সেনা কর্মকর্তাদের বা আর্মি অফিসারদের বেতন তাদের পদমর্যাদা, চাকরির সময়কাল এবং চাকরির দেশ সহ বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে হয়ে থাকে । একটি দেশের মধ্যে সামরিক বাহিনীর বিভিন্ন শাখার মধ্যে বেতনও আলাদা হতে পারে। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে এখানে প্রদত্ত তথ্য একটি সাধারণ নির্দেশিকা, এবং প্রকৃত বেতন নির্দিষ্ট পরিস্থিতির উপর নির্ভর করে উল্লেখযোগ্য-ভাবে পরিবর্তিত হতে পারে।

আজকের ভিডিও তে/ এই পোস্টে আমরা জানবো পৃথিবীর বিভিন্ন দেশের আর্মি অফিসারদের বা সেনা কর্মকর্তাদের বেতন কত টাকা ?
তো দেখাই যাক আমাদের দেশের সেনাবাহিনীর বেতন বেশি নাকি অন্য দেশের । এবং সর্বশেষে আপনারা আমাদের প্রতিবেশী দেশ ভাতর ও বাংলাদেশ সেনাবাহিনীর বেতন ও জানতে পারবেন , জা জেনে আপনার চোখ কপালে উঠে যাবে । আর হ্যাঁ – আপনি যদি সেনাবাহিনীকে পছন্দ করে থাকেন তাহলে এই পোস্টে তে একটি লাইক দিয়ে চ্যানেল টি #CareerMessage সাবস্ক্রাইব করে দিবেন

নাম্বার ১ –
মার্কিন যুক্তরাষ্ট্র: মার্কিন যুক্তরাষ্ট্রে, সেনা কর্মকর্তাদের বেতন তাদের পদমর্যাদা এবং চাকরির বছর দ্বারা নির্ধারিত হয়। উদাহরণ স্বরূপ,
একজন সেকেন্ড লেফটেন্যান্ট পদমর্যাদার একজন সদ্য কমিশনপ্রাপ্ত অফিসার সাধারণত
প্রতি মাসে প্রায় $3,287 থেকে $4,136 ডলার বা ৩ লক্ষ ৫৬ হাজার টাকা থেকে শুরু করে ৪ লক্ষ ৪৮ হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকেন ।

এরপর একজন কর্নেল কয়েক বছরের চাকরি করার পর প্রতি মাসে
প্রায় $8,502 থেকে $11,021 ডলার বা ৯ লক্ষ ২১ হাজার টাকা থেকে শুরু করে ১১ লক্ষ ৯৪ হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকেন ।
মজার ব্যাপার হলও – উল্লেখ্য বেতন গুলো শুধুমাত্র বেসিক বা মূল বেতন এগুলোর মাঝে কোনও প্রকার ভাতা যুক্ত করা নয়।
এবং বেতনের বাহীরেও আরও অনেক সুযোগ সুবিধা তারা পেয়ে থাকেন ।

নাম্বার ২ –
যুক্তরাজ্য: যুক্তরাজ্যে, সেনা কর্মকর্তাদের বেতন তাদের পদমর্যাদা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে। 2021 সালের তথ্য হিসাবে,
সেকেন্ড লেফটেন্যান্ট পদমর্যাদার একজন সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তা বা অফিসার প্রতি বছর

প্রায় £27,273 পাউন্ড বা প্রায় ৩৬ লক্ষ ৭৪ হাজার টাকা বেসিক বা মূল বেতন উপার্জন করেন,
এবং অভিজ্ঞতাসম্পন্ন একজন কর্নেল প্রতি বছর প্রায় £78,468 পাউন্ড বা প্রায় ১ কোটি টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকেন।

নাম্বার ৩
ভারত: ভারতে, সেনা কর্মকর্তাদের বেতনও পদমর্যাদা এবং চাকরির সময়কালের উপর ভিত্তিতে পরিবর্তিত হয়। 2021 সালের তথ্য হিসাবে,
লেফটেন্যান্ট পদমর্যাদার একজন সদ্য কমিশনপ্রাপ্ত অফিসার প্রতি মাসে
প্রায় ₹56,100 রুপি থেকে ₹1,77,500 রুপি বা ৭৩ হাজার টাকা থেকে ২ লক্ষ ৩২ হাজার টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকেন ।
এবং কয়েক বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন কর্নেল প্রায় ₹1,30,600 রুপি থেকে ₹2,15,900 রুপি বা ১ লক্ষ ৩০ হাজার টাকা থেকে ২ লক্ষ ৮২ হাজার টাকা পর্যন্ত মাসিক বেতন পেতে পারেন।

নাম্বার ৪
বাংলাদেশ – বাংলাদেশ সেনাবাহিনীর সেনা কর্মকর্তাদের বেতনও পদমর্যাদা এবং চাকরির সময়কালের উপর ভিত্তিতে পরিবর্তিত হয়। ২০১৫ বেতন স্কেল অনুসারে
একজন সদ্য কমিশনপ্রাপ্ত অফিসার প্রতি মাসে ২৩ হাজার টাকা থেকে ২৪ হাজার টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকেন ।
এবং একজন কর্নেল প্রায় ৬১ হাজার টাকা থেকে ৭৪ হাজার টাকা পর্যন্ত মাসিক বেতন পেতে পারেন। এবং এগুলো মূল বেতন ।


উল্লেখ্য গুরুত্বপূর্ণ বিষয় এই পরিসংখ্যানগুলি বা বেতন গুলো আনুমানিক বেতন এবং সামরিক বেতনের স্কেল,
যা- জীবনযাত্রার খরচ এবং অন্যান্য কারণগুলির সমন্বয়ের কারণে সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে।
এর-বাহিরেও অতিরিক্ত-ভাবে, সামরিক অফিসাররা বিভিন্ন ভাতা এবং অন্যান্য সুবিধা পেতে পারেন,
যেমন আবাসন ভাতা, চিকিৎসা সুবিধা এবং পেনশন পরিকল্পনা, যা তাদের সামগ্রিক ক্ষতিপূরণ প্যাকেজে অবদান রাখতে পারে।

সুনির্দিষ্ট এবং আপ-টু-ডেট তথ্যের জন্য, অফিসিয়াল সামরিক সূত্রের সাথে পরামর্শ করা বা আপনার দেশের সংশ্লিষ্ট সামরিক শাখার সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হলও ।

এবং এরপর কি বিষয় জানতে চান তা আমাকে জানান । সবাই ভাল থাকবেন । আল্লাহ হাফে-য ।

আমাদের ইউটিউব চ্যানেল Career Message ও চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ।

আমাদের ফেসবুক – Facebook.com/CareerMessageTXT

আল্লাহ হাফেয । #Trickbd এর সাথেই থাকুন আশা করি এমন অনেক কিছুই পাবেন । যা আগে কখনো কোথাও পান নি ।

THANKS FOR YOUR VISIT & WITH LOVE ❤️

#CareerMessage #BangladeshArmy_Navy_Airforce #BangladeshArmedForces #MilitaryForces #DefenseAcademy #GovtJobBangladesh #BdDefenseJobCircular #BDJob #Trickbd

Leave a Reply