জীবনে কখনো মোবাইল নেটওয়ার্কের জ্বালাতন সহ্য করেনি এমন মানুষ খুজে পাওয়া কঠিন; বিশেষত ঘরের ভেতর নেটওয়ার্ক না থাকলে বাইরের আম গাছে সিগন্যাল খোজার মতোন তিক্ত অভিজ্ঞতা তো আছেই….
আজ আমরা এমন একটি সহজ এবং সাধারণ N-Tina (এন্টেনা) তৈরী করবো যা দিয়ে উইক সিগন্যাল এরিয়াতে যেমন প্রত্যন্ত অঞ্চল কিংবা ঘরের ভেতর মোবাইল নেটওয়ার্ক পেতে পারি।
আমার নাম Neon বলেই যে N-Tina বলেছি এমনটি নয় বরং পুরো এন্টেনার মডেলটাই N স্টাইলের তাইতো এমন নাম দিলাম।
মোবাইল সিগন্যাল সমাচার:
মোবাইল সিগন্যাল বলুন আর রেডিও সিগন্যাল বলুন সবই AC কারেন্ট (অরটারনেটিং কারেন্ট) এর লীলাখেলা যেখানে বাতাসের মাঝে বিদ্যুৎ ফ্রিকুয়েন্সি (কম্পাংক) হিসেবে তথ্য আদান প্রদান করে ফলে কমিউনিকেশন সম্ভব হয়; এই কম্পাংক হয় ইউনিক যেমন রেডিও ওয়্যেভ তরঙ্গের জন্য ব্যান্ডের কম্পাংক যেমন নির্দিষ্ট তেমনি মোবাইল সিগন্যালের জন্যও একটি নির্দিষ্ট কম্পাংক দেওয়া হয়। যেমন বাংলাদেশে 2G এর জন্য 900-1800 MHz, 3G এর জন্য 2100 MHz, 4G এর জন্য 1800 & 2100 MHz, CDMA এর জন্য 850 MHz দেওয়া হয়েছে।
আপনার ঘরে মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় না সেটার পেছনে বিভিন্ন কারন থাকতে পারে যেমন ওয়েদার-এনভায়রনমেন্ট- সিগন্যাল জ্যামিং ইত্যাদি ইত্যাদি।
আমরা ইউটিউবে বিভিন্ন মোবাইল সিগন্যাল বুস্টার সার্কিট দেখে থাকি তবে আদতে সেগুলি অকার্যকর কেননা সাধারন আইসি কিংবা ট্রানজিস্টার অডিও সিগন্যাল এমপ্লিফাই করতে পারে সত্য তবে তা মেগাহার্জ পরিমান এপ্লিফিকেশন করতে পারে কিনা সন্দেহ!
ঘরে বসেই তৈরী করুন N-Tina:
কম্পোনেন্ট:
(১) এ্যালুমিনিয়ামের ফাঁপা দন্ড/ প্লেট
(২) কিছু কপার ওয়্যার
(৩) ইনসুলেটেড কপার ওয়্যার
(৪) ক্যাবল
চিত্র:
কর্মপদ্ধতি:
সবার আগে দুটি এ্যালুমিনিয়াম দন্ড (এ্যালুমিনিয়াম এর পরিবর্তে যেকোনো সুপরিবাহক যেমন লোহা ব্যবহার করতে পারেন তবে মরিচার সমস্য এড়াতে এ্যালুমিনিয়াম ব্যবহার করায় শ্রেয়) N আকৃতিতে বাকিয়ে নিন ( চিত্রে N আকারটি একটু তীর্যকভাবে দেখানো হয়েছে যাতে এটি বাতাসের ফ্লো এর সাথে সামঞ্জস্যপূর্ণ হয়)। প্রতিটি N এর বাহুর দৈর্ঘ্য রাখুন 40 cm; এবার N এর দুই মাথাতে দুটি কপার ইনসুলেটেড ওয়্যার ৬-৮ টি প্যাচ করে কয়েল তৈরী করে যুক্ত করে দিন। খেয়াল রাখবেন যেন প্রতিটি কয়েলের উভয় প্রান্তদ্বয় উন্মুক্ত (ইনসুলেশন ফ্রি) থাকে। এই কয়েল ব্যবহার করার মূল কারন হলো অতি সামান্য AC current (signal) এই কয়েলের তড়িৎ চৌম্বকীয় আবেশ সৃষ্টি করতে পারবে এবং মডিউলারের কাজ করবে। এবার N এর দুটি মাথা কপার ওয়্যার দ্বারা যুক্ত করুন এবং একটি জ্যাক পয়েন্ট তৈরী করে সেটার সাথে ক্যাবল যুক্ত করুন; ব্যাস আপনার আউটডোর N-Tina তৈরী।
