আসসালামুলাইকুম,

দীর্ঘ সময় পর ফিরে আসলাম । তো সরাসরি মূল টপিকে যাওয়া যাক । আজ আমরা এমন একটা ডিভাইস বানাবো যেটা দিয়ে ঘরের লাইট ফ্যান ইত্যাদি পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে নিয়ন্ত্রণ করতে পারব গুগল অ্যাসিস্ট্যান্ট বা অ্যাপ থেকে । চাইলে গুগল অ্যাসিস্ট্যান্ট ভয়েস কমান্ড দিয়েও সবকিছু নিয়ন্ত্রণ করা যাবে । এছাড়াও যেকোনো রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবো খুব সহজেই । সাথে তাপমাত্রা সেন্সর থাকবে । তাই তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ফ্যান অটো চালু এবং তাপমাত্রা কমলে অটো বন্ধ করার ফিচার থাকবে ! 

আর আমি এটি  Giveaway করতে যাচ্ছি  ট্রিকবিডিতে ফিরে আসা উপলক্ষে । যে বিজয়ী হবেন তার জন্য আমার পক্ষ থেকে এটি ফ্রী গিফট হিসেবে দেবো । সবার জন্যেই ছোট্ট উপহার থাকবে । অংশগ্রহন করার নিয়ম শেষে দেওয়া থাকবে ।

তো চলুন শুরু করা যাক ।

এটা তৈরিতে যা যা প্রয়োজনঃ

১. Esp32 বা Esp8266 

২. রিলে মডিউল (৪ চ্যানেল এর)

৩. পুশ বাটন (৪ টি)

৪. Jumper Wire অথবা যেকোনো তার 

৫. DT-11 (temperature & humidity sensor) 

৬. IR Receiver & Remote

৭. প্লাস্টিক পিভিসি বোর্ড অথবা যেকোনো বোর্ড নিলেই হবে যেটা দিয়ে আমরা ডিভাইসটার বডি বানাবো

সবগুলাই দারাজ অথবা লোকাল মার্কেটে পাওয়া যাবে । টোটাল ৫০০ টাকার কাছাকাছি খরচ হবে ।

প্রথমে নিচের ডায়াগ্রাম অনুযায়ী কানেকশন করে নিন । ছবি টি আমি ডাউনলোড লিঙ্ক এ দিয়ে দিবো 

ডায়াগ্রাম – ১

 

তারপর এগুলো নিজের বানানো বক্সে সেটআপ করে নিন । এটা আমি নিজে বানিয়েছি । চাইলে এটার বদলে  সুইচ বক্স ব্যবহার করতে পারেন ।

দ্বিতীয় ধাপে আমরা আমাদের esp-32 বা esp-8266 কে  ফ্ল্যাশ করব ।

(নিচে ভিডিও দিয়ে দেবো, না বুঝলে দেখে নিবেন ।)

ফ্ল্যাশ ফাইল গুলো এখান থেকে ডাউনলোড করে নিন 

Download Now

তারপর ফাইল গুলো Extract করে নিন ।

Flash tool টি ওপেন করুন ।

Esp32 কে USB দিয়ে পিসিতে কানেক্ট করুন

পরপর ফ্ল্যাশ ফাইল গুলো ফোল্ডার থেকে  একে একে select করুন এবং  ডান পাশের বক্স এ ফোল্ডার এর নাম কপি করে পেস্ট করুন । ঠিক নিচের ছবির মত কনফিগার করে নিন ।

এবার Erase বাটন চাপুন । কমপ্লিট হয়ে গেলে Start বাটন চাপুন । ব্যাস কাজ কমপ্লিট । এবার usb খুলে আবার লাগান ।

ফোনে CADIO apps টি ডাউনলোড করে নিন ।

তারপর ফোনে ওয়াইফাই ওপেন করে দেখবেন CADIO নামের SSID দেখাচ্ছে । ওটাই কানেক্ট করে CADIO APP টি ওপেন করুন । তারপর মেনু থেকে কনফিগারেশন এ যান । নিচের ছবির মত কনফিগার করে নিন ।

