আসসালামুআলাইকুম , আসা করি  সবাই ভাল আছেন। আমি আজ আপনাদের সাথে একটি দুভাইস রিভিউ করব ।

ডিভাইসটির নাম হল Blutooth receiver

আপনার হয়তবা একটু অবাক হয়েছেন এটা আবার কেমন ডিভাইস  যে একটা সাধারণ হেডফোন কে Blutooth হেডফোন পরিণত করবে।

হ্যা এটাই সত্য যে এই ধরনের ডিভাইস অনেক আগেই বের হয়েছে। আর এই ডিভাইস টি আমি নিজেই ব্যাবহার করছি।

এবং ব্যাবহার করে অনেক মজাই পাচ্ছি । তাই ভাবলাম তাহলে আপনাদের সাথে সেয়ার করি।

Specification

Bluetooth version: 4.2

Battery: 3.7V  60mAh 

Charging power: 5V/80mAh 

Tramsmit distance: about 10m 

Frequency: 2.4GHz

Conversation time: about 2h

Music playing time: About 2.5h 

Standby time: About 80h

এখন বলব আপনি কিভাবে এই ডিভাইসটি ব্যাবহার করবেনঃ

যে কোন সাধারণ হেডফোন এর সাথে আপনি এই ডিভাইসটি কানেক্ট করতে পারবেন।

মোবাইল, আইফোন , আইপেড লেপটপ এবং এমপ্লিফায়ার এর সাথে খুব সহজেই কানেক্ট করতে পারবেন কোন রকম জামালা ছারাই।

 

 

 

 

আপনারা এই ডিভাইস ৩.৫ ইন্টারফেস ,সাউন্ড কমান্ড , বাড়ানোর জন্য বলিওম বাটন পাবেন।

নেস্ট ও প্রিবিয়াস বাটন, কল রিসিভ ,কল কাটতে এবং পাওয়ার অন, অফ সুইচ ও পাবেন। আরো পাবেন যে কোন USB চার্জার দিয়া চার্জ দেওয়ার সুবিধা

এখন প্রশ্ন হল এই সল্প দামের ডিভাইসটি কোথায় পাবেন?

এই ডিভাইস টি ভিবিন্ন আইটি সোপে পাবেন, তবে দাম একটু বেশি পরবে ।

তবে আপনি Aliexpress , amazon থেকে নিলে ৩৫০ টাকার মধ্যেই পাবেন।

তবে আমি এই ডিভাইস টি Aliexpress.com থেকে কিনেছি।

এই পোস্ট টি যদি ভাল লাগে প্লিজ আমার এই ছোট  সাইটে ঘুরে আসুন।

TecH4kbd 

 

আপনার চাইলে এই ডিভাইস টি আমি Aliexpress.com থেকে  কোন রকম লাভ ছারাই এনে দিতে পারব আমি যে টাকা দিয়া কিনেছি মাত্র ৩৫০ টাকায় ।

25 thoughts on "যে কোন হেডফোন কে Blutooth Wireless বানাবেন একটি ডিভাইস এর মাধ্যমে (Blutooth receiver Price 350 tk)"

    1. Rofiq khan Author Post Creator says:
      wlc
  1. AU Shamim Contributor says:
    Amazon theke BD te order deoa jai?
    1. Rofiq khan Author Post Creator says:
      জি স্যার দেওয়া জায় । তবে থার্টপার্টির মাধ্যমে। তবে আমি Aliexpess.com থেকে এনেছি
    2. Rofiq khan Author Post Creator says:
      জি স্যার দেওয়া জায় । তবে থার্টপার্টির মাধ্যমে।
    3. Rofiq khan Author Post Creator says:
      দেওয়া জায় । তবে থার্টপার্টির মাধ্যমে।
    4. AU Shamim Contributor says:
      Third Party er maddhome mane?
  2. YASIR-YCS Author says:
    বোকা নাকি।
    Aliexpeess/Amazon থেকে যে কিনলেন তো ডেলিভারি কোথায় দিসে আপনাকে?
    1. Rofiq khan Author Post Creator says:
      জী স্যার, বাংলাদেশে আমার ঠিকানায় দিছে । আমি ailexpress.com থেকে এনেছি।
    2. YASIR-YCS Author says:
      না মানে আমি কক্সবাজার দিলে কি আসবে নাকি? আমার জানা মতে ঢাকা এয়ারপোর্ট এ গিয়ে নিতে হয়।
  3. Rofiq khan Author Post Creator says:
    ji sir apnar janata sothik tobe sob prodacts custome vat dite lage na .. r ey prodacts shiping free
    1. Rofiq khan Author Post Creator says:
      r apni caile ami apnake ene dite parbo ..
  4. Rifat Contributor says:
    amazon theke bd te nibo kamne
    1. Rofiq khan Author Post Creator says:
      Thratparti er moddome apni ante paren
  5. Jinius Alamin Contributor says:
    valoi to apnar company product trickbd ta bacha suru korsen
    1. Rofiq khan Author Post Creator says:
      Apni vhul bujlen…ami kono businessmen noi…
    1. Rofiq khan Author Post Creator says:
      Thanks
  6. Stupid boy Hridoy Contributor says:
    vai order dile kotodin lagbe asbe?
    1. Rofiq khan Author Post Creator says:
      30 days er moto somy lage .
  7. Saj1b Contributor says:
    I want to buy this device from you. So give me your cont. Number plz.
    1. Rofiq khan Author Post Creator says:
      /rofiq222
      FB Contact koren
  8. Gaffar Contributor says:
    Link plz.

Leave a Reply