আবার একই রূপ N আকৃতির এন্টেনা তৈরী করে তাতে ঐ ক্যাবল যুক্ত করুন এবং সেটি ঘরের একটি কমন প্লেসে সেট করুন (উল্লেখ্য এই ইনডোর এন্টেনাটি যেন সরাসরি ভূমি বা দেয়াল স্পর্শ না করে সেটা খেয়াল রাখবেন এবং তাতে আলাদা করে কয়েল যুক্ত করার প্রয়োজন নেই)।
আলোচনা:
মূলত আউটডোর এন্টেনা’টি ঘরের বাইরে থাকা ফ্রিকুয়েন্সি/সিগন্যাল গ্রহণ করবে এবং সেটি ক্যাবল এর মাধ্যমে ইনডোর এন্টেনাতে পৌছে দিবে। ডিশ লাইনের তার ক্যাবল হিসেবে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভেতরের মোটা তারটিকে কনডাকটিভ ওয়্যার হিসেবে ব্যবহার করুন। আর ইনডোর এন্টেনা’টি এক প্রকার বুস্টারের কাজ করবে।আউটডোর এন্টেনা’টি যতোটা সম্ভব ঘরের বাইরে খোলা জায়গার উচু করে বাধবেন।
যদিওবা বিষয়টি দেখতে সাধারন তবে খুবই ইফেক্টিভ; তথাপি আপনি চেষ্টা করতে পারেন, ইনশাল্লাহ সফল হবেন।
বিঃদ্রঃ আর যদি ভবিষ্যতে এর চেয়ে উন্নত ধরণের এন্টেনা তৈরী করতে সক্ষম হই তবে পোস্ট’টিতে সংযোজন নয়তো নতুন পোস্ট করার চেষ্টা করবো।
ব্যক্তিগতভাবে আমি মোবাইল নেটওয়ার্কের জন্য মাইক্রো এন্টেনা তৈরীর চেষ্টা করছি;সফল হলে ইনশাল্লাহ আপডেট পাবেন।
TrickBD Gift
আলহামদুলিল্লাহ গতকাল ট্রিকবিডি হতে প্রথম ৫০৩ টাকা পেমেন্ট পেলাম; যদিওবা টাকার অংকে তা নিতান্তই সামান্য তবুও ভালোবাসা দিক থেকে তা অপরিসীম। এই টাকাটা TickBD টিম আমার পোস্টেট বিপরীতে পেমেন্ট করছে তবে ভিউ-ইমপ্রেশন-ক্লিক সবই কিন্তু আপনাদের তাহলে টাকাটা আমি নিই কিভাবে বলুন??
কমেন্টে প্রথম ১০ জন ট্রিকবিডি অথর+কন্ট্রিবিউটর’কে ৫০ টাকা করে মোবাইল রিচার্জ দেওয়া হবে। আপনার কমেন্টে আপনাদের মোবাইল নাম্বার জানাতে পারেন।
কন্ট্রিবিউটর’দের জন্য শর্ত থাকে যে রিচার্জ তারাই পাবেন যারা ০১-১১-২০১৮ এর আগে রেজিস্টার করেছেন এবং পয়েন্ট ব্যালেন্স ১০০ বা ততোধিক [ এটা এইজন্য যে যাতে কেউ স্পাম করতে না পারেন এবং প্রকৃত ট্রিকবিডির ইউজারেরাই রিচার্জ পান]।
যেহেতু আমি ব্যস্ততার ভেতরেই পোস্ট লিখছি তাই রিচার্জ পেতে দেরী হলে কিছু মনে করবেন না; ইনশাল্লাহ আজ রাত নয়তো কাল সকালের মাঝে পেয়ে যাবেন।
অনুরোধ:
যেহেতু আমি রিচার্জ দিচ্ছি তাই একটা অনুরোধ তো করতেই পারি; আপনারা সবাই সম্ভব হলে দিনে অন্তত একবার ট্রিকবিডির যেকোনো এডে ক্লিক করবেন তাহলে অন্তত ট্রিকবিডি প্যানেলের কিছু আর্ন হবে।আমাদের ভালোবাসার ট্রিকবিডি’কে ভালো রাখার দায়িত্ব তো আমাদেরই…এইটুকু ডোনেট করবেন তো?