 

বাকি সব যা আছে তাই রেখে দিন ।এবং টিক এ ক্লিক করুন । পরের পেজ এ আপানার ওয়াইফাই এবং পাসওয়ার্ড দিয়ে সেভ করুন । দেখবেন ৪ টি সুইচ এড হয়ে গেছে ।

এবার রিলে সুইচ এর সাথে আপনার বাসার লাইট ফ্যান বা যেকোনো ডিভাইস উপরের মত কানেকশন করে নিয়ে চাইলে অ্যাপ থেকে কন্ট্রোল করতে পারবেন । এবং গুগল অ্যাসিস্ট্যান্ট এর সাথে লিঙ্ক করে , ভয়েস কমান্ড দিয়েই অন অফ করতে পারবেন পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে ।

দ্বিতীয় পর্বে থাকবে কিভাবে গুগল অ্যাসিস্ট্যান্ট লিঙ্ক করবেন এবং কিভাবে রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন ।

Giveaway তে অংশগ্রহন করার নিয়ম নিচের  লিঙ্ক  এ  দেওয়া আছে । 

গিভাওয়ে লিঙ্ক

যারা অংশগ্রহন করবেন তারা সবাই পাবেন ক্যানভা স্টুডেন্ট অথবা যেকোনো একটি বাংলা কোর্স । 

আর বিজয়ী পাবেন এই ডিভাইস টি  

তো আজ এ পর্যন্তই । এমন টিউটোরিয়াল পেতে আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন । লিঙ্ক

আল্লাহ হাফেজ ।

 

13 thoughts on "লাইট ফ্যান চলবে আপনার কথায় ! নিজেই স্মার্ট সুইচ বানিয়ে নিন খুব সহজে"

  1. Avatar photo Rifat Author says:
    Good Job brother ?
  2. Avatar photo Md Zahid Hasan Patwary Contributor says:
    Thanks for sharing this amazing idea. But it would be better if you add upper items buying links. Cause it’s sometimes to difficult to find such items. Also, in online those items are too expensive. Or you share any location of that market where we can get all together.
    1. Rahat Rahatahammed Author Post Creator says:
      okay I’ll add links
  3. Avatar photo কাব্য Author says:
    jegula jinis lagbe ogular link gula dile valo hoto
    1. Rahat Rahat Author Post Creator says:
      ভাই দারাজে সার্চ দিলেই পাবেন সবগুলো ,, তারপর‌ও লিংক এড করে দেবো ।
  4. nayemrumi Contributor says:
    ভাই ডায়াগ্রামের কানেকশনটা যদি ভিডিওতে ভালো করে বুঝিয়ে বলতেন তাহলে ভালো হতো আমরা ডায়াগ্রাম দিয়ে কিভাবে কানেক্ট করব সেটি বুঝতেছিনা দয়া করে এ নিয়ে একটি ভিডিও দিবেন ডিটেলস সহকারে আপনার ভয়েস দিয়ে
    1. Rahat Rahat Author Post Creator says:
      ভাই দারাজে সার্চ দিলেই পাবেন সবগুলো ,, তারপর‌ও লিংক এড করে দেবো ।
    2. Rahat Rahat Author Post Creator says:
      ইনশাআল্লাহ, নেক্সট টাইম ।
  5. Emon Contributor says:
    Node mcu দিয়ে কি একই ভাবে হবে?
    1. Rahat Rahat Author Post Creator says:
      শুধু মাত্র esp32 & esp8266 দিয়ে কাজ হবে ।
  6. S Contributor says:
    Good post
    1. Rahat Rahat Author Post Creator says:
      Thank you!
  7. RIWAD Contributor says:
    ভাই আপনার ডায়াগ্রাম টা স্পষ্ট না যদি এটা ঠিকমত বলে দিতেন কারন ইএসপিতে এরকম নাই

Leave a Reply