ের যেকোনো টপিকের আনলিমিটেড পরীক্ষা দেওয়া সম্ভব ।

Practice exam :

এছাড়াও প্র্যাকটিস পরীক্ষায় গেলে এইরকম ভাবে সময় ধরে ধরে যে কোন অধ্যায়ের সবগুলো প্রশ্ন প্র্যাকটিস করতে পারবা ।

এছাড়া আরো দারুন দারুন ফিচার এই অ্যাপে রয়েছে সবাই একটু এক্সপ্লোর করলেই বুঝবেন । নিচে অ্যাপ ডাউনলোডের লিংক দিয়ে দিচ্ছি । এছাড়াও যাদের ল্যাপটপ আছে তাদের বলবো তারা ডিরেক্ট ওয়েবসাইট ব্যবহার করুন ।

 

daricomma app download link : Click here for download

visit : daricomma.com

অ্যাপটি ডাউনলোড করে প্রথমে রেজিস্ট্রেশন করে নেবেন , এপ থেকে রেজিস্ট্রেশন করতে সমস্যা হলে ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করে এরপরে অ্যাপে লগইন করবেন । এছাড়াও আর কোন সমস্যা হলে কমেন্টে জানান ।

1 day ago (Mar 25, 2025)

About Author (154)

Avatar photo Sahariaj
author

"I may not be conventionally handsome, but I can offer a helping hand to those in need because true beauty is found in acts of kindness, not just in appearances."

Trickbd Official Telegram

One response to “HSC , SSC শিক্ষার্থীদের জন্য ডিজিটাল ও স্মার্ট প্রশ্নব্যাংক ও আনলিমিটেড ফ্রি এক্সাম একটি অ্যাপ এ”

Leave a Reply

Switch To Desktop Version