দেশব্যাপী অনুষ্ঠিত মেধার লড়াইয়ে অংশ নিয়ে জিতে নিন ৫০,০০০ টাকার প্রথম
পুরস্কারসহ ১০ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি।তোমাররা যদি ২০২৩ সালের এইচএসসি বা আলিম পরিক্ষার্থী হয়ে থাকো তবে এই প্রতিযোগিতা শুধু তোমাদের
জন্য।সেরাদের সেরা হওয়ার সুযোগ এবার তোমার
হাতে।দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা মেধাবীদের
খুঁজে বের করতে এবং তাদেরকে পুরস্কৃত করতে আইকন প্লাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং নিয়ে এসেছে “মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৩”।
প্রতিযগিতায় অংশ নিয়ে মেধার পরিচয় দিয়ে আপনিও পেতে পারেন-
১ম- ৫০ হাজার টাকা ( ৩০ হাজার নগদ+ ২০ হাজার আইকন প্লাসের সার্ভিস)
২য়- ৩০ হাজার টাকা ( ১৫ হাজার নগদ + ১৫ হাজার আইকন প্লাসের সার্ভিস)

মেধা অন্বেষণ ২০২৩


৩য়-
২০ হাজার টাকা ( ১০ হাজার নগদ+ ১০ হাজার আইকন প্লাসের সার্ভিস)

আর ৪র্থ থেকে ১০০ তম পর্যন্ত
থাকছেঃ ৯ লক্ষ টাকার
শিক্ষাবৃত্তি।
পরীক্ষার তারিখঃ ২১
জুলাই ২০২৩ (শুক্রবার, বিকাল
৩.০০ টা) এবং পরীক্ষা অনুষ্ঠিত হবেঃ

আইকন প্লাসের সকল শাখায়
(যা অফলাইনে)
বিষয় ও মান বণ্টন-
পরিক্ষা_পদ্ধতিঃ MCQ, মোট_MCQ: ১০০
পূর্ণমানঃ ১০০
প্রতিটি MCQ এর জন্য ১ নম্বর
পাবে এবং প্রতিটি ভুল
উত্তরের জন্য ০.২৫ নম্বর
কাটা যাবে।
বাংলাঃ- ৪০ নম্বর (১ম ও ২য়
পত্র – শর্ট সিলেবাস
অনুযায়ী)
ইংরেজিঃ ৪০ নম্বর (১ম ও
২য় পত্র – শর্ট সিলেবাস
অনুযায়ী)
গ্রুপ ভিত্তিক বিষয়ঃ ২০
নম্বর (বিজ্ঞান: পদার্থ-১০ +
রসায়ন-১০; ব্যবসায় শিক্ষা:
হিসাববিজ্ঞান-১০ +
ব্যবস্থাপনা-১০; মানবিক:ইতিহাস + ভূগোল + অর্থনীতি
+ পৌরনীতি, সাম্প্রতিক
ঘটনাবলি)
পরীক্ষায় অংশ নিতে
নিচের লিংকে ক্লিক করে
ফ্রি রেজিস্ট্রেশন করুন
রেজিস্ট্রেশন লিংকঃ
link
বিস্তারিত জানতে
যোগাযোগ করুন:-

page post link
উল্লেখ্য যে, আইকন প্লাস এর যেকোনো শাখায় পরীক্ষা দেয়া যাবে।

Leave a Reply