আসসালামু আলাইকুম।
আপনাদের কমেন্ট পড়ে জানতে পারলাম আপনারা এই ধরনের পোস্ট চান। তাই দেরী না করেই এই পোস্টে দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি।

তবে প্রথমেই বলতে চায় যারা আমার প্রথম পর্বটি পড়েন নাই তাহারা দয়া করে নিচের লিংকের সাহায্যে প্রথম পর্বটি পড়ে নিন। কারণ প্রথম পর্ব ছাড়া আপনি দ্বিতীয় পর্ব পড়তে পারবেন না।
♠এখানে ক্লিক করে আমার প্রথম পর্বটি পড়ে নিন।
★আজকে আমাদের আলোচনার বিষয় যৌগিক লজিক গেইট

আপনারা নিশ্চয় জানেন লজিক গেইট ২ প্রকার
|. মৌলিক গেইট এবং
||. যৌগিক গেইট
পূর্বের পাঠে আমরা মৌলিক গেইট নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা যৌগিক গেইট সম্পর্কে আলোচনা করবো।
আজকে বেশী কথা বলবো না, চলুন সরাসরি পাঠে চলে যায়ঃ
যৌগিক গেইট (Combitional gate):
প্রথমেই জানা দরকার যৌগিক গেইট কাকে বলে?
তো চলুন জেনে নেওয়া যাক,
যে সমস্ত গেইট একাধিক মৌলিক গেইট দিয়ে গঠিত সে সব গেইটকে যৌগিক গেইট বলে।
যৌগিক গেইটের প্রকারভেদ আপনাদের সুবিধার জন্য দেওয়া হলোঃ
♣সাধারণত যৌগিক গেইট ৪ প্রকারঃ-
|. নর (NOR) গেইট
||. ন্যান্ড (NAND) গেইট
|||. এক্স-অর (X-OR) গেইট
||||. এক্স-নর (X-NOR) গেইট

→চলুন এবার আমরা এই প্রকার গেইট গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নি।
প্রথমেই,
[b]1. নর (NOR) গেইটঃ
নর গেইট হচ্ছে অর গেইট ও নট গেইটের সমষ্টি।
অর্থাৎ NOR Gate = OR Gate + NOT Gate.

অর গেটের আউটপুটকে নর গেটের ইনপুট হিসাবে ব্যবহার করলে নর গেটের আউটপুট পাওয়া যায়। Aও B দুইটা input হলে নর গেইটের Output হবে =A+B ইনর্ভাস্
নিচের চিত্রের সাহায্যে আপনারা ভালো করে বুঝে নিন।
♣ NOR GATE এর প্রতীক দেখে নিনঃ

♣NOR gate এর সত্য সারণী বা ট্রুথ টেবিল দেখে নিনঃ

♣ NOR gate দিয়ে তৈরী একটি পিনআউট (pinout) দেখে নিনঃ

2. ন্যান্ড (NAND) গেইটঃ ন্যান্ড গেইট হচ্ছে অ্যান্ড গেইট এবং নট গেইটের সমষ্টি।
অর্থাৎ NAND GATE = AND GATE + NOT GATE.
অ্যান্ড গেইটের Output কে নর গেইটের input হিসাবে ব্যবহার করলে ন্যান্ড গেইটের output পাওয়া যায়। A ও B দুইটি input হলে ন্যান্ড গেইটের output হবে =A.B ইনর্ভাস্
→আপনারা নিচের ছবির সাহায্যে ভালো ভাবে বুঝে নিন।
♣NAND Gate এর প্রতীক দেখে নিনঃ

♣NAND গেইটের ট্রুথ টেবিল বা সত্য সারণী দেখে নিনঃ

♣NAND গেইট দিয়ে তৈরী একটি পিনআউট (pinout) দেখে নিনঃ

3. এক্স-অর গেইটঃ Exclusive OR Gate এর সংক্ষিপ্ত রুপ হলে X-OR গেইট। এই গেইট কোনো বেসিক গেইট নয়। কারণ হয়ত আপনাজা সবাই জানেন। যারা জানেন না তাদের বলছি এই লজিক গেইটটি একটি বিশেষ একটা গেইট কারণ এই গেইটি অ্যান্ড, অর, নট গেইটের সমন্বয়ে তৈরী হয়। আবার এটি ইন্ডিগ্রেটেড সার্কিট (IC) আকারেও পাওয়া যায়। এটি এমন একটি লজিক গেইট যার input এ বিজোড় সংখ্যক 1(High) থাকলে output এ 1 (high) হয়। এক্স-অর গেইটে দুই বা তার বেশী ইনপুট থাকতে পারে কিন্তু আউটপুট হবে শুধু একটি।
X-OR গেটে ইনপুট Aও B হলে এবং আউটপুট Y হলে বুলিয়ান সমীকরণ (Boolean expression) হবেঃ
Y=A©B=ইনভার্সAB+ABইনভার্স
বিঃদ্রঃ এখানে “©”দ্বারা X-OR এর কাজকে বুঝানো হয়েছে।
এটা একটা জটিল গেইট আপনারা ছবির দেখে ভালোভাবে বুঝে নিন।
♣X-OR gate এর প্রতীকঃ