আপডেট: ১০ জনকে রিচার্জ ইতিমধ্যে দেওয়া হয়েছে তাই অনুগ্রহ করে আর কেউ নাম্বার শেয়ার করবেন না। সবাইকে রিচার্জ হয়তো দেওয়া সম্ভব হয়নি তবে সবার জন্য অন্তর হতে ভালোবাসা রইলো।ক্রমাগত কমেন্টের জন্য স্বচ্ছতার জন্য স্ক্রিনশট যুক্ত করা হলো:
ফেসবুকে আমি→নিশান আহম্মেদ নিয়ন
আল্লাহ হাফেজ
ওয়েটিং ফর মোডারেশন
Stay with TrickBD
আপনার প্রতিটা পোষ্ট অসাধারণ
১০ জনকে রিচার্জ দেওয়া হয়েছে;
যারা রিচার্জ পেয়েছেন তাদের অভিনন্দন আর যারা পান’নি তাদেরও অন্তর হতে ধন্যবাদ আর ভালোবাসা রইলো।
দেখুন এটা কোন প্রতিযোগিতা ছিলো না তাই হার-জিতের কিছু না; স্রেফ একটা এটেনটিভ প্রোগাম ছিলো মাত্র।
দয়া করে আর কেউ নাম্বার শেয়ার করবেন না তাতে আমার কাছেই খারাপ লাগবে; একইভাবে এটার অপব্যবহার করে অনেকে স্পামিংও করতে পারে যাকে মেসেজ মার্কেটিং বলে।
আর যারা শেয়ার করেছেন তারাও স্পামিং হতে সচেতন থাকবেন কেননা আমি চাইনা কেউ আমার জন্য নূন্যতম ক্ষতিগ্রস্ত হউক।
সবাইকে ধন্যবাদ
আমার ফেসবুক পেজ এর নাম চেঞ্জ করতে পারছি না?
আর আপনার এই পোস্ট নিয়নসুত্র মনে হয়।
হি হি হি
হাসিটা আপনার থেকেই শেখা।
Gd post
Goto post a ekta help caisilam??
plz
I respect you boss
Thanks for SHARE this trick.
01959138613
Indian game teen patti gold hack korar kno way thakhe trick ti share koren bro..
ar apnr sob gula pore vlo lagche amr..
০১৭৯৪৫০৮৬১০
রেগুলার ভিজিট করি প্রতিদিন মিনিমাম ৩/৪ বার
বাট আপনার পোস্ট মিস করি নাহ
Ar evabe ki 3G/4G er speed barano jabe?
ami onk cesta koreci network booster bananur but bertho hoyeci apnar ta try korbo obossoi
phone number: 01700506959
ami onk cesta koreci network booster bananur but bertho hoyeci apnar ta try korbo obossoi
phone number: 01700506959
ami onk cesta koreci network booster bananur but bertho hoyeci apnar ta try korbo obossoi
phone number: 1700506959
01640179558
আপনার বানানো থাকলে পিক দেন পোস্টে।
একটা হোম মেড ড্রোন বানানোর টিউটোরিয়াল দেন..!
এবং ওটা যেন মোবাইল এপ্প দিয়ে কন্ট্রোল করা যায়…!
এই এন্টেনা বানালে কি থ্রি জি নেটওয়ার্ক পাবো??
অনেক কিছুই শিখে গিয়েছি ইনশাল্লাহ..
কিন্তু পুরো বিষয়ে পারফেক্ট হতে চাচ্ছি মানে নিজের হাতে একটা 18VA ট্রান্সফরমার তৈরি করতে চাচ্ছি…
কিন্তু সমস্যা হচ্ছে ইন্টারনেটের একেক টিউটোরিয়ালে একেক রকম ক্যালকুলেশন দেখানো হয়েছে..সঠিক কোন উপায়ে করব বুঝতে পারছি না । যদি একটু হেল্প করতেন.. কৃতজ্ঞ থাকতাম।
গ্রামে থাকি, এলাকায় অভিজ্ঞ কেউ না থাকায় আপনার ধারস্থ হলাম। মাফ করবেন।
আপনার নেটওয়ার্ক এন-টিনা আমার খুব দরকার ছিল। বিস্তারিত ইনফরমেশন সহ যদি একটা লিঙ্ক দিতেন.. তাহলে বিছানায় শুয়ে শুয়েই আপনার পোষ্টগুলো পড়তে পারতাম।
অনেক অনেক ভালোবাসা রইল।
এটা তৈরি করলে কি ঘরের মধ্যে ৩জি পাবো?
আর আমার পয়েন্ট ৩৭৪ দেখলাম।শিওর না,আপনি অভিজ্ঞ,যদি হয়, অপেক্ষায় রইলাম।
01821845289
নিয়ন ভাই প্লিজ
Tobe Taka Ta Apner
Prappo.
আমায় telegram এ ভিডিও টি দিয়ে দিতে পারেন। বাকিটা আপনার মর্জি
আমার telegram user name ( Debsajib) @ use করিনি না হলে comment এ problem হবে