♣X-OR গেইটের সত্য সারণী বা ট্রুথ টেবিল দেখে নিনঃ

♣X-OR গেইট দিয়ে তৈরী একটি পিনআউট (pinout) দেখে নিনঃ

4. এক্স-নর (x-nor) গেইটঃ এটি একটি OR gate ও একটি NOT gate এর সমন্বয়ে তৈরী। X-OR gate এর আউটপুটকে NOT দিয়ে প্রবাহিত করলে X-NOR gate পাওয়া যায়।
অর্থাৎ X-OR GATE+NOT GATE=X-NOR GATE.
X-NOR গেটেও X-OR গেইটের মতো দুই বা তার অধিক input এবং output হবে শুধুমাত্র একটি।এটি এমন একটি গেইট যার ইনপুটে বিজোড়সংখ্যক হাই (High) থাকলে আউটপুট লো (low) হয়।অন্যথায় আউটপুট হাই (high) হয়। অর্থাৎ এতে X-OR GATE এর বিপরীত মানের আউটপুট পাওয়া যায়। একটি x-or গেইটের আউটপুটে একটি not গেইট সংযোগ করে x-nor গেইট তৈরী করা হয়।
এইবার আপনারা ভালোকরে ছবিটি দেখে বুঝার চেষ্টা করুন।
♣X-NOR গেইটের প্রতিক দেখে নিনঃ

♣X-NOR গেইটের সত্য সারণী বা ট্রুথ টেবিল দেখে নিনঃ

♣X-NOR গেইট দিয়ে তৈরী একটি পিনআউট (pinout) দেখে নিনঃ

♣♣♣ এইবার এক নজরে সকল গেইট গুলোর প্রতীক দেখে নিনঃ

♣♣♣এইবার এক নজরে সকল গেইটগুলোর ট্রুথ টেবিল বা সত্য সারণী দেখে নিনঃ

নিচের দেখুন একটি সার্কিট দেওয়া হয়েছেঃ

তো আজ এই পর্যন্তই, আমাদের আগামী কালকের আলোচনার বিষয় হবে সার্বজনীন গেইট (Universal gate) সম্পর্কে।
সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

[u]আর একটা কথা আপনাদের এই রকমের ধারাবাহিক পোস্ট কেমন লাগছে জানাতে ভুলবেন না।[/u]
★যদি কোনো সমস্যা বা কোনো প্রয়োজন থাকে তাহলে আমাকে ফেসবুকে নক করুন। আমি সর্বত্তর ভাবে সমাধান দেওয়ার চেষ্টা করবো। ফেসবুকে নক করতে এখানে ক্লিক করুন।
→→→→→→→→ধন্যবাদ সবাইকে←←←←←←←←

18 thoughts on "[part 2] আসুন জেনে নিই লজিক গেইট (Logic gate) সম্পর্কে। বিস্তারিত পোস্টে।"

  1. Avatar photo Rasel Tips Contributor says:
    Ai sercit diye ki kora jabe akto bolon to vai
    1. Avatar photo Akash101 Author Post Creator says:
      লজিক গেইটের সহায্যেই সফটওয়্যার গুলো কাজ করে
    2. LogicGate Contributor says:
      onek kisu kora jabe…jemon:
      not gate apni fridge e use koren: fridge khulle light jole off korle nivhe jay
  2. Avatar photo Rasel Tips Contributor says:
    Kew comment korlona tai ami korlam
    1. Avatar photo Akash101 Author Post Creator says:
    2. Avatar photo Rasel Tips Contributor says:
      Ok elder brother

      😀

      Valo post koren

  3. Avatar photo Rasel Tips Contributor says:
    ???????????????????????????????????????✊??✊✊✊???????????????
  4. Rakib_sarkar Contributor says:
    টাইটেল ঠিক করুন।
  5. Avatar photo SHUKUR Contributor says:
    Thanks for this post.
    I’m waiting for your next post
  6. Shamim Wahid Author says:
    সুন্দর পোস্ট
  7. Curious nobody Contributor says:
    পোস্টের কনসেপ্টটা ভালো, তবে পোস্টটি একটু শুদ্ধ করে লিখুন।লিখেছেন-
    ইনভার্সAB+ABইনভার্স; সঠিকভাবে parenthesise, নাহলে কী বুঝাতে চাইছেন বুঝা যায় না। হবে এরকম-
    ইনভার্স(A) B+A ইনভার্স(B) or
    (A)ইনভার্স B+A (B)ইনভার্স।
    However, Good Effort. But needs more description.Carry on?
    1. Curious nobody Contributor says:
      Sorry:-
      ….. সঠিকভাবে parenthesise করেন নাই …..
  8. sr logo Sanjit Author says:
    Electronics category te postgulo korun
    1. Avatar photo Akash101 Author Post Creator says:
      this ase

Leave a Reply